alt

উপ-সম্পাদকীয়

পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ বিতর্ক

রিয়াজ মোহাম্মদ নোমান

: বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩

ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব অপসারণ প্রসঙ্গে সরব হয়ে উঠেছে গোটা দেশ। বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য বিবর্তনবাদ সম্পর্কে সংসদে অগ্নিঝরা বক্তব্য দিয়ে দৃষ্টি কেড়েছেন আমজনতার। এরই সূত্র ধরে বিভিন্ন ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তারা বিবর্তনবাদ অপসারণের কড়া হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন।

বিবর্তনের একটি ছবি তুলে ধরে দেখানো হচ্ছে- পাঠ্যপুস্তকে দেখানো হয়েছে বানর থেকে মানুষের জন্ম। অথচ পাঠ্যপুস্তকের কোথাও এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। পাঠ্যপুস্তকে বোঝানো হয়েছে ছবিটি মানব প্রজাতি বিবর্তনের একটি ছবি; মানব প্রজাতির শুরুর ধাপ থেকে আজকের অবস্থান পর্যন্ত বিবর্তন হওয়ার একটি চিত্র।

ডারউইন তার ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ বইতে কোথাও লিখেননি, বানর থেকে মানুষ হয়েছে। তবে হ্যাঁ বলা আছে, শিম্পাঞ্জিরা আমাদের খুব কাছের প্রতিবেশী ছিল। প্রায় ষাট লাখ বছর আগে তারা আমাদের গ্রেট এপ বা কমন এনসিস্টর থেকে আলাদা হয়ে যায়।

বিবর্তন একটি সময়সাপেক্ষ জটিল প্রক্রিয়া। বিবর্তনবাদ শুধু মানব প্রজাতির বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে না, বিবর্তন গোটা জীব বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে। বিবর্তন প্রকৃতির নিয়ন্ত্রিত সমস্ত কার্যপ্রক্রিয়াকে প্রতিনিধিত্ব করে। জেনেটিক্স, জিনোমিক্স, প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব এসব বিবর্তনবাদ তত্ত্বেরই অংশ। কী করে শরীরের রোগ-জীবাণু তাদের গঠন প্রকৃতি বদলায়, এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ভাইরাস ব্যাকটেরিয়া তাদের রূপ পরিবর্তন করে অন্য রূপে রূপান্তরিত হয়, শরীরের ভারসাম্য রক্ষা করতে এন্টিবডি বা ইউমিনিটি তৈরি হওয়া অর্থাৎ বিবর্তনবাদ জার্মস তত্ত্বকেও প্রতিনিধিত্ব করে।

কুষ্ঠ রোগকে একটা সময় দেবতাদের অভিশাপ বলে মনে করা হতো- ঘৃণা করা হতো তাদের। কুষ্ঠরোগীকে সামাজিকভাবে বয়কট করে জীবনযাপন অতিষ্ঠ করে ফেলা হতো। ১৮৭৩ সালে নরওয়ের বিজ্ঞানী গেরহার্ড হ্যানসন যুগান্তকারী গবেষণায় প্রমাণ করেন কুষ্ঠ আসলে জীবাণুঘটিত ব্যাধি যা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সেই থেকে কুষ্ঠ রোগীদের বিষয়ে মানুষের ইতিবাচক ধারণা আসতে শুরু করেছে।

জীবাণুর রূপান্তর ঘটে- যা একটা সময় বিশ্বাস অবিশ্বাসের দ্বিধাদ্বন্দ্বে থাকলেও এখন তা প্রমাণিত সত্য। এই চিরন্তন সত্যটি বিবর্তনবাদের অংশ। যা দ্বারা চিকিৎসা বিজ্ঞানকে সংজ্ঞায়িত করা হয়। বিবর্তন তত্ত্বকে বলা যায় চিকিৎসা বিজ্ঞানের খুঁটি।

পাঠ্যপুস্তক থেকে বিবর্তনবাদ অপসারণ করা হলে The cell theory, The germ theory, The heliocentric theory ইত্যাদির মতো বহু সুপ্রতিষ্ঠিত পোক্ত মতবাদও পাঠ্যপুস্তক থেকে অপসারণ করার প্রশ্ন আসে- কেননা বিবর্তন এসবের চাইতেও শক্তিশালী মতবাদ। গোটা বিশ্বের বিজ্ঞানীদের প্রায় ৯৭ শতাংশ বিজ্ঞানী বিবর্তনবাদকে মেনে নিয়ে বিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।

বিজ্ঞানীদের এই মেনে নেয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ১৯৭৪ সালে ইথিওপিয়াতে ৩০ লাখ বছর পূর্বের একটি ‘অস্ট্রালোপিথেকাস’ মানুষরে কংকাল পাওয়া যায়। বিজ্ঞানীরা তার নাম দেন লুসি। লুসির কংকাল মানব প্রজাতির মাঝে ব্যাপক হৈ চৈ সৃষ্টি করে। লুসির কংকাল স্পষ্ট করে আজ থেকে ৪০ লাখ বছর পূর্বে আফ্রিকায় অস্ট্রালোপিথেকাস মানবের বিচরণ ছিল এই পৃথিবীতে। ধর্মীয় মৌলবাদী কিছু সংগঠন সে সময় বিবর্তনবাদকে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার জন্য তোড়জোড়ও শুরু করে।

১৮৫৬ সালে জার্মানের নিয়ান্ডার্থাল উপত্যাকায় মাটি খুঁড়ে পাওয়া যায় ৭৫ হাজার বছর পূর্বের ‘নিয়ান্ডার্থাল’ মানুষের মাথার খুলি। সেখান থেকে নিয়ান্ডার্থাল সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়, পরে ১৯০৮ সালে ফ্রান্সের মাটিতে পাওয়া যায় আস্ত ‘নিয়ান্ডার্থালের’ কংকাল। সেই কংকাল গবেষণার ফলাফল আমাদের মাঝে নতুন ধারণার জন্ম দেয় তাই আমরা এখন জানতে পারি ‘নিয়ান্ডার্থাল’ বা তার সমসাময়িকের মানব প্রজাতির ছিল লম্বাটে মাথা, চ্যাপ্টা মুখ, উঁচু চোয়াল বিশিষ্ট বানর এবং মানুষের মাঝামাঝি আকৃতি বিশিষ্ট মানব প্রজাতি।

২০০৩ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের মাটি খুঁড়ে পাওয়া যায় হোমো ফ্লোরিয়েন্সিস প্রজাতির মানুষ। ১৯৭৪ সালে আফ্রিকার মাটি খুঁড়ে পাওয়া ‘অস্ট্রালোপিথেকাস মানব’ থেকে শুরু করে ২০০৩ সালে ফ্রান্সের মাটিতে পাওয়া ‘ফ্লোরিয়েন্সিস প্রজাতি’ মানব বিবর্তনের নতুন নতুন অধ্যায়ের প্রমাণ করে। ডিএনএ টেস্ট আর কার্বন ডেটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি এ সমস্ত ভূরিভূরি ফসিল, কংকাল, হাড়গোড় আর মাথার খুলি প্রমাণ করে এই পৃথিবীতে মানুষের বিচরণ ছিল লাখ লাখ বছর আগে থেকেই।

এখানে একটা জিনিস না বললেই নয়- মানুষের সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএ’র ৯৮.৬ শতাংশ মিল রয়েছে, আর ওরাং-ওটাং প্রাণীর সঙ্গে আমাদের ডিএনএ’র ৯৭% মিল রয়েছে। শারীরিক গঠন অনুযায়ী মানুষের সঙ্গে শিম্পাঞ্জি ওরাং-ওটাংয়ের ব্যাপক মিল থাকার কারণে বানর সাদৃশ্য সব প্রজাতিকে মানবজাতির জ্ঞাতি ভাই মনে করে অনেকে একটি ভ্রান্ত ধারণা পোষণ করে থাকেন যা মোটেও সত্য নয়। মূলত এরা হচ্ছে ৬০ লাখ বছর পূর্বে হ্যামিনিনি উপগোত্র থেকে পৃথক হওয়া পোঙ্গো (বানরের মতো দেখতে এক প্রজাতি) ‘গণের’ প্রাণিকুল।

এ মতবাদ সম্পর্কে বিস্তারিত আমাদের বেশির ভাগ মানুষেরই অজানা। অজানা থাকা দোষের কিছু নয় তবে না জেনে বিভ্রান্তি ছড়ানোটা ভয়ংকর বিষয়। বিবর্তনবাদ একটি তত্ত্ব যা গোটা বিশ্বের বিদ্যমান চার হাজার দুইশ ধর্মের বিরুদ্ধাচারণ করে। অর্থাৎ গোটা সৃষ্টি তত্ত্বের বিরোধিতা করে। বিবর্তনবাদ সৃষ্টিতত্ত্বের বিপরীতে ভিন্ন একটি মত। যেখানে বলা হয়েছে প্রজাতির উদ্ভব হয়েছে। হাজার-কোটি বছর ধরে বিবর্তিত হচ্ছে। শৈবাল থেকে শুরু করে আজকের আধুনিক মানুষ ভিন্ন ভিন্ন ঘটনাচক্রে কোটি কোটি বছর ধরে রূপান্তরের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায়ে পৌঁছেছে।

একপক্ষের যুক্তি শুনে আমরা একটি ভ্রান্ত ধারণা গ্রহণ করে বসে আছি- যেখানে বলা হয়েছে বানর থেকে মানুষ হয়েছে, যা মোটেও সত্য নয়। তাই সংশ্লিষ্ট মহলের উচিত এ বিষয়ে দক্ষ কাউকে সামনে এনে উভয়পক্ষের যুক্তি বা মত প্রকাশের জায়গা তৈরি করা। বিবর্তনবাদ আসলে কী ইঙ্গিত দেয়, বিবর্তনবাদ কি শুধুই একটি কল্পিত ধারণা? এমন সব প্রশ্নের উত্তর শুধুমাত্র ওই বিষয়ের ওপর গবেষণারত বিদগ্ধ একজন বিজ্ঞই দিতে পারবেন। কোনো রাজনীতিবিদ, আইনজীবী, কিংবা কোনো ধর্মীয় বক্তা বিজ্ঞানের এ জটিল প্রক্রিয়ার বিস্তর ব্যাখ্যা দিতে পারবে না।

[লেখক : প্রাবন্ধিক]

ছবি

স্মরণ : কাঙ্গাল হরিনাথ মজুমদার

ঐতিহাসিক মুজিবনগর দিবস

দাবদাহে সুস্থ থাকবেন কীভাবে

কত দিন পরে এলে, একটু শোনো

রম্যগদ্য : আনন্দ, দ্বিগুণ আনন্দ...

ছবি

ইতিহাসের এক অবিস্মরণীয় নাম

বৈসাবি : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব

‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন

উদার-উদ্দাম বৈশাখ চাই

ঈদ নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি, বিস্তৃত হোক সম্প্রীতি ও সৌহার্দ

প্রসঙ্গ: বিদেশি ঋণ

ছাত্ররাজনীতি কি খারাপ?

জাকাত : বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলাদেশ স্কাউটস দিবস : শুরুর কথা

ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত

প্রবাসীর ঈদ-ভাবনা

বিশ্ব স্বাস্থ্য দিবস

ধানের ফলন বাড়াতে ক্লাইমেট স্মার্ট গুটি ইউরিয়া প্রযুক্তি

কমিশন কিংবা ভিজিটে জমি রেজিস্ট্রির আইনি বিধান ও প্রাসঙ্গিকতা

ছবি

ঈদের অর্থনীতি

পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে ‘পোস্ট পার্টিশন সিনড্রম’

শিক্ষকের বঞ্চনা, শিক্ষকের বেদনা

নিরাপদ সড়ক কেন চাই

রম্যগদ্য : ‘প্রহরীর সাতশ কোটি টাকা...’

ছবি

অবন্তিকাদের আত্মহনন

শিক্ষাবিষয়ক ভাবনা

অপ্রয়োজনে সিজারিয়ান নয়

পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে

আত্মহত্যা রোধে নৈতিক শিক্ষা

আউশ ধান : পরিবেশ ও কৃষকবান্ধব ফসল

ছবি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস

জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আতুড়ঘর

চেক ডিজঅনার মামলার অধিক্ষেত্র ও প্রাসঙ্গিকতা

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের কৃষি

ছবি

‘হৃৎ কলমের’ পাখি এবং আমাদের জেগে ওঠা

ছবি

ভূগর্ভস্থ পানি সুরক্ষায় বৃষ্টির পানি সংরক্ষণ

tab

উপ-সম্পাদকীয়

পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ বিতর্ক

রিয়াজ মোহাম্মদ নোমান

বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩

ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব অপসারণ প্রসঙ্গে সরব হয়ে উঠেছে গোটা দেশ। বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য বিবর্তনবাদ সম্পর্কে সংসদে অগ্নিঝরা বক্তব্য দিয়ে দৃষ্টি কেড়েছেন আমজনতার। এরই সূত্র ধরে বিভিন্ন ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তারা বিবর্তনবাদ অপসারণের কড়া হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন।

বিবর্তনের একটি ছবি তুলে ধরে দেখানো হচ্ছে- পাঠ্যপুস্তকে দেখানো হয়েছে বানর থেকে মানুষের জন্ম। অথচ পাঠ্যপুস্তকের কোথাও এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। পাঠ্যপুস্তকে বোঝানো হয়েছে ছবিটি মানব প্রজাতি বিবর্তনের একটি ছবি; মানব প্রজাতির শুরুর ধাপ থেকে আজকের অবস্থান পর্যন্ত বিবর্তন হওয়ার একটি চিত্র।

ডারউইন তার ‘অন দ্য অরিজিন অব স্পিসিস’ বইতে কোথাও লিখেননি, বানর থেকে মানুষ হয়েছে। তবে হ্যাঁ বলা আছে, শিম্পাঞ্জিরা আমাদের খুব কাছের প্রতিবেশী ছিল। প্রায় ষাট লাখ বছর আগে তারা আমাদের গ্রেট এপ বা কমন এনসিস্টর থেকে আলাদা হয়ে যায়।

বিবর্তন একটি সময়সাপেক্ষ জটিল প্রক্রিয়া। বিবর্তনবাদ শুধু মানব প্রজাতির বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে না, বিবর্তন গোটা জীব বিজ্ঞানকে প্রতিনিধিত্ব করে। বিবর্তন প্রকৃতির নিয়ন্ত্রিত সমস্ত কার্যপ্রক্রিয়াকে প্রতিনিধিত্ব করে। জেনেটিক্স, জিনোমিক্স, প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব এসব বিবর্তনবাদ তত্ত্বেরই অংশ। কী করে শরীরের রোগ-জীবাণু তাদের গঠন প্রকৃতি বদলায়, এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ভাইরাস ব্যাকটেরিয়া তাদের রূপ পরিবর্তন করে অন্য রূপে রূপান্তরিত হয়, শরীরের ভারসাম্য রক্ষা করতে এন্টিবডি বা ইউমিনিটি তৈরি হওয়া অর্থাৎ বিবর্তনবাদ জার্মস তত্ত্বকেও প্রতিনিধিত্ব করে।

কুষ্ঠ রোগকে একটা সময় দেবতাদের অভিশাপ বলে মনে করা হতো- ঘৃণা করা হতো তাদের। কুষ্ঠরোগীকে সামাজিকভাবে বয়কট করে জীবনযাপন অতিষ্ঠ করে ফেলা হতো। ১৮৭৩ সালে নরওয়ের বিজ্ঞানী গেরহার্ড হ্যানসন যুগান্তকারী গবেষণায় প্রমাণ করেন কুষ্ঠ আসলে জীবাণুঘটিত ব্যাধি যা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সেই থেকে কুষ্ঠ রোগীদের বিষয়ে মানুষের ইতিবাচক ধারণা আসতে শুরু করেছে।

জীবাণুর রূপান্তর ঘটে- যা একটা সময় বিশ্বাস অবিশ্বাসের দ্বিধাদ্বন্দ্বে থাকলেও এখন তা প্রমাণিত সত্য। এই চিরন্তন সত্যটি বিবর্তনবাদের অংশ। যা দ্বারা চিকিৎসা বিজ্ঞানকে সংজ্ঞায়িত করা হয়। বিবর্তন তত্ত্বকে বলা যায় চিকিৎসা বিজ্ঞানের খুঁটি।

পাঠ্যপুস্তক থেকে বিবর্তনবাদ অপসারণ করা হলে The cell theory, The germ theory, The heliocentric theory ইত্যাদির মতো বহু সুপ্রতিষ্ঠিত পোক্ত মতবাদও পাঠ্যপুস্তক থেকে অপসারণ করার প্রশ্ন আসে- কেননা বিবর্তন এসবের চাইতেও শক্তিশালী মতবাদ। গোটা বিশ্বের বিজ্ঞানীদের প্রায় ৯৭ শতাংশ বিজ্ঞানী বিবর্তনবাদকে মেনে নিয়ে বিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।

বিজ্ঞানীদের এই মেনে নেয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ১৯৭৪ সালে ইথিওপিয়াতে ৩০ লাখ বছর পূর্বের একটি ‘অস্ট্রালোপিথেকাস’ মানুষরে কংকাল পাওয়া যায়। বিজ্ঞানীরা তার নাম দেন লুসি। লুসির কংকাল মানব প্রজাতির মাঝে ব্যাপক হৈ চৈ সৃষ্টি করে। লুসির কংকাল স্পষ্ট করে আজ থেকে ৪০ লাখ বছর পূর্বে আফ্রিকায় অস্ট্রালোপিথেকাস মানবের বিচরণ ছিল এই পৃথিবীতে। ধর্মীয় মৌলবাদী কিছু সংগঠন সে সময় বিবর্তনবাদকে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার জন্য তোড়জোড়ও শুরু করে।

১৮৫৬ সালে জার্মানের নিয়ান্ডার্থাল উপত্যাকায় মাটি খুঁড়ে পাওয়া যায় ৭৫ হাজার বছর পূর্বের ‘নিয়ান্ডার্থাল’ মানুষের মাথার খুলি। সেখান থেকে নিয়ান্ডার্থাল সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়, পরে ১৯০৮ সালে ফ্রান্সের মাটিতে পাওয়া যায় আস্ত ‘নিয়ান্ডার্থালের’ কংকাল। সেই কংকাল গবেষণার ফলাফল আমাদের মাঝে নতুন ধারণার জন্ম দেয় তাই আমরা এখন জানতে পারি ‘নিয়ান্ডার্থাল’ বা তার সমসাময়িকের মানব প্রজাতির ছিল লম্বাটে মাথা, চ্যাপ্টা মুখ, উঁচু চোয়াল বিশিষ্ট বানর এবং মানুষের মাঝামাঝি আকৃতি বিশিষ্ট মানব প্রজাতি।

২০০৩ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের মাটি খুঁড়ে পাওয়া যায় হোমো ফ্লোরিয়েন্সিস প্রজাতির মানুষ। ১৯৭৪ সালে আফ্রিকার মাটি খুঁড়ে পাওয়া ‘অস্ট্রালোপিথেকাস মানব’ থেকে শুরু করে ২০০৩ সালে ফ্রান্সের মাটিতে পাওয়া ‘ফ্লোরিয়েন্সিস প্রজাতি’ মানব বিবর্তনের নতুন নতুন অধ্যায়ের প্রমাণ করে। ডিএনএ টেস্ট আর কার্বন ডেটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি এ সমস্ত ভূরিভূরি ফসিল, কংকাল, হাড়গোড় আর মাথার খুলি প্রমাণ করে এই পৃথিবীতে মানুষের বিচরণ ছিল লাখ লাখ বছর আগে থেকেই।

এখানে একটা জিনিস না বললেই নয়- মানুষের সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএ’র ৯৮.৬ শতাংশ মিল রয়েছে, আর ওরাং-ওটাং প্রাণীর সঙ্গে আমাদের ডিএনএ’র ৯৭% মিল রয়েছে। শারীরিক গঠন অনুযায়ী মানুষের সঙ্গে শিম্পাঞ্জি ওরাং-ওটাংয়ের ব্যাপক মিল থাকার কারণে বানর সাদৃশ্য সব প্রজাতিকে মানবজাতির জ্ঞাতি ভাই মনে করে অনেকে একটি ভ্রান্ত ধারণা পোষণ করে থাকেন যা মোটেও সত্য নয়। মূলত এরা হচ্ছে ৬০ লাখ বছর পূর্বে হ্যামিনিনি উপগোত্র থেকে পৃথক হওয়া পোঙ্গো (বানরের মতো দেখতে এক প্রজাতি) ‘গণের’ প্রাণিকুল।

এ মতবাদ সম্পর্কে বিস্তারিত আমাদের বেশির ভাগ মানুষেরই অজানা। অজানা থাকা দোষের কিছু নয় তবে না জেনে বিভ্রান্তি ছড়ানোটা ভয়ংকর বিষয়। বিবর্তনবাদ একটি তত্ত্ব যা গোটা বিশ্বের বিদ্যমান চার হাজার দুইশ ধর্মের বিরুদ্ধাচারণ করে। অর্থাৎ গোটা সৃষ্টি তত্ত্বের বিরোধিতা করে। বিবর্তনবাদ সৃষ্টিতত্ত্বের বিপরীতে ভিন্ন একটি মত। যেখানে বলা হয়েছে প্রজাতির উদ্ভব হয়েছে। হাজার-কোটি বছর ধরে বিবর্তিত হচ্ছে। শৈবাল থেকে শুরু করে আজকের আধুনিক মানুষ ভিন্ন ভিন্ন ঘটনাচক্রে কোটি কোটি বছর ধরে রূপান্তরের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায়ে পৌঁছেছে।

একপক্ষের যুক্তি শুনে আমরা একটি ভ্রান্ত ধারণা গ্রহণ করে বসে আছি- যেখানে বলা হয়েছে বানর থেকে মানুষ হয়েছে, যা মোটেও সত্য নয়। তাই সংশ্লিষ্ট মহলের উচিত এ বিষয়ে দক্ষ কাউকে সামনে এনে উভয়পক্ষের যুক্তি বা মত প্রকাশের জায়গা তৈরি করা। বিবর্তনবাদ আসলে কী ইঙ্গিত দেয়, বিবর্তনবাদ কি শুধুই একটি কল্পিত ধারণা? এমন সব প্রশ্নের উত্তর শুধুমাত্র ওই বিষয়ের ওপর গবেষণারত বিদগ্ধ একজন বিজ্ঞই দিতে পারবেন। কোনো রাজনীতিবিদ, আইনজীবী, কিংবা কোনো ধর্মীয় বক্তা বিজ্ঞানের এ জটিল প্রক্রিয়ার বিস্তর ব্যাখ্যা দিতে পারবে না।

[লেখক : প্রাবন্ধিক]

back to top