চাঁদপুর সদর এবং কক্সবাজারে চকরিয়া ও রামুতে গত বুধবার পানিতে ডুবে নারী ও শিশুসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা এবং ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ১০টায় এসব ঘটনা ঘটে। জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার এবং তার ২ ছেলে। সকাল ১০টায় ২ ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। ২ ছেলে এবং মা কেউই সাঁতার জানতো না।
এরমধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। ছোট ছেলে আবু বকরের (৭) জন্য পানিতে ডুব দেয়ার পরে ২ জনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক খাদিজা ও তার এক ছেলেকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, পার্শবর্তী বালিয়া ইউনিয়নে একই দিন সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় মাকসুদা (২) নামে এক শিশু। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী পার হতে গিয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর গত বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা আবদুল কাইয়ুম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার বাসিন্দা ভুমি তহসিলদার মৃত নুর ছোবাহানের ছেলে। একইদিন বেলা সাড়ে ১১টায় উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পায়ে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় মাতামুহুরী নদী পার হচ্ছিলেন কাইয়ুম।
এ সময় মাঝ নদীতে পৌঁছালে পানিতে তলিয়ে যান তিনি। সাঁতরে উঠতে না পেরে এক পর্যায়ে নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনাটি জানতে পেরে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের সংশ্লিষ্টদের সহযোগিতায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল গিয়ে গত বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে, গত বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা এলাকার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৬) এবং তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের শিশুকন্যা হুজাইফা তারান্নুম (৫) বাড়ির পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন নদীদে ভাসমান অবস্থায় তাদের দুই জনের মরদেহ উদ্ধার করেন।
রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি খালে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল স্থানীয় ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) এবং রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। জানা যায়, পরিবারের অগোচরে ওই ২ শিশু খেলতে গিয়ে খালের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে দীর্ঘ সময় ধরে খুজাখুজি করার পর খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ২ শিশু সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
চাঁদপুর সদর এবং কক্সবাজারে চকরিয়া ও রামুতে গত বুধবার পানিতে ডুবে নারী ও শিশুসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা এবং ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ১০টায় এসব ঘটনা ঘটে। জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে হাওলাদার বাড়ি অর্থাৎ বাবার বাড়িতে বেড়াতে আসে খাদিজা আক্তার এবং তার ২ ছেলে। সকাল ১০টায় ২ ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। ২ ছেলে এবং মা কেউই সাঁতার জানতো না।
এরমধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। ছোট ছেলে আবু বকরের (৭) জন্য পানিতে ডুব দেয়ার পরে ২ জনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক খাদিজা ও তার এক ছেলেকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, পার্শবর্তী বালিয়া ইউনিয়নে একই দিন সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় মাকসুদা (২) নামে এক শিশু। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী পার হতে গিয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর গত বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা আবদুল কাইয়ুম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার বাসিন্দা ভুমি তহসিলদার মৃত নুর ছোবাহানের ছেলে। একইদিন বেলা সাড়ে ১১টায় উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পায়ে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় মাতামুহুরী নদী পার হচ্ছিলেন কাইয়ুম।
এ সময় মাঝ নদীতে পৌঁছালে পানিতে তলিয়ে যান তিনি। সাঁতরে উঠতে না পেরে এক পর্যায়ে নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনাটি জানতে পেরে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের সংশ্লিষ্টদের সহযোগিতায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল গিয়ে গত বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে, গত বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা এলাকার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. মাসুম (৬) এবং তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের শিশুকন্যা হুজাইফা তারান্নুম (৫) বাড়ির পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন নদীদে ভাসমান অবস্থায় তাদের দুই জনের মরদেহ উদ্ধার করেন।
রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি খালে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল স্থানীয় ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) এবং রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। জানা যায়, পরিবারের অগোচরে ওই ২ শিশু খেলতে গিয়ে খালের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে দীর্ঘ সময় ধরে খুজাখুজি করার পর খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ২ শিশু সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই।