ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান পরিচালনা করে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মহেশপুর-৫৮ বিজিবি’র সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা যায়, ভোর ১২টা ১০ মিনিটের দিকে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৫-আর হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. রফিকুল হকের ধানক্ষেত থেকে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে প্রায় ৫০ গজ ভেতরে বাঘাডাংগা গ্রামের মো. শফিকুল ইসলামের জমির উপর থেকে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে শনাক্ত ব্যক্তিরা হলেন শ্রী কৃষ্ণ জলদাস (৪০), পিতা-হরি ধন জলদাস, গ্রাম-চর আমানউল্যাহ, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং কিরণ জলদাস (২৭), পিতা-রবি জলদাস, একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান পরিচালনা করে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মহেশপুর-৫৮ বিজিবি’র সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা যায়, ভোর ১২টা ১০ মিনিটের দিকে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৫-আর হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. রফিকুল হকের ধানক্ষেত থেকে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে প্রায় ৫০ গজ ভেতরে বাঘাডাংগা গ্রামের মো. শফিকুল ইসলামের জমির উপর থেকে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে শনাক্ত ব্যক্তিরা হলেন শ্রী কৃষ্ণ জলদাস (৪০), পিতা-হরি ধন জলদাস, গ্রাম-চর আমানউল্যাহ, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং কিরণ জলদাস (২৭), পিতা-রবি জলদাস, একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।