ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় সদস্যরা হট্টগোল করে বাধা দিয়েছেন।
বিবিসি জানায়, সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছু সদস্যের প্রতিবাদে হট্টগোল দেখা দেয়। এ সময় ট্রাম্পকে তার ভাষন থামাতে হয়। প্রতিবাদী নেসেট সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। আবার কাগজে লিখে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান। পরে তাদের নেসেট থেকে বের করে দেয়া হয়।
ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন। ট্রাম্পের ভাষণের মাঝে প্যালেস্টানকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে একটি কাগজও উঁচুতে তুলে ধরেছিলেন তারা। তাতে লেখা ছিল,‘প্যালেস্টানকে স্বীকৃতি দিন।’
আয়মান ওদেহ একজন আরব ইসরায়েলি। তিনি ইসরায়েলের হাদাশ অ্যালায়েন্সর সদস্য আর ওফার কাসিফ কট্টর-বাম রাজনীতিবিদ। তিনিও হাদাশ কোয়ালিশনের সদস্য।‘দ্য জেরুজালেম পোস্ট’ এ তথ্য জানায়।
নেসেটে তাদের প্রতিবাদের মুখে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানান এবং প্রতিবাদী সদস্যদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদেরকে। এ সময় প্রতিবাদী দুই সদস্যকে পার্লামেন্ট অধিবেশন থেকে সরিয়ে নেওয়া হয়। ওদেহকে সরিয়ে নেওয়ার সময় তার হাতে
‘প্যালেস্টানকে স্বীকৃতি দিন’ লেখা কাগজ ছিল। পরে ওদেহ এক্সে এক পোস্টে লেখেন তিনি প্যালেস্টান রাষ্ট্রের জন্য স্বীকৃতির দাবি জানিয়েছেন। এটি একটি সোজাসাপ্টা দাবি। যে দাবিতে গোটা আন্তর্জাতিক সম্প্রদায় একমত।
ওদিকে, কাসিফও এক্সে এক পোস্টে লেখেন, তারা ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ করেছেন। ইসরায়েলের সরকারের দখলদারিত্ব এবং প্যালেস্টানের বিরুদ্ধে বর্ণবাদের প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদী এই সদস্যদের পার্লামেন্ট থেকে সরানোর পর ট্রাম্প ফের ভাষণ শুরুর আগে বলেন, “কাজটি বেশ দক্ষতার সঙ্গে হয়েছে।”
ট্রাম্প তার ভাষণের বেশিরভাগ জুড়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রশংসা করেছেন। তার বক্তব্যের সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় সদস্যরা হট্টগোল করে বাধা দিয়েছেন।
বিবিসি জানায়, সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছু সদস্যের প্রতিবাদে হট্টগোল দেখা দেয়। এ সময় ট্রাম্পকে তার ভাষন থামাতে হয়। প্রতিবাদী নেসেট সদস্যরা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। আবার কাগজে লিখে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান। পরে তাদের নেসেট থেকে বের করে দেয়া হয়।
ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন। ট্রাম্পের ভাষণের মাঝে প্যালেস্টানকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে একটি কাগজও উঁচুতে তুলে ধরেছিলেন তারা। তাতে লেখা ছিল,‘প্যালেস্টানকে স্বীকৃতি দিন।’
আয়মান ওদেহ একজন আরব ইসরায়েলি। তিনি ইসরায়েলের হাদাশ অ্যালায়েন্সর সদস্য আর ওফার কাসিফ কট্টর-বাম রাজনীতিবিদ। তিনিও হাদাশ কোয়ালিশনের সদস্য।‘দ্য জেরুজালেম পোস্ট’ এ তথ্য জানায়।
নেসেটে তাদের প্রতিবাদের মুখে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানান এবং প্রতিবাদী সদস্যদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদেরকে। এ সময় প্রতিবাদী দুই সদস্যকে পার্লামেন্ট অধিবেশন থেকে সরিয়ে নেওয়া হয়। ওদেহকে সরিয়ে নেওয়ার সময় তার হাতে
‘প্যালেস্টানকে স্বীকৃতি দিন’ লেখা কাগজ ছিল। পরে ওদেহ এক্সে এক পোস্টে লেখেন তিনি প্যালেস্টান রাষ্ট্রের জন্য স্বীকৃতির দাবি জানিয়েছেন। এটি একটি সোজাসাপ্টা দাবি। যে দাবিতে গোটা আন্তর্জাতিক সম্প্রদায় একমত।
ওদিকে, কাসিফও এক্সে এক পোস্টে লেখেন, তারা ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ করেছেন। ইসরায়েলের সরকারের দখলদারিত্ব এবং প্যালেস্টানের বিরুদ্ধে বর্ণবাদের প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদী এই সদস্যদের পার্লামেন্ট থেকে সরানোর পর ট্রাম্প ফের ভাষণ শুরুর আগে বলেন, “কাজটি বেশ দক্ষতার সঙ্গে হয়েছে।”
ট্রাম্প তার ভাষণের বেশিরভাগ জুড়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রশংসা করেছেন। তার বক্তব্যের সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।