ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যার উপর সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলিনগর উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার এনামুল হক নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারণায় সভাপতিত্ব করেন আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী ও রংপুরের দায়িত্বরত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, প্লাস্টিক সহজে পঁচনশীল না হওয়ায়, পলিথিন বিভিন্ন কাজে লাগলেও তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্যবহৃত পলিথিনের পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি দূষিত করে। দেশে পলিথিন ব্যবহারের প্রবণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় মানুষ কাপড়ের কিংবা পাটের ব্যাগ হাতে বাজারে যেতো। পলিথিন এমন একটি পদার্থ যা মাটিতে মিশে যেতে সময় লাগে ২’শ থেকে ৪’শ বছর। প্রতিদিন কোনো না কোনো কারণে বাজার থেকে নিয়ে আসা পলিথিনগুলো কোথাও না কোথাও ফেলা হচ্ছে। পরিত্যক্ত পলিথিনগুলো মাটির উর্বরতা বা মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। ড্রেনে জমা হয়ে পয়ঃনিষ্কাশনে বিঘ্ন ঘটাচ্ছে। এমনকি ফেলে দেওয়া পলিথিনের একটি বিরাট অংশ কোনো নাকোনোভাবে নদীতে গিয়ে পড়ছে। এর ফলে দূষিত হওয়ার পাশাপাশি তলদেশে পলিথিনের স্তর তৈরি হচ্ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আবার পলিথিন পোড়ালে এ থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইড বাতাস দূষিত করে। তাই পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়েছে।
পরে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সিফাত আলী, তাহাসীন আবু নেহাল, মাহমুদুল হাসান রাতুল, মোসাঃ শ্রাবনী আক্তার লতা, মোসাঃ সুরাইয়া পারভিন ইতি, মোসাঃ ফাতেমা তুজ জোহরা প্রমুখ । সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে আলোচনায় বক্তারা প্লাস্টিকের ক্ষতিকারক দিক নিয়ে তুলে ধরেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ অহেদুল ইসলাম, মোঃ খসরু পারভেজ ও মোসাঃ নূরুন নাহার ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যার উপর সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলিনগর উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার এনামুল হক নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারণায় সভাপতিত্ব করেন আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী ও রংপুরের দায়িত্বরত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, প্লাস্টিক সহজে পঁচনশীল না হওয়ায়, পলিথিন বিভিন্ন কাজে লাগলেও তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্যবহৃত পলিথিনের পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি দূষিত করে। দেশে পলিথিন ব্যবহারের প্রবণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় মানুষ কাপড়ের কিংবা পাটের ব্যাগ হাতে বাজারে যেতো। পলিথিন এমন একটি পদার্থ যা মাটিতে মিশে যেতে সময় লাগে ২’শ থেকে ৪’শ বছর। প্রতিদিন কোনো না কোনো কারণে বাজার থেকে নিয়ে আসা পলিথিনগুলো কোথাও না কোথাও ফেলা হচ্ছে। পরিত্যক্ত পলিথিনগুলো মাটির উর্বরতা বা মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। ড্রেনে জমা হয়ে পয়ঃনিষ্কাশনে বিঘ্ন ঘটাচ্ছে। এমনকি ফেলে দেওয়া পলিথিনের একটি বিরাট অংশ কোনো নাকোনোভাবে নদীতে গিয়ে পড়ছে। এর ফলে দূষিত হওয়ার পাশাপাশি তলদেশে পলিথিনের স্তর তৈরি হচ্ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আবার পলিথিন পোড়ালে এ থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইড বাতাস দূষিত করে। তাই পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়েছে।
পরে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সিফাত আলী, তাহাসীন আবু নেহাল, মাহমুদুল হাসান রাতুল, মোসাঃ শ্রাবনী আক্তার লতা, মোসাঃ সুরাইয়া পারভিন ইতি, মোসাঃ ফাতেমা তুজ জোহরা প্রমুখ । সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে আলোচনায় বক্তারা প্লাস্টিকের ক্ষতিকারক দিক নিয়ে তুলে ধরেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ অহেদুল ইসলাম, মোঃ খসরু পারভেজ ও মোসাঃ নূরুন নাহার ।