বগুড়ার আদমদীঘি ও নওগাঁ জেলার ইরামতি খাল ও রক্তদহ বিল ঘিরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের বাঁধ নির্মাণে কৃষকদের ভয়াবহ ক্ষতি হয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে হাজার হাজার বিঘা জমির ফসল ডুবে যায়। এবারও টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানি বাঁধের কারণে সঠিকভাবে নিষ্কাশিত হতে পারছে না, ফলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
প্রকৃতপক্ষে, ইরামতি খাল ও রক্তদহ বিলের জলাবদ্ধতার মূল কারণ দুটি বাঁধ। খালের পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে মাঠের পানি বের হতে পারে না। বাঁধের উচ্চতা ও খালের অব্যবস্থাপনা কৃষকদের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এছাড়া রাণীনগর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে সরকারি জমি দখল করে মাছের খামার গড়ে তোলায় খালের প্রাকৃতিক গতি ব্যাহত হচ্ছে। এতে পানি নিষ্কাশনের সুযোগ কমে গিয়ে ফসলি জমি তলিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা বলছেন, সামান্য বৃষ্টি হলেই জমি তলিয়ে যাচ্ছে এবং ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমন ধান পানিতে তলিয়ে যাওয়ার ফলে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। কৃষক ইয়াছিন আলী ও আব্দুল হান্নানসহ অন্যরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাচ্ছেন না। তারা বাধ্য হয়ে বাঁধের কিছু অংশ ভেঙে দিলেও সমস্যার সমাধান হয়নি।
কৃষকদের এই দুরবস্থা থেকে মুক্তি দিতে হলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ইরামতি খাল ও রক্তদহ বিলের বাঁধগুলো ভেঙে ফেলা আবশ্যক। খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলদারিত্ব থেকে রক্তদহ বিলকে মুক্ত করতে হবে। এসব পদক্ষেপ ছাড়া এ অঞ্চলের কৃষকদের বাঁচার কোনো উপায় নেই।
সরকারের উচিত হবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া, যাতে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আর না ঘটে। স্থানীয় প্রশাসন ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকদের প্রতি দায়বদ্ধ হতে হবে। শুধু আশ্বাস প্রদান নয়, বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করাই একমাত্র সমাধান। কৃষকদের জীবন-জীবিকা রক্ষার্থে ইরামতি খাল ও রক্তদহ বিলের সঠিক ব্যবস্থাপনা জরুরি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
বগুড়ার আদমদীঘি ও নওগাঁ জেলার ইরামতি খাল ও রক্তদহ বিল ঘিরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের বাঁধ নির্মাণে কৃষকদের ভয়াবহ ক্ষতি হয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে হাজার হাজার বিঘা জমির ফসল ডুবে যায়। এবারও টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানি বাঁধের কারণে সঠিকভাবে নিষ্কাশিত হতে পারছে না, ফলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
প্রকৃতপক্ষে, ইরামতি খাল ও রক্তদহ বিলের জলাবদ্ধতার মূল কারণ দুটি বাঁধ। খালের পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে মাঠের পানি বের হতে পারে না। বাঁধের উচ্চতা ও খালের অব্যবস্থাপনা কৃষকদের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এছাড়া রাণীনগর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে সরকারি জমি দখল করে মাছের খামার গড়ে তোলায় খালের প্রাকৃতিক গতি ব্যাহত হচ্ছে। এতে পানি নিষ্কাশনের সুযোগ কমে গিয়ে ফসলি জমি তলিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা বলছেন, সামান্য বৃষ্টি হলেই জমি তলিয়ে যাচ্ছে এবং ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে আমন ধান পানিতে তলিয়ে যাওয়ার ফলে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। কৃষক ইয়াছিন আলী ও আব্দুল হান্নানসহ অন্যরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাচ্ছেন না। তারা বাধ্য হয়ে বাঁধের কিছু অংশ ভেঙে দিলেও সমস্যার সমাধান হয়নি।
কৃষকদের এই দুরবস্থা থেকে মুক্তি দিতে হলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ইরামতি খাল ও রক্তদহ বিলের বাঁধগুলো ভেঙে ফেলা আবশ্যক। খালটি পুনঃখনন করে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখলদারিত্ব থেকে রক্তদহ বিলকে মুক্ত করতে হবে। এসব পদক্ষেপ ছাড়া এ অঞ্চলের কৃষকদের বাঁচার কোনো উপায় নেই।
সরকারের উচিত হবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া, যাতে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আর না ঘটে। স্থানীয় প্রশাসন ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকদের প্রতি দায়বদ্ধ হতে হবে। শুধু আশ্বাস প্রদান নয়, বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করাই একমাত্র সমাধান। কৃষকদের জীবন-জীবিকা রক্ষার্থে ইরামতি খাল ও রক্তদহ বিলের সঠিক ব্যবস্থাপনা জরুরি।