নারায়ণগঞ্জের বন্দরে লারিজ ফ্যাশন নামের একটি পোষাক তৈরী কারখানার রিনা নামের শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ গামেন্টস শ্রমিকরা। আজ সোমবার সকালে মদনপুরের লারিজ ফ্যাশন কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এই বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেইনে মদনপুর থেকে মেঘনা সেতু ও মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃস্টি হয়।
আন্দোলনরত শ্রমিক মরিয়ম, রাজিয়া, স্বপন, আমেনা, রোজিনাসহ শ্রমিকেরা জানান, রোববার রাতের শিফটে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপারেটর রিনা আক্তার। এসময় সে ছুটি চাইলে তাকে ছুটি দেয়নি কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর রিনা মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। শ্রমিক নিহত হওয়ার খবর সকালে তার সহকর্মিদের কাছে ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। সকাল প্রায় ৯ টা থেকে মহাসড়কে শ্রমিকরা ২ ঘন্টা অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ হয়ে মদনপুর থেকে মেঘনা সেতু ও অপর প্রান্তে মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত তীব্র যানজটের সৃস্টি হয়। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানজটের সৃস্টি হলে হাইওয়ে পুলিশ, ইন্ড্রাস্টিয়াল পুলিশ ও বন্দর থানা পুলিশ গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহত শ্রমিক রিনা আক্তার (৩০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এলাকার দুলাল মিয়ার মেয়ে। শ্রমিক নিহত ও আন্দোলনের ঘটনায় লারিজ ফ্যাশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের বন্দরে লারিজ ফ্যাশন নামের একটি পোষাক তৈরী কারখানার রিনা নামের শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ গামেন্টস শ্রমিকরা। আজ সোমবার সকালে মদনপুরের লারিজ ফ্যাশন কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এই বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেইনে মদনপুর থেকে মেঘনা সেতু ও মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃস্টি হয়।
আন্দোলনরত শ্রমিক মরিয়ম, রাজিয়া, স্বপন, আমেনা, রোজিনাসহ শ্রমিকেরা জানান, রোববার রাতের শিফটে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপারেটর রিনা আক্তার। এসময় সে ছুটি চাইলে তাকে ছুটি দেয়নি কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর রিনা মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়। শ্রমিক নিহত হওয়ার খবর সকালে তার সহকর্মিদের কাছে ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। সকাল প্রায় ৯ টা থেকে মহাসড়কে শ্রমিকরা ২ ঘন্টা অবস্থান নেয়ায় যান চলাচল বন্ধ হয়ে মদনপুর থেকে মেঘনা সেতু ও অপর প্রান্তে মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত তীব্র যানজটের সৃস্টি হয়। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানজটের সৃস্টি হলে হাইওয়ে পুলিশ, ইন্ড্রাস্টিয়াল পুলিশ ও বন্দর থানা পুলিশ গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহত শ্রমিক রিনা আক্তার (৩০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা এলাকার দুলাল মিয়ার মেয়ে। শ্রমিক নিহত ও আন্দোলনের ঘটনায় লারিজ ফ্যাশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।