আশিক চৌধুরী জুয়েলের নির্দেশনায় নির্মিত একটি বহুজাতিক প্রতিষ্ঠানের গ্লাসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন লকডাউন শুরু হবার আগেরদিন। এই বিজ্ঞাপনে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন বুবলী।
বিজ্ঞাপনটি এরইমধ্যে দেশের প্রায় সবগুলো চ্যানেলে এবং অনলাইন মাধ্যমেও প্রচার হচ্ছে প্রতিদিন।
আশিক বলেন, ‘এরইমধ্যে আমি নতুন চার/পাঁচটি বিজ্ঞাপনে কাজ করেছি কোনটা সাবানের, কোনটা টেলিভিশনের, কোনটা প্রতিষ্ঠানের। কিন্তু নতুন বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে এতো বেশি সাড়া পাচ্ছি যে বিস্মিত হচ্ছি আমি। ’
এদিকে রাত ১২টার পরই আসছে আশিকের জন্মদিন। আশিক আছেন তার গ্রামের বাড়িতে, মুন্সীগঞ্জে। জন্মদিনে মায়ের সঙ্গেই সময় কাটাবেন তিনি। এদিকে আগামী ঈদের জন্য তিনি এরইমধ্যে বদিউল আলম খোকনের নির্দেশনায় শাকিলা পারভীনের সঙ্গে মিউজিক্যাল ফিল্ম ‘টান’র কাজ শেষ করেছেন। এছাড়াও আগামী ঈদের জন্য তিনি রুপক বিন রউফের ‘আই লাভ ইউ স্যার’,‘ হয়তো এমনই’, শামীম রেজার ‘লাভ ঘর’, ইমদাদের ‘মায়াজাল’সহ আরেকজন পরিচালকের ‘ফাঁকা মাঠে গোল’ নাটকের কাজ শেষ করেছেন।
এছাড়াও আশিক চৌধুরী অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’, সাজ্জাদ হায়দারের ‘হৃদয় ছোঁয়ার দেশ’ ও বি এইচ নিশানের ‘নারীর শক্তি’ । এছাড়াও শাপলা’র প্রযোজনায় দুটি সিনেমার কাজ করতে যাচ্ছেন তিনি। ৩ মে থেকে আগামী ঈদের জন্য মোহন খান ও সাজিন আহমেদ বাবুর দুটি নাটকের কাজ করার কথা রয়েছে তার ।
মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
আশিক চৌধুরী জুয়েলের নির্দেশনায় নির্মিত একটি বহুজাতিক প্রতিষ্ঠানের গ্লাসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন লকডাউন শুরু হবার আগেরদিন। এই বিজ্ঞাপনে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন বুবলী।
বিজ্ঞাপনটি এরইমধ্যে দেশের প্রায় সবগুলো চ্যানেলে এবং অনলাইন মাধ্যমেও প্রচার হচ্ছে প্রতিদিন।
আশিক বলেন, ‘এরইমধ্যে আমি নতুন চার/পাঁচটি বিজ্ঞাপনে কাজ করেছি কোনটা সাবানের, কোনটা টেলিভিশনের, কোনটা প্রতিষ্ঠানের। কিন্তু নতুন বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে এতো বেশি সাড়া পাচ্ছি যে বিস্মিত হচ্ছি আমি। ’
এদিকে রাত ১২টার পরই আসছে আশিকের জন্মদিন। আশিক আছেন তার গ্রামের বাড়িতে, মুন্সীগঞ্জে। জন্মদিনে মায়ের সঙ্গেই সময় কাটাবেন তিনি। এদিকে আগামী ঈদের জন্য তিনি এরইমধ্যে বদিউল আলম খোকনের নির্দেশনায় শাকিলা পারভীনের সঙ্গে মিউজিক্যাল ফিল্ম ‘টান’র কাজ শেষ করেছেন। এছাড়াও আগামী ঈদের জন্য তিনি রুপক বিন রউফের ‘আই লাভ ইউ স্যার’,‘ হয়তো এমনই’, শামীম রেজার ‘লাভ ঘর’, ইমদাদের ‘মায়াজাল’সহ আরেকজন পরিচালকের ‘ফাঁকা মাঠে গোল’ নাটকের কাজ শেষ করেছেন।
এছাড়াও আশিক চৌধুরী অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো হচ্ছে ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’, সাজ্জাদ হায়দারের ‘হৃদয় ছোঁয়ার দেশ’ ও বি এইচ নিশানের ‘নারীর শক্তি’ । এছাড়াও শাপলা’র প্রযোজনায় দুটি সিনেমার কাজ করতে যাচ্ছেন তিনি। ৩ মে থেকে আগামী ঈদের জন্য মোহন খান ও সাজিন আহমেদ বাবুর দুটি নাটকের কাজ করার কথা রয়েছে তার ।