অবশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা
শেষে প্রত্যাহার করেছে টিএনজেড কারখানার পোশাক শ্রমিকরা। অবরোধ প্রত্যাহারের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
তবে যেহেতু তিনদিনের অবরোধ শেষে যান চলাচল শুরু হলেও এক ঘণ্টা পর আবার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সেহেতু মহাসড়কের দুই পাশেই যানবাহনের চাপ রয়েছে। তাই যান চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশ।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া সংবাদকে বলেন, সোমবার রাত সাড়ে দশটার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়েছে। শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতা পাওনা ছিল তা আগামী রবিবার মধ্যে ছয় কোটি টাকা শ্রম মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে এবং নভেম্বরের ৩০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা বাবদ আরও ১০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয় পরিশোধ করবে। শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা বাবদ ১৬ কোটি টাকা পরিশোধ করবে। এর মধ্যেই কারখানাটি চালু করা হবে কারখানাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে সেটাও শ্রম মন্ত্রণালয় থেকে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মহোদয়কে বলা হবে তারা বিদ্যুতের লাইনটি দিয়ে দেওয়ার পর কারখানা চালু করা হবে শ্রমিকরা কথা দিয়েছেন কারখানা চালু হলে তারা নিয়মিত কারখানায় যোগদান করবেন।
তবে গেল তিনদিন মহাসড়ক অবরোধ থাকায় এখনও ভোগান্তিতে রয়েছে চলাচলকারী যাত্রীরা।
গাজীপুর মহানগরের মালেকের বাড়ী মোগরখাল এলাকায় অবস্থিত টিএন্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে টানা তিনদিনের সড়ক অবরোধ প্রত্যাহার হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯ থেকে শুরু হওয়া অবরোধ আজ সোমবার দুপুর ২ টার পরে প্রত্যাহার হয়। এরপরই যান চলাচল শুরু হয় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ইব্রাহিম খান সংবাদকে বলেন, শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে গিয়েছে। রাত সাড়ে দশটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুনরায় যান শুরু হয়েছে।
এর আগে ম্রমিকদের পক্ষথেকে ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে বেতন ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে তারা শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে এমন ঘোষণা দিলে কারখানার শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
সোমবার, ১১ নভেম্বর ২০২৪
অবশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আলোচনা
শেষে প্রত্যাহার করেছে টিএনজেড কারখানার পোশাক শ্রমিকরা। অবরোধ প্রত্যাহারের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
তবে যেহেতু তিনদিনের অবরোধ শেষে যান চলাচল শুরু হলেও এক ঘণ্টা পর আবার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সেহেতু মহাসড়কের দুই পাশেই যানবাহনের চাপ রয়েছে। তাই যান চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশ।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া সংবাদকে বলেন, সোমবার রাত সাড়ে দশটার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়েছে। শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতা পাওনা ছিল তা আগামী রবিবার মধ্যে ছয় কোটি টাকা শ্রম মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে এবং নভেম্বরের ৩০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা বাবদ আরও ১০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয় পরিশোধ করবে। শ্রম মন্ত্রণালয় থেকে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা বাবদ ১৬ কোটি টাকা পরিশোধ করবে। এর মধ্যেই কারখানাটি চালু করা হবে কারখানাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে সেটাও শ্রম মন্ত্রণালয় থেকে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মহোদয়কে বলা হবে তারা বিদ্যুতের লাইনটি দিয়ে দেওয়ার পর কারখানা চালু করা হবে শ্রমিকরা কথা দিয়েছেন কারখানা চালু হলে তারা নিয়মিত কারখানায় যোগদান করবেন।
তবে গেল তিনদিন মহাসড়ক অবরোধ থাকায় এখনও ভোগান্তিতে রয়েছে চলাচলকারী যাত্রীরা।
গাজীপুর মহানগরের মালেকের বাড়ী মোগরখাল এলাকায় অবস্থিত টিএন্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে টানা তিনদিনের সড়ক অবরোধ প্রত্যাহার হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯ থেকে শুরু হওয়া অবরোধ আজ সোমবার দুপুর ২ টার পরে প্রত্যাহার হয়। এরপরই যান চলাচল শুরু হয় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ইব্রাহিম খান সংবাদকে বলেন, শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে গিয়েছে। রাত সাড়ে দশটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুনরায় যান শুরু হয়েছে।
এর আগে ম্রমিকদের পক্ষথেকে ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় শ্রম মন্ত্রণালয়ে বেতন ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে তারা শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে এমন ঘোষণা দিলে কারখানার শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।