অংশ নিয়েছে প্রায় সাত হাজার পুলিশ: ডিসি তালেবুর রহমান
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় সময় ঝটিকা মিছিল করছে। এসব ঝটিকা মিছিল থেকে পুলিশ প্রতিদিন গ্রেপ্তারও করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ঢাকা অচল করার অপপ্রচার চলছে। এসব কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগাম প্রস্তুতিও নিয়েছেন।
ডিবির ডিসি তালেবুর রহমান জানান, শনিবার, (০৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় ৭ হাজার পুলিশ সদস্য জরুরি পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। কীভাবে পরিস্থিতি বা বিশৃঙ্খল ঠেকাতে হয় তা দেখিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়ে জরুরি পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে মহড়া দিয়েছেন। এদিকে ডিএমপির ডিসি মিডিয়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহড়ার কথা স্বীকার করে বলেন, শনিবার, আরও ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য রয়েছে। এছাড়াও জেলার শ্রমিক লীগের নেতা ইসমাইল মিয়া, পল্লবীর আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃত নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিল। এ নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ৩ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শনিবার, রাজধানীতে ঝটিকা মিছিলের তথ্য জানা যায়নি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
অংশ নিয়েছে প্রায় সাত হাজার পুলিশ: ডিসি তালেবুর রহমান
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় সময় ঝটিকা মিছিল করছে। এসব ঝটিকা মিছিল থেকে পুলিশ প্রতিদিন গ্রেপ্তারও করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ঢাকা অচল করার অপপ্রচার চলছে। এসব কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগাম প্রস্তুতিও নিয়েছেন।
ডিবির ডিসি তালেবুর রহমান জানান, শনিবার, (০৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় ৭ হাজার পুলিশ সদস্য জরুরি পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। কীভাবে পরিস্থিতি বা বিশৃঙ্খল ঠেকাতে হয় তা দেখিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টগুলোতে তারা অবস্থান নিয়ে জরুরি পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে মহড়া দিয়েছেন। এদিকে ডিএমপির ডিসি মিডিয়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহড়ার কথা স্বীকার করে বলেন, শনিবার, আরও ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী এমদাদুল হকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য রয়েছে। এছাড়াও জেলার শ্রমিক লীগের নেতা ইসমাইল মিয়া, পল্লবীর আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম খোকন ওরফে নায়রা খোকন।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃত নায়রা খোকন পল্লবীর এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলের সমন্বয়ক ছিল। এ নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ৩ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শনিবার, রাজধানীতে ঝটিকা মিছিলের তথ্য জানা যায়নি।