এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানান, ‘আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।’
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সমবার স্থানীয় এক হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে প্রত্যয়ী বাংলাদেশের কোচ কাবরেরা আত্মবিশ্বাসী উচ্চারণে বলেন,
‘আবারও বলছি, আমি আসলেই অনুভব করছি, আগামীকালের জন্য আমরা প্রস্তুত। নিশ্চিতভাবে ভারতের সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ২০০৩ সালের পর বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিকভাবেও। আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।’
‘আমি মনে করি, এটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণ অনুপ্রাণিত। ইতোমধ্যে ২৪ দিন এই ম্যাচের জন্য আমরা অনুশীলন এবং কঠোর পরিশ্রম করেছি, যেটা লম্বা সময়। আমরা খুবই ভালো আছি, আত্মবিশ্বাসী এবং ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করি। আশা করি, ভারতের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারব আমরা।’
ঢাকা ও সৌদি আরবে প্রস্তুতি নেয়ার পর শিলংয়ে এসে প্রস্তুতির ভেন্যু ও সময় নিয়ে নানা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এগুলো নিয়ে এখন আর ভাবতে চাইছেন না কাবরেরা। তার পুরো মনোযোগ ম্যাচ ঘিরে।
‘এসব বিষয় নিয়ে অনেক শোরগোল হয়েছে। সম্ভবত বিষয়গুলো আরও ভালো হতে পারত, কিন্তু আমাদের কাছে বিষয়টা অতীত।
সোমবার, ২৪ মার্চ ২০২৫
এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানান, ‘আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।’
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সমবার স্থানীয় এক হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে প্রত্যয়ী বাংলাদেশের কোচ কাবরেরা আত্মবিশ্বাসী উচ্চারণে বলেন,
‘আবারও বলছি, আমি আসলেই অনুভব করছি, আগামীকালের জন্য আমরা প্রস্তুত। নিশ্চিতভাবে ভারতের সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ২০০৩ সালের পর বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিকভাবেও। আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।’
‘আমি মনে করি, এটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণ অনুপ্রাণিত। ইতোমধ্যে ২৪ দিন এই ম্যাচের জন্য আমরা অনুশীলন এবং কঠোর পরিশ্রম করেছি, যেটা লম্বা সময়। আমরা খুবই ভালো আছি, আত্মবিশ্বাসী এবং ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করি। আশা করি, ভারতের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারব আমরা।’
ঢাকা ও সৌদি আরবে প্রস্তুতি নেয়ার পর শিলংয়ে এসে প্রস্তুতির ভেন্যু ও সময় নিয়ে নানা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এগুলো নিয়ে এখন আর ভাবতে চাইছেন না কাবরেরা। তার পুরো মনোযোগ ম্যাচ ঘিরে।
‘এসব বিষয় নিয়ে অনেক শোরগোল হয়েছে। সম্ভবত বিষয়গুলো আরও ভালো হতে পারত, কিন্তু আমাদের কাছে বিষয়টা অতীত।