দেশের চার জেলায় গত বুধবার এবং গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ মোট চারজন নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কুনিয়া চাঁদপুর মাদ্রাসার সুপার শামসুল হক নিহত হয়েছেন। গত বুধবার দুপুর আড়াইটায় উপজেলার মুক্তারপুর রেড ইটভাটার কাছে দ্রুতগতির ইট ভর্তি ট্র্যাকটরের সাথে এই দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। জানা যায় ওই দিন দুপুরে মাদরাসা ছুটি করে মাদরাসা সুপার শামসুল হক নিজ গ্রাম উপজেলার পীরপুরকুল্লায় ফিরছিলেন। পথে মুক্তারপুর রেড ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ইটভর্তি ট্র্যাকটার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মাদরাসা সুপার শামসুল হক ও মোটরসাইকেল ট্র্যাক্টের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারাযান। পরে স্থানীয় লোকজন দ্রুত দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট তুলে দেন। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলারর ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছেন। গত বুধবার সকাল সাড়ে ৯টায় প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইচের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের স্বজনদের সাথে কথা বলে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানার পরিদর্শক জুয়েল ইসলাম।
বগুড়া : বগুড়ার গাবতলীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার সকাল সোয়া ৯টায় উপজেলার পীরগাছা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. প্রিন্স উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। গাবতলী থানার ওসি আশিক ইকবাল বলেন, এই ঘটনায় করো কোন অভিযোগ না থাকায় নিহত স্কুলছাত্রের মরদেহ তার পরিবারে সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জে নাভানা গাড়ির ধাক্কায় আঞ্জব আলী নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের বহুলা বাইপাস সড়কের কবির কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী আঞ্জব আলীকে প্রাণ কোম্পানীতে শ্রমিক নিয়ে যাওয়া নাভানা গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঞ্জব আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আলমগীর কবির।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
দেশের চার জেলায় গত বুধবার এবং গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ মোট চারজন নিহত হয়েছেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কুনিয়া চাঁদপুর মাদ্রাসার সুপার শামসুল হক নিহত হয়েছেন। গত বুধবার দুপুর আড়াইটায় উপজেলার মুক্তারপুর রেড ইটভাটার কাছে দ্রুতগতির ইট ভর্তি ট্র্যাকটরের সাথে এই দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। জানা যায় ওই দিন দুপুরে মাদরাসা ছুটি করে মাদরাসা সুপার শামসুল হক নিজ গ্রাম উপজেলার পীরপুরকুল্লায় ফিরছিলেন। পথে মুক্তারপুর রেড ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ইটভর্তি ট্র্যাকটার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে মাদরাসা সুপার শামসুল হক ও মোটরসাইকেল ট্র্যাক্টের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারাযান। পরে স্থানীয় লোকজন দ্রুত দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট তুলে দেন। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলারর ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক জাহাঙ্গীর হাওলাদার নিহত হয়েছেন। গত বুধবার সকাল সাড়ে ৯টায় প্যাদার হাট বাজার এলাকা থেকে লোন্দা গ্রামের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ার প্রাইচের চাউল কিনে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেললে এলাকার লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের স্বজনদের সাথে কথা বলে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কলাপাড়া থানার পরিদর্শক জুয়েল ইসলাম।
বগুড়া : বগুড়ার গাবতলীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত বুধবার সকাল সোয়া ৯টায় উপজেলার পীরগাছা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. প্রিন্স উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। গাবতলী থানার ওসি আশিক ইকবাল বলেন, এই ঘটনায় করো কোন অভিযোগ না থাকায় নিহত স্কুলছাত্রের মরদেহ তার পরিবারে সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জে নাভানা গাড়ির ধাক্কায় আঞ্জব আলী নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের বহুলা বাইপাস সড়কের কবির কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী আঞ্জব আলীকে প্রাণ কোম্পানীতে শ্রমিক নিয়ে যাওয়া নাভানা গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঞ্জব আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আলমগীর কবির।