image

আলোচিত মামলায় আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি, সাকিবের বিরুদ্ধে বিচার শুরু

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের আলোচিত মামলায় ইসলামী বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি দিয়েছে আদালত। তবে মামলার অপর আসামি মো. আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।

সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সাত আসামির মধ্যে জামিনে থাকা ছয়জন আদালতে উপস্থিত হয়ে অব্যাহতির আবেদন করেন। তাদের আইনজীবীরা যুক্তি দেন যে, সাকিব ছাড়া অন্য কোনো আসামি ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হননি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। শুনানি শেষে আদালত ছয় আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়।

অপরদিকে, মো. আল সাকিবের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাকিবকে জামিনও দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে, যেখানে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি