গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালায় হ্যাগ নীট ওয়্যার কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, তারা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাস জন্য গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছিলেন, তবে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এরই মধ্যে মঙ্গলবার সকালে তারা কারখানায় এসে দেখেন, কারখানার গেটে তালা ঝুলছে। এর প্রতিবাদে তারা অবরোধ করেছেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, “ঘটনার পর পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্তনা দেন এবং তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”
শ্রমিকদের বেতন-বকেয়া পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শ্রমিকরা এখনও কারখানার সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালায় হ্যাগ নীট ওয়্যার কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, তারা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাস জন্য গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছিলেন, তবে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এরই মধ্যে মঙ্গলবার সকালে তারা কারখানায় এসে দেখেন, কারখানার গেটে তালা ঝুলছে। এর প্রতিবাদে তারা অবরোধ করেছেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম জানান, “ঘটনার পর পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্তনা দেন এবং তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”
শ্রমিকদের বেতন-বকেয়া পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শ্রমিকরা এখনও কারখানার সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানিয়ে যাচ্ছেন।