কক্সবাজারের মহেশখালীতে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আবুল হোসেনকে হত্যা করো হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
কক্সবাজারের মহেশখালীতে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আবুল হোসেনকে হত্যা করো হয়েছে বলে তার স্বজনদের অভিযোগ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।