# আগরতলায় বাংলাদেশ মিশনে কনস্যুলার সেবা বন্ধহামলার ঘটনায় ৭জন গ্রেপ্তার , ৩ পুলিশ বরখাস্ত
# স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার জেরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গতকাল পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা করলে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের ক্ষোভের কথা জানানো হয়।
গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে একদন লোকা হামলা চালিয়ে ভাংচুর করে। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর নিন্দনীয় ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। সে ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানায়। এরপরই আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করা হয়।
আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্র্বতী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।
এ ছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ার ঘটনা ‘গভীর দুঃখজনক’।
“কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও দেশের অন্যত্র উপ বা সহকারী হাই কমিশনগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে সরকার।”
কি বললেন প্রণয় ভার্মা
পরে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায়। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।’
দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই।’
প্রণয় ভার্মা বলেছেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তার দেশ।
ভার্মা জানান, বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় পণ্যের মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে ইতিবাচক অনেক উন্নয়ন হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে। অনেক বিষয়ে একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের ওপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে।’
হামলার ঘটনায় ৭জন গ্রেপ্তার, ৩ পুলিশ বরখাস্ত
আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে বলেছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন এসআইকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একজন ডেপুটি এসপিকে প্রত্যাহার করা হয়েছে। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি মামলাও করেছে পুলিশ।
পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনার নিন্দা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, “প্রতিবাদ সমাবেশ চলাকালে একদল যুবক আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ঢোকার চেষ্টা করে। আমি ঘটনার নিন্দা জানিয়েছি। তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
# আগরতলায় বাংলাদেশ মিশনে কনস্যুলার সেবা বন্ধহামলার ঘটনায় ৭জন গ্রেপ্তার , ৩ পুলিশ বরখাস্ত
# স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার জেরে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গতকাল পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা করলে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশের ক্ষোভের কথা জানানো হয়।
গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে একদন লোকা হামলা চালিয়ে ভাংচুর করে। সেখানে হামলা, ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর নিন্দনীয় ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। সে ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানায়। এরপরই আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করা হয়।
আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তর্র্বতী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।
এ ছাড়া উগ্রপন্থীদের বিক্ষোভে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ার ঘটনা ‘গভীর দুঃখজনক’।
“কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও দেশের অন্যত্র উপ বা সহকারী হাই কমিশনগুলোর নিরাপত্তা বাড়াচ্ছে সরকার।”
কি বললেন প্রণয় ভার্মা
পরে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক চায়। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের সম্পর্ক ব্যাপক ও বহুমুখী। এটি একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।’
দুই দেশের মধ্যে অনেক আন্তঃনির্ভরতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এই নির্ভরতাগুলোকে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এগিয়ে নিতে চাই।’
প্রণয় ভার্মা বলেছেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তার দেশ।
ভার্মা জানান, বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় পণ্যের মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে ইতিবাচক অনেক উন্নয়ন হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে। অনেক বিষয়ে একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের ওপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে।’
হামলার ঘটনায় ৭জন গ্রেপ্তার, ৩ পুলিশ বরখাস্ত
আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে বলেছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন এসআইকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একজন ডেপুটি এসপিকে প্রত্যাহার করা হয়েছে। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি মামলাও করেছে পুলিশ।
পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনার নিন্দা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, “প্রতিবাদ সমাবেশ চলাকালে একদল যুবক আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ঢোকার চেষ্টা করে। আমি ঘটনার নিন্দা জানিয়েছি। তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”