কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়বাড়িতে মেলার সংবাদ সংগ্রহে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক রাজু আহমেদ। সেখানে সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসের সংবাদ সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। কুষ্টিয়া প্রেসক্লাবের সিদ্ধান্তের সাথে একাত্বতা প্রকাশ করেছেন কুমারখালী প্রেসক্লাবের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে সাংবাদিক রাজুর উপর হামলাম ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন গণমাধ্যমকর্মীরা। আহত রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব, কুমারখালী প্রেসক্লাবসহ কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও লালন আখড়াবাড়ি মাদকমুক্ত করতে আল্টিমেটাম দেন সাংবাদিকরা। এছাড়া কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এঘটনার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিক রাজু একদিন আগে নিরাপত্তার শঙ্কা জেলা প্রশাসনকে জানিয়েও হামলার শিকার হয়েছেন।
সেখানে সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসের সংবাদ সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক রাজু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। এ সময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে। এতে আহত হয়েছেন তিনি। লালন মেলায় বেশ কিছু গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারীদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকি-ধমকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। সাংবাদিক রাজুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালী প্রেসক্লাব। জরুরী এক বার্তায় কুমারখালী প্রেসক্লাবের একাংশের সভাপতি লিপু খন্দকার ও সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান এবং অপর অংশের সভাপতি কেএম আর শাহিন ও সাধারণ সম্পাদক মাহবুব-উল-আহসান উল্লাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে। লালন মেলা শুরুর আগেই সেখানে গাজার হাট বসেছে। প্রকাশ্যে শতশত গাজার দোকানে দিনরাত গাজা বিক্রি ও সেবন করা হচ্ছে। প্রশাসনের সামনে এসব অপরাধ করছে মাদক কারবারিরা।
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন সাঁইজির আখড়বাড়িতে মেলার সংবাদ সংগ্রহে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক রাজু আহমেদ। সেখানে সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসের সংবাদ সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। কুষ্টিয়া প্রেসক্লাবের সিদ্ধান্তের সাথে একাত্বতা প্রকাশ করেছেন কুমারখালী প্রেসক্লাবের নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে সাংবাদিক রাজুর উপর হামলাম ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন গণমাধ্যমকর্মীরা। আহত রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব, কুমারখালী প্রেসক্লাবসহ কুষ্টিয়ার সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও লালন আখড়াবাড়ি মাদকমুক্ত করতে আল্টিমেটাম দেন সাংবাদিকরা। এছাড়া কুষ্টিয়া প্রেসক্লাব ও কুমারখালী প্রেসক্লাব লালন তিরোধান দিবসের সংবাদ কাভারেজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এঘটনার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিক রাজু একদিন আগে নিরাপত্তার শঙ্কা জেলা প্রশাসনকে জানিয়েও হামলার শিকার হয়েছেন।
সেখানে সংবাদ সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসের সংবাদ সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক রাজু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। এ সময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে। এতে আহত হয়েছেন তিনি। লালন মেলায় বেশ কিছু গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারীদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকি-ধমকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। সাংবাদিক রাজুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালী প্রেসক্লাব। জরুরী এক বার্তায় কুমারখালী প্রেসক্লাবের একাংশের সভাপতি লিপু খন্দকার ও সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান এবং অপর অংশের সভাপতি কেএম আর শাহিন ও সাধারণ সম্পাদক মাহবুব-উল-আহসান উল্লাস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী লালন সংগীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন করা হয়েছে। লালন মেলা শুরুর আগেই সেখানে গাজার হাট বসেছে। প্রকাশ্যে শতশত গাজার দোকানে দিনরাত গাজা বিক্রি ও সেবন করা হচ্ছে। প্রশাসনের সামনে এসব অপরাধ করছে মাদক কারবারিরা।