ঈদুল ফিতর উপলক্ষে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা সংবাদ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতায় থাকবে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এছাড়া পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করবে ১৭ ফেরি ও ২০টি লঞ্চ।
গত রোববার বেলা দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ডভ্যান ও লরি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদুর রহমান এর সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের উপ-পরিচালক সেলিম শেখ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে কয়েকটি ফেরি বাড়িয়ে ১৭টি ফেরি, তিনটি ঘাটের মধ্যে (৩, ৪ ও ৭) আটটি পকেট যানবাহন পারাপার ও ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলম পার্টি, যাত্রী হয়রানি রোধে থাকবে গোয়ালন্দ ঘাট থানার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া উল্টো পথে সড়ক চলাচলে নেওয়া হবে কঠোর ব্যাবস্থা। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, ভাড়ার নির্দিষ্ট চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম থাকবে। অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাকবে সুপেয় পানির ব্যবস্থা। গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, যাত্রী হয়রানি, ছিনতাই, দালাল, যানজট নিয়ন্ত্রণ রোধে ঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে দৌলতদিয়া ফেরিতে ডাকাত চক্রের সদস্যদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা অন্তত ঈদ পর্যন্ত জেলে থাকবেন ফলে ফেরিতে নিরাপদ থাকবে যাত্রীরা। এ ছাড়া অবৈধ যানবাহন চলাচলেও নজরদারি করা হবে এবং সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশ।
ঈদুল ফিতর উপলক্ষে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা সংবাদ
সোমবার, ২৪ মার্চ ২০২৫
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ করতে সর্বোচ্চ সতর্কতায় থাকবে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। এছাড়া পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল করবে ১৭ ফেরি ও ২০টি লঞ্চ।
গত রোববার বেলা দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক, মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ডভ্যান ও লরি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাহিদুর রহমান এর সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কার্যালয়ের উপ-পরিচালক সেলিম শেখ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে কয়েকটি ফেরি বাড়িয়ে ১৭টি ফেরি, তিনটি ঘাটের মধ্যে (৩, ৪ ও ৭) আটটি পকেট যানবাহন পারাপার ও ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত এবং দালাল, ছিনতাইকারী, মলম পার্টি, যাত্রী হয়রানি রোধে থাকবে গোয়ালন্দ ঘাট থানার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া উল্টো পথে সড়ক চলাচলে নেওয়া হবে কঠোর ব্যাবস্থা। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে, ভাড়ার নির্দিষ্ট চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম থাকবে। অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ থাকবে সুপেয় পানির ব্যবস্থা। গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, যাত্রী হয়রানি, ছিনতাই, দালাল, যানজট নিয়ন্ত্রণ রোধে ঘাট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে দৌলতদিয়া ফেরিতে ডাকাত চক্রের সদস্যদের আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা অন্তত ঈদ পর্যন্ত জেলে থাকবেন ফলে ফেরিতে নিরাপদ থাকবে যাত্রীরা। এ ছাড়া অবৈধ যানবাহন চলাচলেও নজরদারি করা হবে এবং সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশ।