image

অপহরণের ১৭ দিন পর হাতিরঝিল থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকার দক্ষিণখান থেকে অপহৃত ১৩ বছরের একটি কিশোরীর অর্ধগলিত দেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচ ব্যক্তি মিলে তাকে ধর্ষণ ও হত্যার পর হাতিরঝিলে মরদেহ ফেলে দেওয়া হয়। গত ১৬ জানুয়ারি বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী। ১৭ দিন পর রোববার হাতিরঝিল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনার তদন্তে গত ৩০ জানুয়ারি গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে রবিন হোসেন (৩২) এবং রাব্বী মৃধা (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান জানান, তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানা যায়। কিশোরীর বাবা ১৯ জানুয়ারি দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরে অপহরণের মামলা দায়ের করা হয়।

পুলিশের তদন্তে কিশোরীর মোবাইল নম্বরের সূত্র ধরে রবিন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

তাদের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন কিশোরীকে ফাঁদে ফেলে একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী মারা গেলে লাশ গুম করার পরিকল্পনা করে রবিন ও রাব্বী। পরে তারা মরদেহ বস্তাবন্দি করে মহাখালী থেকে রিকশায় করে হাতিরঝিলে ফেলে দেয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি