গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের সাবেক কমিশনার নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাজমুল করিম খান পুলিশ কমিশনার জিএমপি গাজীপুর (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য প্রায় দুই মাস আগে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নাজমুল খানের কর্মস্থলে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তখন তাকে গাজীপুরের পুলিশ কমিশনার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
অভিযোগ রয়েছে, গাজীপুরের পুলিশ কমিশনার হলেও তিনি রাজধানী ঢাকায় থাকতেন। রাজধানী থেকে প্রতিদিন তার গাজীপুরে যাওয়া আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখার খবর প্রকাশিত হলে আলোচনা শুরু হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।
এ নিয়ে সমালোচনার মধ্যে গত ২ সেপ্টেম্বর জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেয়া হয় নাজমুল করিম খানকে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের সাবেক কমিশনার নাজমুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাজমুল করিম খান পুলিশ কমিশনার জিএমপি গাজীপুর (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য প্রায় দুই মাস আগে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নাজমুল খানের কর্মস্থলে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তখন তাকে গাজীপুরের পুলিশ কমিশনার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
অভিযোগ রয়েছে, গাজীপুরের পুলিশ কমিশনার হলেও তিনি রাজধানী ঢাকায় থাকতেন। রাজধানী থেকে প্রতিদিন তার গাজীপুরে যাওয়া আসার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সড়কের একটি অংশ বন্ধ রাখার খবর প্রকাশিত হলে আলোচনা শুরু হয়। পরে পুলিশ সদর দপ্তরের এক প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে।
এ নিয়ে সমালোচনার মধ্যে গত ২ সেপ্টেম্বর জিএমপির পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেয়া হয় নাজমুল করিম খানকে।