alt

উপ-সম্পাদকীয়

নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস

কামরুজ্জামান

: শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
image

নিত্যপণ্যের দামে কমছে না অস্বস্তি

বর্তমান বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। সাধারণ মানুষ বাজারে গিয়ে অস্বস্তি বোধ করে। চাল-ডাল লবণ পেঁয়াজ মরিচ আদা রসুন তেল শাকসবজিসহ সব পণ্যের দাম আকাশচুম্বী। দরিদ্র মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদের আয় দিয়ে ২০ দিনও ভালো করে চলতে পারে না। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলতে কষ্ট হচ্ছে। কাটছাঁট করেও হিমশিম খাচ্ছে।

বাজারে গেলেই মানুষের অসহায় দৃষ্টি চোখে পড়ে। বাজারের সবচেয়ে সস্তা সবজি হিসেবে পরিচিত পেঁপে, দাম দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজ ১৫০ টাকা কেজি, রসুন ২৪০ টাকা কেজি, আলু ৮০ টাকা কেজি, মাছ কেজিপ্রতি ২০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত মূল্য। ইলিশ মাছের কথা বাদ দিলাম। এই মাছ এখন ধনীদের খাবার। নিত্যপণ্যের দাম দেখার যেন কেউ নেই।

সাধারণ মানুষের আসলে কী করা উচিত বুঝে উঠতে পারছে না। বাজারের খুচরা ব্যবসায়ীরা একরকম কথা বলে আবার আড়তদাররা বলে আরেকরকম। ক্রেতাদের কথা শোনার কেউ নেই। কেন বাড়ছে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম তার সদুত্তর পাওয়াও যাচ্ছে না। তবে বিভিন্ন মাধ্যম ও বাজার বিশ্লেষণ করে যেটা মনে হয় তা হলোÑ যতটা না পণ্যের দাম বাড়ছে জোগানের অভাবে তার চেয়ে বেশি বাড়ছে মজুদ এবং সিন্ডিকেটের কারণে। এভাবে বাজার চললে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। মানুষ আর্থিক সমস্যাসহ মানসিক স্বাস্থ্যহীনতার মধ্যে পড়ে যাবে।

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কিছু কারণ হতে পারে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া বন্যা। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় কবলিত হয়। প্রায় ৫০ লাখ মানুষ বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। নোয়াখালী, ফেনী কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ প্রায় ১২টি জেলায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো এলাকা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত পানির নিচে চলে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, কৃষিজমি, মাঠের ফসল ও গবাদিপশু। ভয়াবহ এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষি ফসল; যার প্রভাব এখন নিত্যপণ্যের বাজারে দেখা মিলছে বলে অনেকেই মনে করেন।

এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলাও বন্যাকবলিত হয়। এসব অঞ্চলের কৃষিজমির ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব সরাসরি কাঁচাবাজার ও শাকসবজিসহ নিত্যপণ্যের ওপর পড়ছে।

শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সারা বাংলাদেশে উৎপাদিত হয়। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। তরিতরকারি ও শাকসবজি বেশি উৎপাদিত হয় বাসাবাড়ির আঙিনায় ও আশপাশের উঁচু জমিতে। রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় কিছুটা কম উৎপাদন হলেও বাকি সব জেলায় শাকসবজি ও তরিতরকারি বেশ ভালো উৎপাদন হয়। মানুষ নিজেদের প্রয়োজনে উৎপাদন করে। আবার অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে। আমাদের দেশে ঢাকার সাভার এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখন বাণিজ্যিকভিত্তিক শাকসবজি ও তরিতরকারি উৎপাদন করা হচ্ছে। সেই হিসাব করলে নিত্যপণ্যের দাম এতো বেশি বাড়ার কথা নয়। অনেকেরই ধারণা বাজার সিন্ডিকেট মূল্য বৃদ্ধির জন্য দায়ী।

আমাদের দেশে যে কোনো পণ্য বাজারে আসার আগে মধ্যস্বত্বভোগীর দখলে আসে। এই মধ্যস্বত্বভোগী বাজার নিয়ন্ত্রণ করে। এরা কৃষকের কাজ থেকে অল্প মূল্যে পণ্য ক্রয় করে তিনগুণ চারগুণ বেশি দামে বিক্রয় করে থাকে। এদের সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী। এদের সাথে আবার জড়িত থাকে সমাজের কিছু অসৎ মানুষ। এই সিন্ডিকেট দেশি পণ্য যেমন নিয়ন্ত্রণ করে তেমনি আমদানিকৃত পণ্যও নিয়ন্ত্রণ করে। আর এ কারণে তেলসহ আমদানি পণ্যেরও বাজার মূল্যও বর্তমানে অনেক বেশি।

নিত্যপণ্যের দাম নিয়ে বরাবরই সাধারণ মানুষের অভিযোগ থাকে। এটা অনেকদিন থেকেই দেখছি। তবে বর্তমান বাজারদর অন্য যে কোন সময়ের চেয়ে অনেকটাই বেশি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পর সাধারণ মানুষের প্রত্যাশা নিত্যপণ্যসহ সব ধরনের ব্যবহার্য জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে; কিন্তু দিন যত যাচ্ছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে গিয়ে মানুষের আয় তত কমে যাচ্ছে, মানুষ ঋণের ঝুঁকিতে পড়ে যাচ্ছে।

যারা নির্দিষ্ট আয়ের মানুষ এবং সৎ রোজগার করে জীবনযাপন করে তাদের বাড়তি যে কোনো ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পরে। গত পাঁচ বছর ধরে চাকরিজীবী যাদের বেতন এক টাকাও বাড়েনি তাদের অবস্থা আরও খারাপ। ছোটখাটো আয়ের মানুষ ও ছোট ব্যবসায়ী তাদের অবস্থাও ভালো না। নিম্নআয়ের মানুষ, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকশ্রেণী মানুষ তারাও ভালো নেই। এ মানুষগুলো খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়, দেখাতে বাধ্য হয়। বাস্তবতা তাদের বাধ্য করে।

আমাদের দেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির আরও একটি কারণ হচ্ছেÑ বাজারে দাম বাড়বে এই অজুহাতে একসঙ্গে সবাই পণ্য কেনার জন্য উঠেপড়ে লাগে। এর ফলে বাড়তি পণ্যের চাহিদা বাড়ে। এই ফাঁকে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে। এটা কখনও কখনও গুজবে হয় আবার ব্যবসায়ীরাও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট একটা দুইটা পণ্যকে বেছে নেওয়া হয়। যেমন- বর্তমানে প্রায় সব পণ্যের দাম বাড়লেও ডিম আর কাঁচামরিচের দাম বেড়েছে অস্বাভাবিক। কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হয়েছে ৪৬০ টাকা করে। আর ডিম ট্রে ৪২০ টাকা।

বর্তমান পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা খুব বেশি প্রয়োজন। আর এর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বাইরে থেকে আমদানিকৃত পণ্য মজুদ না করে সরাসরি বাজারে ছাড়ার ব্যবস্থা করতে হবে। তেল পেঁয়াজ রসুন আদা আটা চাল আমদানি পরিমাণে একটু বাড়াতে হবে। সেক্ষেত্রে নতুন বাজার খুঁজতে হবে।

সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বাজার মনিটরিং বাড়াতে হবে। বেশি দামে যারা পণ্য বিক্রি করবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য টিসিবি পণ্য বিক্রি বাড়াতে হবে। সরকার কর্তৃক ভর্তুকি দিয়ে কম মূল্যে পণ্য বিক্রিতে প্রকৃত প্রাপ্যদের অধিকার নিশ্চিত করতে হবে।

মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত মূল্যে ভোক্তা যাতে পণ্য ক্রয় করতে পারে তাও নিশ্চিত করতে হবে। আড়তদার এবং মজুদদার পণ্য মজুদ করে রাখলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বিভিন্ন মিডিয়ার খবরে প্রায়ই দেখি কাঁচামরিচ, পেঁয়াজ, আলু ইত্যাদি পণ্য মজুদ করে দাম বাড়িয়ে বিক্রি করতে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে হাজার হাজার মণ পণ্য মজুদের খবর পাওয়া যায়। এগুলো দুঃখজনক। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারের উচিত হবে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা। বিশেষ করে চাল ডাল আলু তেল পেঁয়াজ মরিচ আদা রসুন, ডিম, বয়লার মুরগি, মাছ ইত্যাদি পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সব ধরনের শাকসবজি ও তরিতরকারি বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি করা। এক্ষেত্রে ভোক্তা অধিকার আইনের সর্বোচ্চ প্রয়োগ প্রয়োজন। প্রয়োজন বাজার মনিটরিংয়ে জনবল কাঠামো বাড়ানো। তবেই হয়তো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

[লেখক : সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

জ্ঞানই শক্তি

বিশ্ব প্রতিবন্ধী দিবস : জোর দিতে হবে প্রতিরোধে

ঋণ ব্যবস্থা : তেলা মাথায় ঢালো তেল, ন্যাড়া মাথায় ভাঙো বেল

বিচারকের ওপর হামলা কেন

বৈশ্বিক নিষ্ক্রিয়তার কবলে রোহিঙ্গা ইস্যু

আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস

বৈষম্য ঘোচাতে চাই একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ

সমস্যার সূতিকাগার

ছবি

বাংলাদেশে আলু চাষে আধুনিক উৎপাদন পদ্ধতি

দলীয় লেজুড়বৃত্তির শিক্ষক রাজনীতি বন্ধের পথ কী?

ব্যাংক সংস্কার : কাটবে কি অন্ধকার?

রম্যগদ্য: ম্যাড় ম্যাড়ে সোনা-কাহিনী

রাষ্ট্র সংস্কারে পাঠাগার

কেন এত ধ্বংস, কেন এত মৃত্যু

জলবায়ু সম্মেলন থেকে আমরা কী পেলাম

উচ্চশিক্ষায় মান বজায় রাখার চ্যালেঞ্জ

ছবি

যানজট আর্থ-সামাজিক বিড়ম্বনাকে প্রকট করে তুলছে

যাচ্ছে দিন, বাড়ছে সড়ক দুর্ঘটনা

ছবি

স্বপ্ন দেখতে তো ভুল নেই

ছবি

আহমদুল কবির : সাংবাদিকতা এবং রাজনীতিতে

ইতিহাসের কাছে মানুষ কী চায়?

আর্থিক সংকট কতটা গভীর

আদিবাসী নেতাদের দেখে নেয়ার হুমকি

সম্পত্তিতে এতিম নাতি-নাতনির অংশ ও বাস্তবতা

দলীয় লেজুড়বৃত্তির শিক্ষক রাজনীতির নেতিবাচক প্রভাব

বোস-আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্বের শতবর্ষ

প্রাকৃতিক জলাশয়গুলো বাঁচানো জরুরি

রঙ্গব্যঙ্গ : শাব্বাশ বিটিভি, জিন্দাবাদ, জিন্দাবাদ

নবজাগরণ : সত্যিই কি জাতি জেগেছে?

গ্রামভিত্তিক কর্মসংস্থানে জোর দিতে হবে

ছবি

কে যাস রে ভাটির গাঙ বাইয়া

লটারিতে ভর্তি : কবে দূর হবে সরকারি স্কুলগুলোর ‘করোনা মহামারী’?

ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি খুব একটা পরিবর্তন হবে কি

অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এবং প্রাসঙ্গিক কিছু চিন্তা

মুজিব কি কেবলই ছবি

tab

উপ-সম্পাদকীয়

নিত্যপণ্যের দামে সাধারণ মানুষের নাভিশ্বাস

কামরুজ্জামান

image

নিত্যপণ্যের দামে কমছে না অস্বস্তি

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

বর্তমান বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। সাধারণ মানুষ বাজারে গিয়ে অস্বস্তি বোধ করে। চাল-ডাল লবণ পেঁয়াজ মরিচ আদা রসুন তেল শাকসবজিসহ সব পণ্যের দাম আকাশচুম্বী। দরিদ্র মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদের আয় দিয়ে ২০ দিনও ভালো করে চলতে পারে না। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলতে কষ্ট হচ্ছে। কাটছাঁট করেও হিমশিম খাচ্ছে।

বাজারে গেলেই মানুষের অসহায় দৃষ্টি চোখে পড়ে। বাজারের সবচেয়ে সস্তা সবজি হিসেবে পরিচিত পেঁপে, দাম দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজ ১৫০ টাকা কেজি, রসুন ২৪০ টাকা কেজি, আলু ৮০ টাকা কেজি, মাছ কেজিপ্রতি ২০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত মূল্য। ইলিশ মাছের কথা বাদ দিলাম। এই মাছ এখন ধনীদের খাবার। নিত্যপণ্যের দাম দেখার যেন কেউ নেই।

সাধারণ মানুষের আসলে কী করা উচিত বুঝে উঠতে পারছে না। বাজারের খুচরা ব্যবসায়ীরা একরকম কথা বলে আবার আড়তদাররা বলে আরেকরকম। ক্রেতাদের কথা শোনার কেউ নেই। কেন বাড়ছে প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম তার সদুত্তর পাওয়াও যাচ্ছে না। তবে বিভিন্ন মাধ্যম ও বাজার বিশ্লেষণ করে যেটা মনে হয় তা হলোÑ যতটা না পণ্যের দাম বাড়ছে জোগানের অভাবে তার চেয়ে বেশি বাড়ছে মজুদ এবং সিন্ডিকেটের কারণে। এভাবে বাজার চললে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। মানুষ আর্থিক সমস্যাসহ মানসিক স্বাস্থ্যহীনতার মধ্যে পড়ে যাবে।

নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কিছু কারণ হতে পারে সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া বন্যা। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের পূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় কবলিত হয়। প্রায় ৫০ লাখ মানুষ বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। নোয়াখালী, ফেনী কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ প্রায় ১২টি জেলায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো কোনো এলাকা ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত পানির নিচে চলে যায়। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, কৃষিজমি, মাঠের ফসল ও গবাদিপশু। ভয়াবহ এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষি ফসল; যার প্রভাব এখন নিত্যপণ্যের বাজারে দেখা মিলছে বলে অনেকেই মনে করেন।

এছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলাও বন্যাকবলিত হয়। এসব অঞ্চলের কৃষিজমির ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব সরাসরি কাঁচাবাজার ও শাকসবজিসহ নিত্যপণ্যের ওপর পড়ছে।

শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সারা বাংলাদেশে উৎপাদিত হয়। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। তরিতরকারি ও শাকসবজি বেশি উৎপাদিত হয় বাসাবাড়ির আঙিনায় ও আশপাশের উঁচু জমিতে। রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় কিছুটা কম উৎপাদন হলেও বাকি সব জেলায় শাকসবজি ও তরিতরকারি বেশ ভালো উৎপাদন হয়। মানুষ নিজেদের প্রয়োজনে উৎপাদন করে। আবার অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে। আমাদের দেশে ঢাকার সাভার এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে এখন বাণিজ্যিকভিত্তিক শাকসবজি ও তরিতরকারি উৎপাদন করা হচ্ছে। সেই হিসাব করলে নিত্যপণ্যের দাম এতো বেশি বাড়ার কথা নয়। অনেকেরই ধারণা বাজার সিন্ডিকেট মূল্য বৃদ্ধির জন্য দায়ী।

আমাদের দেশে যে কোনো পণ্য বাজারে আসার আগে মধ্যস্বত্বভোগীর দখলে আসে। এই মধ্যস্বত্বভোগী বাজার নিয়ন্ত্রণ করে। এরা কৃষকের কাজ থেকে অল্প মূল্যে পণ্য ক্রয় করে তিনগুণ চারগুণ বেশি দামে বিক্রয় করে থাকে। এদের সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী। এদের সাথে আবার জড়িত থাকে সমাজের কিছু অসৎ মানুষ। এই সিন্ডিকেট দেশি পণ্য যেমন নিয়ন্ত্রণ করে তেমনি আমদানিকৃত পণ্যও নিয়ন্ত্রণ করে। আর এ কারণে তেলসহ আমদানি পণ্যেরও বাজার মূল্যও বর্তমানে অনেক বেশি।

নিত্যপণ্যের দাম নিয়ে বরাবরই সাধারণ মানুষের অভিযোগ থাকে। এটা অনেকদিন থেকেই দেখছি। তবে বর্তমান বাজারদর অন্য যে কোন সময়ের চেয়ে অনেকটাই বেশি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পর সাধারণ মানুষের প্রত্যাশা নিত্যপণ্যসহ সব ধরনের ব্যবহার্য জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে; কিন্তু দিন যত যাচ্ছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে অতিরিক্ত ব্যয় নির্বাহ করতে গিয়ে মানুষের আয় তত কমে যাচ্ছে, মানুষ ঋণের ঝুঁকিতে পড়ে যাচ্ছে।

যারা নির্দিষ্ট আয়ের মানুষ এবং সৎ রোজগার করে জীবনযাপন করে তাদের বাড়তি যে কোনো ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পরে। গত পাঁচ বছর ধরে চাকরিজীবী যাদের বেতন এক টাকাও বাড়েনি তাদের অবস্থা আরও খারাপ। ছোটখাটো আয়ের মানুষ ও ছোট ব্যবসায়ী তাদের অবস্থাও ভালো না। নিম্নআয়ের মানুষ, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকশ্রেণী মানুষ তারাও ভালো নেই। এ মানুষগুলো খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়, দেখাতে বাধ্য হয়। বাস্তবতা তাদের বাধ্য করে।

আমাদের দেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির আরও একটি কারণ হচ্ছেÑ বাজারে দাম বাড়বে এই অজুহাতে একসঙ্গে সবাই পণ্য কেনার জন্য উঠেপড়ে লাগে। এর ফলে বাড়তি পণ্যের চাহিদা বাড়ে। এই ফাঁকে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে। এটা কখনও কখনও গুজবে হয় আবার ব্যবসায়ীরাও কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট একটা দুইটা পণ্যকে বেছে নেওয়া হয়। যেমন- বর্তমানে প্রায় সব পণ্যের দাম বাড়লেও ডিম আর কাঁচামরিচের দাম বেড়েছে অস্বাভাবিক। কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হয়েছে ৪৬০ টাকা করে। আর ডিম ট্রে ৪২০ টাকা।

বর্তমান পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা খুব বেশি প্রয়োজন। আর এর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বাইরে থেকে আমদানিকৃত পণ্য মজুদ না করে সরাসরি বাজারে ছাড়ার ব্যবস্থা করতে হবে। তেল পেঁয়াজ রসুন আদা আটা চাল আমদানি পরিমাণে একটু বাড়াতে হবে। সেক্ষেত্রে নতুন বাজার খুঁজতে হবে।

সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বাজার মনিটরিং বাড়াতে হবে। বেশি দামে যারা পণ্য বিক্রি করবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য টিসিবি পণ্য বিক্রি বাড়াতে হবে। সরকার কর্তৃক ভর্তুকি দিয়ে কম মূল্যে পণ্য বিক্রিতে প্রকৃত প্রাপ্যদের অধিকার নিশ্চিত করতে হবে।

মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে হবে। নির্ধারিত মূল্যে ভোক্তা যাতে পণ্য ক্রয় করতে পারে তাও নিশ্চিত করতে হবে। আড়তদার এবং মজুদদার পণ্য মজুদ করে রাখলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বিভিন্ন মিডিয়ার খবরে প্রায়ই দেখি কাঁচামরিচ, পেঁয়াজ, আলু ইত্যাদি পণ্য মজুদ করে দাম বাড়িয়ে বিক্রি করতে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে হাজার হাজার মণ পণ্য মজুদের খবর পাওয়া যায়। এগুলো দুঃখজনক। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সরকারের উচিত হবে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা। বিশেষ করে চাল ডাল আলু তেল পেঁয়াজ মরিচ আদা রসুন, ডিম, বয়লার মুরগি, মাছ ইত্যাদি পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সব ধরনের শাকসবজি ও তরিতরকারি বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি করা। এক্ষেত্রে ভোক্তা অধিকার আইনের সর্বোচ্চ প্রয়োগ প্রয়োজন। প্রয়োজন বাজার মনিটরিংয়ে জনবল কাঠামো বাড়ানো। তবেই হয়তো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

[লেখক : সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর]

back to top