ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলে দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।
শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে বালক বিভাগে সানিডেল ৩৬-১৭ গোলে হারায় নারিন্দা গভ. হাই স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০৯ গোলে এগিয়ে ছিল। ৫ ম্যাচে সব কটিতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।
বালিকা বিভাগের সুপার সিক্সের শেষ ম্যাচেও সানিডেল ১২-৯ গোলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৭-৪ গোলে এগিয়ে ছিল। ৫ ম্যাচে সবকটিতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।
বালক বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেল স্কুলের আরিফ ইহতিরাম খান। বালিকা বিভাগে সেরা সানিডেল স্কুলের ইশরাত মেহজাবিন রাহা।
এই টুর্নামেন্টের পর হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হবে আরেকটি প্রতিযোগিতা। যেখানে বালক বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা গভ. হাই স্কুল ও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওদিকে একইভাবে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে বালিকা বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।
ট্রফি হাতে স্কুলটির অধিনায়ক ফারাজ ফরহাদ উচ্ছ্বসিত। তিনি জানান, ‘আবারও চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আগামী টুর্নামেন্টেও আশা করি এটা ধরে রাখতে পারবো। আমাদের কোচের জন্য মূলত চ্যাম্পিয়ন হয়েছি। তিনি সারা বছর খুব ভোরে উঠে অনুশীলন করিয়েছেন আমাদের। এই সাফল্যের সব কৃতিত্ব তাই কোচের।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫
পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলে দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।
শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে বালক বিভাগে সানিডেল ৩৬-১৭ গোলে হারায় নারিন্দা গভ. হাই স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০৯ গোলে এগিয়ে ছিল। ৫ ম্যাচে সব কটিতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।
বালিকা বিভাগের সুপার সিক্সের শেষ ম্যাচেও সানিডেল ১২-৯ গোলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৭-৪ গোলে এগিয়ে ছিল। ৫ ম্যাচে সবকটিতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল।
বালক বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেল স্কুলের আরিফ ইহতিরাম খান। বালিকা বিভাগে সেরা সানিডেল স্কুলের ইশরাত মেহজাবিন রাহা।
এই টুর্নামেন্টের পর হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে হবে আরেকটি প্রতিযোগিতা। যেখানে বালক বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা গভ. হাই স্কুল ও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওদিকে একইভাবে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে বালিকা বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।
ট্রফি হাতে স্কুলটির অধিনায়ক ফারাজ ফরহাদ উচ্ছ্বসিত। তিনি জানান, ‘আবারও চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। আগামী টুর্নামেন্টেও আশা করি এটা ধরে রাখতে পারবো। আমাদের কোচের জন্য মূলত চ্যাম্পিয়ন হয়েছি। তিনি সারা বছর খুব ভোরে উঠে অনুশীলন করিয়েছেন আমাদের। এই সাফল্যের সব কৃতিত্ব তাই কোচের।’