ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকায় আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনাটি ঘটে। সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী (৩৮) এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা চালকসহ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা দু’জনকেই ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দু’জনই মারা যান।
স্থানীয়রা জানান, ঘারিন্দা বাইপাস এলাকায় আন্ডারপাসের নিচে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা এসব এলাকায় দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস এলাকায় আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনাটি ঘটে। সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী (৩৮) এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা চালকসহ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা দু’জনকেই ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দু’জনই মারা যান।
স্থানীয়রা জানান, ঘারিন্দা বাইপাস এলাকায় আন্ডারপাসের নিচে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা এসব এলাকায় দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।