সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন, ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার এবং নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।
এ বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরলেন সৌম্য। মাঝে চোট ও ভিসা জটিলতায় খেলতে পারেননি। অন্যদিকে চোটের শঙ্কা থাকায় এই সিরিজেও নেই লিটন দাস। ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল এবারই প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। তিনি একমাত্র নতুন খেলোয়াড় হিসেবে আছেন এই দলে।
আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রতিটি ম্যাচই হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই দুপুর দেড়টায়।
মাহিদুল ইসলাম অঙ্কনকে আগামী ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করেই দলে রাখা হয়েছে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ ছাড়া অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার।
এক ভিডিও বার্তায় লিপু বলেছেন, ‘দলের মিডল অর্ডার যথেষ্ট ভুগছে। বলতে পারেন প্রায় সবাই রান খরায়। সেই জায়গায় আমরা অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলবো। ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয়ই উজ্জ্বল। তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি। যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।’
এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছিল তাকে। সৌম্যকে দলে নেয়ার ব্যাখ্যায় লিপু বলেন, ‘আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে।
সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।’
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন, ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার এবং নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।
এ বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরলেন সৌম্য। মাঝে চোট ও ভিসা জটিলতায় খেলতে পারেননি। অন্যদিকে চোটের শঙ্কা থাকায় এই সিরিজেও নেই লিটন দাস। ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল এবারই প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। তিনি একমাত্র নতুন খেলোয়াড় হিসেবে আছেন এই দলে।
আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রতিটি ম্যাচই হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই দুপুর দেড়টায়।
মাহিদুল ইসলাম অঙ্কনকে আগামী ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করেই দলে রাখা হয়েছে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ ছাড়া অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার।
এক ভিডিও বার্তায় লিপু বলেছেন, ‘দলের মিডল অর্ডার যথেষ্ট ভুগছে। বলতে পারেন প্রায় সবাই রান খরায়। সেই জায়গায় আমরা অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলবো। ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয়ই উজ্জ্বল। তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি। যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।’
এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছিল তাকে। সৌম্যকে দলে নেয়ার ব্যাখ্যায় লিপু বলেন, ‘আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে।
সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।’
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।