বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরতে এবং মালয়েশিয়ার সরকারি সংস্থা, শিল্প উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে গত ১১-১৩ নভেম্বর বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এর আয়োজনে মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘বিএসআইএ রোড শো ২০২৫’।
অনুষ্ঠানে অংশ নেন পেনাংয়ের ডেপুটি চিফ মিনিস্টার ওয়াইবি এন জাগদীপ সিং দেও, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, বিএসআইএ সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার সহ মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এমএসআইএ) ও মালয়েশিয়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (মাইডা) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে পেনাংয়ের ডেপুটি চিফ মিনিস্টার বলেন, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পেনাংয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে, বিএসআইএর সদস্য প্রতিষ্ঠানগুলোও এ ইকোসিস্টেমে নিজেদের অবস্থান তৈরি করছে। আগামী দিনে সেমিকন্ডাক্টর খাতে পেনাং ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী হবে।
বিএসআইএ সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার অনুষ্ঠানে বাংলাদেশের সেমিকন্ডাক্টরি শিল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর বিপ্লবে অংশ নিতে এগিয়ে এসেছে। এ রোডশো প্রমাণ করেছে, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে সহযোগিতা, অংশীদারত্ব এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম।
বাংলাদেশ প্রতিনিধি দলে অংশ নেন নিউরাল সেমিকন্ডাক্টর, উলকাসেমি, প্রাইম সিলিকন, সিলিকোনোভা, ক্যাকটাস ম্যাটেরিয়ালস এবং আই টেস্ট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোডশোটি চিপ ডিজাইন, প্যাকেজিং, টেস্ট ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, কর্মী উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক সেমিকন্ডাক্টর কার্যক্রমে নতুন সহযোগিতার পথ উন্মুক্ত করেছে বলে মনে করছেন আয়োজকরা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা তুলে ধরতে এবং মালয়েশিয়ার সরকারি সংস্থা, শিল্প উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে গত ১১-১৩ নভেম্বর বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এর আয়োজনে মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘বিএসআইএ রোড শো ২০২৫’।
অনুষ্ঠানে অংশ নেন পেনাংয়ের ডেপুটি চিফ মিনিস্টার ওয়াইবি এন জাগদীপ সিং দেও, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, বিএসআইএ সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার সহ মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এমএসআইএ) ও মালয়েশিয়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (মাইডা) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে পেনাংয়ের ডেপুটি চিফ মিনিস্টার বলেন, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পেনাংয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে, বিএসআইএর সদস্য প্রতিষ্ঠানগুলোও এ ইকোসিস্টেমে নিজেদের অবস্থান তৈরি করছে। আগামী দিনে সেমিকন্ডাক্টর খাতে পেনাং ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী হবে।
বিএসআইএ সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার অনুষ্ঠানে বাংলাদেশের সেমিকন্ডাক্টরি শিল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর বিপ্লবে অংশ নিতে এগিয়ে এসেছে। এ রোডশো প্রমাণ করেছে, বাংলাদেশ বৈশ্বিক ভ্যালু চেইনে সহযোগিতা, অংশীদারত্ব এবং তাৎপর্যপূর্ণ অবদান রাখতে সক্ষম।
বাংলাদেশ প্রতিনিধি দলে অংশ নেন নিউরাল সেমিকন্ডাক্টর, উলকাসেমি, প্রাইম সিলিকন, সিলিকোনোভা, ক্যাকটাস ম্যাটেরিয়ালস এবং আই টেস্ট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোডশোটি চিপ ডিজাইন, প্যাকেজিং, টেস্ট ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, কর্মী উন্নয়ন ও উদ্ভাবনভিত্তিক সেমিকন্ডাক্টর কার্যক্রমে নতুন সহযোগিতার পথ উন্মুক্ত করেছে বলে মনে করছেন আয়োজকরা।