মুন্সীগঞ্জ : সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ৪০টি ককটেল -সংবাদ
মুন্সীগঞ্জ সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ৪০টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা যায়— পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অনিবার্ণ স্কুলের পাশে একটি বাসায় বিদেশি কয়েকজন ব্যক্তি ভাড়া থাকেন। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশের একটি টহল দল তাৎক্ষণিকভাবে ওই বাসায় তল্লাশি চালায়।
অভিযানে তিনটি বালতি থেকে ৪০টি ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৯৫টি জার, একটি মোবাইল ফোন এবং একই ব্যক্তির নামে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ সময় মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকার চরডুমুরিয়ার বাসিন্দা মো. হাসানকে আটক করা হয়।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রায় ৩০ জন বহিরাগত ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিকে এবং উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ অঞ্চলের চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় এর আগে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মুন্সীগঞ্জ : সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ৪০টি ককটেল -সংবাদ
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ৪০টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা যায়— পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অনিবার্ণ স্কুলের পাশে একটি বাসায় বিদেশি কয়েকজন ব্যক্তি ভাড়া থাকেন। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশের একটি টহল দল তাৎক্ষণিকভাবে ওই বাসায় তল্লাশি চালায়।
অভিযানে তিনটি বালতি থেকে ৪০টি ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৯৫টি জার, একটি মোবাইল ফোন এবং একই ব্যক্তির নামে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ সময় মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকার চরডুমুরিয়ার বাসিন্দা মো. হাসানকে আটক করা হয়।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রায় ৩০ জন বহিরাগত ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তার ব্যক্তিকে এবং উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ অঞ্চলের চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় এর আগে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।