ভৈরব : প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ করছেন কর্মকর্তারা -সংবাদ
ভৈরব প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাট বীজ ও সার বিতরণ কর্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে পৌর শহরের লক্ষ্মীপুর শাহজাহান কমান্ডারের বাড়ির সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দিন আফ্রাদ ভূইয়া, আব্দুল আল মাহমুদ প্রমুখ।
উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি সহকারী কর্মকর্তাবৃন্দসহ সাত ইউনিয়নের কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকার কৃষি বান্ধব। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি খাতে ব্যাপক ভর্তুকি দেওয়াসহ নানান উদ্যোগ গ্রহণ করেছে।
কৃষকরা সারা বছর ফসল উৎপাদন করলেও কিছু ফসল উৎপাদন করতে চাই না। তাই ওইসব ফসলের উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিভিন্ন সময় প্রণোদনা দিয়ে থাকেন। পতিত জমিতে যেন ফসল উৎপাদন করা যায় সেই ব্যবস্থাও করে থাকেন।
এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভৈরবের ৭০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ ও ১ হাজার ৭শ কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি বীজ ও ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।
বক্তারা আরো বলেন, একসময় আউশ ধানের ভাল বীজ পাওয়া যেতো না। এখন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল ধানের জাত বের করা হয়েছে। এটি কৃষকদের জন্য একটি বড় ধরনের সুখবর।
আউশের মেঘা ভ্যারাইটি উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ৪৮ ও ব্রি ধান ৯৮ বীজ প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।
বক্তারা আরো বলেন, কৃষি কাজ করতে গিয়ে ফসল ফলনের জন্য মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অফিসারদের নিয়মিত সহযোগিতা নিতে হবে।
ফসলি মাঠে আধুনিক পদ্ধতিতে ফসল ফলাতে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
ভৈরব : প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ করছেন কর্মকর্তারা -সংবাদ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ভৈরব প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, পাট বীজ ও সার বিতরণ কর্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে পৌর শহরের লক্ষ্মীপুর শাহজাহান কমান্ডারের বাড়ির সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দিন আফ্রাদ ভূইয়া, আব্দুল আল মাহমুদ প্রমুখ।
উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি সহকারী কর্মকর্তাবৃন্দসহ সাত ইউনিয়নের কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকার কৃষি বান্ধব। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি খাতে ব্যাপক ভর্তুকি দেওয়াসহ নানান উদ্যোগ গ্রহণ করেছে।
কৃষকরা সারা বছর ফসল উৎপাদন করলেও কিছু ফসল উৎপাদন করতে চাই না। তাই ওইসব ফসলের উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিভিন্ন সময় প্রণোদনা দিয়ে থাকেন। পতিত জমিতে যেন ফসল উৎপাদন করা যায় সেই ব্যবস্থাও করে থাকেন।
এরই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভৈরবের ৭০ জন কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ ও ১ হাজার ৭শ কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি বীজ ও ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।
বক্তারা আরো বলেন, একসময় আউশ ধানের ভাল বীজ পাওয়া যেতো না। এখন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল ধানের জাত বের করা হয়েছে। এটি কৃষকদের জন্য একটি বড় ধরনের সুখবর।
আউশের মেঘা ভ্যারাইটি উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ৪৮ ও ব্রি ধান ৯৮ বীজ প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।
বক্তারা আরো বলেন, কৃষি কাজ করতে গিয়ে ফসল ফলনের জন্য মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অফিসারদের নিয়মিত সহযোগিতা নিতে হবে।
ফসলি মাঠে আধুনিক পদ্ধতিতে ফসল ফলাতে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।