ইরানের মহাকাশ সংস্থার উপমন্ত্রী ও প্রধান হাসান সালারিয়ের উপস্থিতিতে শনিবার উন্নত সংস্করণের কাওসার স্যাটেলাইট উন্মোচন করা হয়েছে। সালারিয়ে নিশ্চিত করেছেন যে দেশীয়ভাবে নির্মিত এই স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যেই কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।
গত বছর কাওসার-১ এবং হুদহুদ স্যাটেলাইট সফলভাবে সয়ুজ লঞ্চারের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছিল। এক বছরেরও কম সময়ে ইরান উন্নত কাওসার স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। ৫০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ৫০০ কিলোমিটার উচ্চতায় সান-সিংক্রোনাস কক্ষপথে অবস্থান করবে।
নতুন এই স্যাটেলাইট কাওসার-১ এবং হুদহুদ-এর যৌথ মিশন সম্পাদন করবে; যার ব্যবহার থাকবে রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), নিখুঁত কৃষি এবং মানচিত্র প্রণয়ন। সালারিয়ে উল্লেখ করেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার দ্বিতীয় সংস্করণটি প্রথমটির অভিজ্ঞতার আলোকে উন্নত করা হয়েছে।
রোববার, ৩১ আগস্ট ২০২৫
ইরানের মহাকাশ সংস্থার উপমন্ত্রী ও প্রধান হাসান সালারিয়ের উপস্থিতিতে শনিবার উন্নত সংস্করণের কাওসার স্যাটেলাইট উন্মোচন করা হয়েছে। সালারিয়ে নিশ্চিত করেছেন যে দেশীয়ভাবে নির্মিত এই স্যাটেলাইটের দ্বিতীয় সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যেই কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।
গত বছর কাওসার-১ এবং হুদহুদ স্যাটেলাইট সফলভাবে সয়ুজ লঞ্চারের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়েছিল। এক বছরেরও কম সময়ে ইরান উন্নত কাওসার স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। ৫০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ৫০০ কিলোমিটার উচ্চতায় সান-সিংক্রোনাস কক্ষপথে অবস্থান করবে।
নতুন এই স্যাটেলাইট কাওসার-১ এবং হুদহুদ-এর যৌথ মিশন সম্পাদন করবে; যার ব্যবহার থাকবে রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), নিখুঁত কৃষি এবং মানচিত্র প্রণয়ন। সালারিয়ে উল্লেখ করেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাতের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার দ্বিতীয় সংস্করণটি প্রথমটির অভিজ্ঞতার আলোকে উন্নত করা হয়েছে।