৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ বঞ্চিত ১ হাজার ৯১৯ জন চিকিৎসক দ্রুত ক্যাডার পদে নিয়োগের দাবি জানিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তাঁরা।
ডা. ফাতেমা আক্তার জানান, ২০২১ সালের ৪২তম বিসিএসে উত্তীর্ণ হলেও প্রয়োজনীয় পদ না থাকায় প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ পাননি। অথচ দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। তিনি বলেন, "এই সংকট মোকাবিলায় অপেক্ষমাণ চিকিৎসকদের দ্রুত নিয়োগ দেওয়া হলে সমস্যার সমাধান সম্ভব।"
সংবাদ সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল ওহাব মিনার বলেন, "দেশে প্রতি বছর অন্তত ২ হাজার চিকিৎসক নিয়োগ প্রয়োজন। ৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ দিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে।"
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "স্বাস্থ্য খাতের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিকিৎসার জন্য বিদেশে যান। দেশের জনগণকে সেবা দিতে চিকিৎসক নিয়োগ দ্রুত নিশ্চিত করা উচিত।"
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য চিকিৎসকরাও দ্রুত নিয়োগের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ বঞ্চিত ১ হাজার ৯১৯ জন চিকিৎসক দ্রুত ক্যাডার পদে নিয়োগের দাবি জানিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তাঁরা।
ডা. ফাতেমা আক্তার জানান, ২০২১ সালের ৪২তম বিসিএসে উত্তীর্ণ হলেও প্রয়োজনীয় পদ না থাকায় প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ পাননি। অথচ দেশের উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। তিনি বলেন, "এই সংকট মোকাবিলায় অপেক্ষমাণ চিকিৎসকদের দ্রুত নিয়োগ দেওয়া হলে সমস্যার সমাধান সম্ভব।"
সংবাদ সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল ওহাব মিনার বলেন, "দেশে প্রতি বছর অন্তত ২ হাজার চিকিৎসক নিয়োগ প্রয়োজন। ৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ দিয়ে এই ঘাটতি পূরণ করা যেতে পারে।"
এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "স্বাস্থ্য খাতের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিকিৎসার জন্য বিদেশে যান। দেশের জনগণকে সেবা দিতে চিকিৎসক নিয়োগ দ্রুত নিশ্চিত করা উচিত।"
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য চিকিৎসকরাও দ্রুত নিয়োগের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।