বেগমগঞ্জে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি জমির ঘাসের ভেতর থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। মরদেহটি পচে বিকৃত হয়ে কঙ্কালে পরিণত হয়েছে। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে ওই জমির দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা পুলিশকে জানায়। পরে বিকেলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি