ফরিদপুরে শিশু হত্যাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে তাহিয়া নামের এক শিশুকে হত্যা করে বস্তা বন্দী করে লাশ ঘরের মধ্যে লুকিয়ে রাখার প্রতিবাদে অভিযুক্ত হায়দার মোল্লাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চর নসিপুর গ্রামের যেয়া মোল্লার শিশু কন্যা তাহিয়া মঙ্গলবার বিকাল থেকে নিখোজ ছিল। বুধবার বিকালে পুলিশ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মোল্লার ঘর তল্লাশি করে বারান্দায় রাখা বস্তার ভেতর থেকে লাস উদ্ধার করে। এ সময় শিশুটির গলায় বিদ্যুতের তার পেচানো ছিল। পারমানবিক এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ ওই বাড়িতে জড়ো হয়। এ সময় তারা হত্যার দৃশ্য সহ্য করতে না পেরে উত্তেজিত হয়ে টিনের ঘরটির বেড়া ভেঙ্গে প্রবেশ করে তো হায়দার মোল্লাকে গণপিটুনিতে দিয়ে হত্যা করে।

কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো্ আসাদউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাস্ট উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি