পাহাড়ি জনপদ ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়ক
কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়ি জনপদ ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়কে রাত্রিকালীন সময়ে হরহামেশা যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে সড়ক দিয়ে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন ছাড়াও পাশের উপজেলা লামা আলীকদমে যাতায়াতকারী যাত্রী সাধারণ এবং স্থানীয় জনগণের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্প্রতিসময়ে একাধিকবার সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেল আরোহী যাত্রী এবং চালকদের ওপর হামলা, মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়কের নিরাপত্তা নিয়ে ভুক্তভোগী যাত্রী সাধারণ ছাড়াও খোদ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকেও ভাবিয়ে তুলেছে।
এতেকরে রাতের বেলায় ওই সড়কে সবধরনের যানবাহনে করে যাত্রী সাধারণের নিরাপদ চলাচল ঝুঁকির মুখে পড়েছে।
এধরণের প্রেক্ষাপটে চকরিয়া উপজেলার মানিকপুর ইয়াংছা সড়কের জননিরাপত্তা নিশ্চিতকল্পে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত মানবিক পাঠশালার নামের স্থানীয় একটি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইরানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক আলভি স্বাক্ষরিত লিখিত আবেদন সুত্রে জানা যায়- ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়কটি চকরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটিতে নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। লিখিত আবেদনে সংগঠনটি জননিরাপত্তা জোরদারে কয়েকটি উদ্যোগে কথা তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি বা অস্থায়ী পুলিশ চৌকি স্থাপন, রাত্রিকালীন সময়ে ওই এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, রাত্রিকালীন সময়ে চকরিয়ার ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়কে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
পাহাড়ি জনপদ ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়ক
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়ি জনপদ ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়কে রাত্রিকালীন সময়ে হরহামেশা যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে। এমন পরিস্থিতিতে সড়ক দিয়ে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন ছাড়াও পাশের উপজেলা লামা আলীকদমে যাতায়াতকারী যাত্রী সাধারণ এবং স্থানীয় জনগণের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্প্রতিসময়ে একাধিকবার সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেল আরোহী যাত্রী এবং চালকদের ওপর হামলা, মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়কের নিরাপত্তা নিয়ে ভুক্তভোগী যাত্রী সাধারণ ছাড়াও খোদ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকেও ভাবিয়ে তুলেছে।
এতেকরে রাতের বেলায় ওই সড়কে সবধরনের যানবাহনে করে যাত্রী সাধারণের নিরাপদ চলাচল ঝুঁকির মুখে পড়েছে।
এধরণের প্রেক্ষাপটে চকরিয়া উপজেলার মানিকপুর ইয়াংছা সড়কের জননিরাপত্তা নিশ্চিতকল্পে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত মানবিক পাঠশালার নামের স্থানীয় একটি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
মানবিক পাঠশালার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইরানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক আলভি স্বাক্ষরিত লিখিত আবেদন সুত্রে জানা যায়- ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়কটি চকরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সড়কটিতে নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। লিখিত আবেদনে সংগঠনটি জননিরাপত্তা জোরদারে কয়েকটি উদ্যোগে কথা তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি বা অস্থায়ী পুলিশ চৌকি স্থাপন, রাত্রিকালীন সময়ে ওই এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সহযোগিতায় বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, রাত্রিকালীন সময়ে চকরিয়ার ছিকলঘাট মানিকপুর ইয়াংছা সড়কে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশন।