প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ৬৭টি পিটিআইতে ইন্সট্রাক্টরগণও এমন অবৈধ সুবিধা নিচ্ছেন। মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআইতে নিজেদের স্বার্থ ও সুবিধামতো কর্মকর্তাগণ ১০-১২ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করেই যাচ্ছেন। অনেকেই আবার নিজ জেলায় কর্মরত আছেন। কোন কারণে বদলি হলেও পূর্ববর্তী কর্মস্থলেই যোগদান করছেন।
কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির বদলী নীতিমালায় নিজ জেলায় চাকরি করা যাবে না উল্লেখ আছে। আবার একই কর্মস্থলে ৩ বছরের বেশি থাকা যাবে না এবং বদলি হলে পূর্ববর্তী কর্মস্থলে যাওয়া যাবে না এমন বিধান রয়েছে। অথচ কোন কারণে তাদের বদলী করা হলে প্রভাব খাটিয়ে আবারো নিয়ম বহির্ভূতভাবে পূর্ববর্তী কর্মস্থলে আদেশ করে যোগদান করছেন। এতে মাঠপর্যায়ে কর্মকর্তাগণ শিক্ষকদের উপর তাদের আধিপত্য বিস্তার ও স্বেচ্ছাচারিতা প্রকাশ করছেন যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের অন্তরায়। তাই অবিলম্বে শিক্ষা অফিসার ও পিটিআই ইন্সট্রাক্টরদের বদলি নীতিমালা অনুযায়ী বদলি করা হোক। এতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ৬৭টি পিটিআইতে ইন্সট্রাক্টরগণও এমন অবৈধ সুবিধা নিচ্ছেন। মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআইতে নিজেদের স্বার্থ ও সুবিধামতো কর্মকর্তাগণ ১০-১২ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করেই যাচ্ছেন। অনেকেই আবার নিজ জেলায় কর্মরত আছেন। কোন কারণে বদলি হলেও পূর্ববর্তী কর্মস্থলেই যোগদান করছেন।
কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির বদলী নীতিমালায় নিজ জেলায় চাকরি করা যাবে না উল্লেখ আছে। আবার একই কর্মস্থলে ৩ বছরের বেশি থাকা যাবে না এবং বদলি হলে পূর্ববর্তী কর্মস্থলে যাওয়া যাবে না এমন বিধান রয়েছে। অথচ কোন কারণে তাদের বদলী করা হলে প্রভাব খাটিয়ে আবারো নিয়ম বহির্ভূতভাবে পূর্ববর্তী কর্মস্থলে আদেশ করে যোগদান করছেন। এতে মাঠপর্যায়ে কর্মকর্তাগণ শিক্ষকদের উপর তাদের আধিপত্য বিস্তার ও স্বেচ্ছাচারিতা প্রকাশ করছেন যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের অন্তরায়। তাই অবিলম্বে শিক্ষা অফিসার ও পিটিআই ইন্সট্রাক্টরদের বদলি নীতিমালা অনুযায়ী বদলি করা হোক। এতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক