ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ইনিংস খেলেও শেষদিকে মেজাজ হারান আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। গত মঙ্গলবার আবুধাবিতে শতকের মাত্র পাঁচ রান আগে আউট হওয়ার পর ফেরার পথে রাগে মাঠের পাশে থাকা কিছু সরঞ্জামে ব্যাট ছুড়ে মারেন তিনি। আর সেই আচরণের জন্য জরিমানার মুখে পড়তে হলো এই ব্যাটারকে।
জাদরান অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারি গ্রায়েম লা ব্রয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি জানিয়েছে, এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ, যা তুলনামূলকভাবে হালকা হলেও রেকর্ডে থেকে যায়। শাস্তি হিসেবে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে এবং যুক্ত করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
তবে সেই রাগের মুহূর্তের পরও দিনটা ছিল পুরোপুরি তার। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিনি ১১১ বল খেলে ৯৫ রানের ইনিংস খেলেন, যা আফগানিস্তানের ২৯৩ রানের ইনিংসের ভিত্তি গড়ে দেয়।
পরে বাংলাদেশ ব্যাট হাতে একেবারেই দাঁড়াতে পারেনি। সাইফ হাসানের ৪৩ রান ছাড়া কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। পুরো দল গুটিয়ে যায় ৯৩ রানে, যা জাদরানের ব্যক্তিগত রানের চেয়েও দুই রান কম। সিরিজের ফলাফলও আফগানিস্তানের পক্ষে একপেশে, ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ইনিংস খেলেও শেষদিকে মেজাজ হারান আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। গত মঙ্গলবার আবুধাবিতে শতকের মাত্র পাঁচ রান আগে আউট হওয়ার পর ফেরার পথে রাগে মাঠের পাশে থাকা কিছু সরঞ্জামে ব্যাট ছুড়ে মারেন তিনি। আর সেই আচরণের জন্য জরিমানার মুখে পড়তে হলো এই ব্যাটারকে।
জাদরান অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারি গ্রায়েম লা ব্রয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসি জানিয়েছে, এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ, যা তুলনামূলকভাবে হালকা হলেও রেকর্ডে থেকে যায়। শাস্তি হিসেবে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে এবং যুক্ত করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
তবে সেই রাগের মুহূর্তের পরও দিনটা ছিল পুরোপুরি তার। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তিনি ১১১ বল খেলে ৯৫ রানের ইনিংস খেলেন, যা আফগানিস্তানের ২৯৩ রানের ইনিংসের ভিত্তি গড়ে দেয়।
পরে বাংলাদেশ ব্যাট হাতে একেবারেই দাঁড়াতে পারেনি। সাইফ হাসানের ৪৩ রান ছাড়া কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। পুরো দল গুটিয়ে যায় ৯৩ রানে, যা জাদরানের ব্যক্তিগত রানের চেয়েও দুই রান কম। সিরিজের ফলাফলও আফগানিস্তানের পক্ষে একপেশে, ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ