সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

সাবেক মন্ত্রী ও আইজিপিসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখাল আদালত

হত্যা ও সাইবার অপরাধের মামলায় সাবেক মন্ত্রী এবং আইজিপি জড়িত

image

সাবেক মন্ত্রী ও আইজিপিসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখাল আদালত

হত্যা ও সাইবার অপরাধের মামলায় সাবেক মন্ত্রী এবং আইজিপি জড়িত

বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর ভিন্ন ভিন্ন থানায় দায়ের করা হত্যা ও সাইবার অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ আসামিদের আদালতে হাজির করে। এরপর ভাসানটেক, যাত্রাবাড়ী, কাফরুল এবং লালবাগ থানার পৃথক মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা এ আদেশের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন: ভাসানটেক এবং যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক: কাফরুল থানায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম: লালবাগ থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজ নামের আরও দুই ব্যক্তিকেও পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, চলমান রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং সাইবার অপরাধের ঘটনায় এ মামলাগুলো দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তারা মনে করেন, গ্রেপ্তার দেখানো ব্যক্তিদের সঙ্গে এসব অপরাধের যোগসূত্র রয়েছে।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, গ্রেপ্তার দেখানোর মাধ্যমে রাজনৈতিক নেতাদের হয়রানি করা হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেছেন, মামলাগুলোর তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

আদালতের আদেশের পর আসামিদের ফের কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

এই মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

» ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

» ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন

» আক্কেলপুরে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

» অনলাইনে বিনিয়োগের ফাঁদ, কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেপ্তার

» জালিয়াতি করে নিয়োগ পাওয়া বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

» আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘ধর্ষণ’: সহপাঠীসহ তিনজন রিমান্ডে

» বিচার ও রায় নিয়ে টিউলিপের প্রশ্নের জবাবে যা বললেন দুদক চেয়ারম্যান

» ‘পরকীয়ার জেরে’ খুন হন বাউল শিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

» ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড

» গৃহবধূর বস্তাবন্দী লাশ: ‘দোষ স্বীকার করে’ জবানবন্দির পর স্বামী ও দেবর কারাগারে

» বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

» অভ্যুত্থানের ১০৬ মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ

» সিলেটে যুবককে অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও কল: মুক্তিপণ দাবি

» আদালতের রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’, বললেন টিউলিপ

» প্লট দুর্নীতি: ব্রিটিশ এমপি টিউলিপের সাজা, সঙ্গে মা ও খালা

» রেহানা কন্যা রূপন্তীসহ ১৭ জনের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ৫ জানুয়ারি

» কুষ্টিয়ায় প্রকাশ্যে অস্ত্র ব্যবসায়ীর হাতে আরেক অস্ত্র ব্যবসায়ী খুন

» নির্বাচনকে সামনে রেখে অভিযান, দুই জেলায় গ্রেপ্তার ১৯৮ ও ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

» ‘১৬১৩ কোটি টাকা পাচার’: নাফিজ সরাফাত ও স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা