ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার টেকসই নগরায়ণ ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এসপার্টোর প্রতিনিধিরা মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক ধারণা উপস্থাপন করে প্রকল্পের লক্ষ্য, প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। সভায় উপস্থিত নাগরিকরা স্থানীয় সমস্যা, জলাবদ্ধতা, সড়ক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে মতামত প্রদান করেন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দেন।সভায় বক্তারা বলেন, মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পৌরসভার উন্নয়ন হবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব। এতে নাগরিক সুবিধা বাড়ার পাশাপাশি মহেশপুর রূপ নেবে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, এটি মহেশপুরের জন্য সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। টেকসই নগর ব্যবস্থাপনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার টেকসই নগরায়ণ ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার,(১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এসপার্টোর প্রতিনিধিরা মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক ধারণা উপস্থাপন করে প্রকল্পের লক্ষ্য, প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। সভায় উপস্থিত নাগরিকরা স্থানীয় সমস্যা, জলাবদ্ধতা, সড়ক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে মতামত প্রদান করেন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দেন।সভায় বক্তারা বলেন, মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পৌরসভার উন্নয়ন হবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব। এতে নাগরিক সুবিধা বাড়ার পাশাপাশি মহেশপুর রূপ নেবে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, এটি মহেশপুরের জন্য সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। টেকসই নগর ব্যবস্থাপনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।