ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান ক্রিকেট দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে তারা। ফলে ২০ দলের এই টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯টি দল খেলা চূড়ান্ত করেছে।
গতকাল বুধবার আল আমেরাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের ১৬তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় নেপাল ও ওমানের। সামোয়ার বিপক্ষে ৭৭ রানের জয় পায় আরব আমিরাত।
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে নেপাল ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। গতকাল জাপানের বিপক্ষে জিতলেই শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হবে আরব আমিরাতের। আর জাপান জিতলে আরব আমিরাতের সঙ্গে রান রেট বিবেচনা করা হবে।
এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকেট পেয়েছে ১৯টি দেশ। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলঙ্কা।
এছাড়া গত বিশ্বকাপের সুপার এইটে ওঠে আগামী আসরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও পাকিস্তান।
বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকেট পেয়েছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল ও ওমান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান ক্রিকেট দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার টিকেট পেয়েছে তারা। ফলে ২০ দলের এই টি-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯টি দল খেলা চূড়ান্ত করেছে।
গতকাল বুধবার আল আমেরাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের ১৬তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় নেপাল ও ওমানের। সামোয়ার বিপক্ষে ৭৭ রানের জয় পায় আরব আমিরাত।
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে নেপাল ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। গতকাল জাপানের বিপক্ষে জিতলেই শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হবে আরব আমিরাতের। আর জাপান জিতলে আরব আমিরাতের সঙ্গে রান রেট বিবেচনা করা হবে।
এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকেট পেয়েছে ১৯টি দেশ। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলঙ্কা।
এছাড়া গত বিশ্বকাপের সুপার এইটে ওঠে আগামী আসরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও পাকিস্তান।
বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকেট পেয়েছে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল ও ওমান।