alt

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিজিএমইএ ভবন অবরুদ্ধ

সোমবার চট্টগ্রাম, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর উপজেলা এবং রাজধানী ঢাকার বিজয়নগর-কাকরাইলে সড়ক অবরোধ করেন শ্রমিকরা

অর্থনৈতিক বার্তা পরিবেশক : সোমবার, ২৪ মার্চ ২০২৫

বকেয়া বেতন-বোনাসের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার চট্টগ্রাম নগরী, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর উপজেলা ও রাজধানী ঢাকার বিজয়নগর-কাকরাইল সড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। শুধু সড়ক অবরোধই নয়, বকেয়া বেতন-বোনাসের দাবিতে রাজধানীর উত্তরার বিজিএমইএর ভবনও অবরুদ্ধ করে রাখেন ময়মনসিংহের ভালুকার রোর ফ্যাশনের শ্রমিকরা। এতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ের অনেক কর্মকর্তাই সোমবার ভবনটিতে প্রবেশ করতে পারেননি।

বিজিএমইএর সাবেক নেতা, কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বকেয়া বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে গত রোববার ঢাকায় বিজিএমইএর ভবনের সামনে অবস্থান নেন রোর ফ্যাশনের প্রায় ২০০ শ্রমিক। ঐ দিন রাতে তারা সেখানেই অবস্থান করেন। পরে পুলিশের সহায়তায় বিজিএমইএর কর্মকর্তারা বের হন। সোমবার সকাল থেকেই বিজিএমইএর ফটকগুলো অবরোধ করে কর্মকর্তাদের ঢুকতে বাধা দেন শ্রমিকরা। ফলে সারা দিন বিজিএমইএর কার্যক্রম অনেকটাই স্থবির ছিল। যদিও শ্রমিকদের বকেয়া পাওনা দেয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘সকালে অফিসে আসার আগেই খবর পেয়েছি শ্রমিকেরা বিজিএমইএর ভবনে কাউকে ঢুকতে দিচ্ছেন না। সে কারণে অফিসে যাইনি। যারা অফিসে গেছেন, তাদের অনেকেই ঢুকতে পারেননি।’

ময়মনসিংহ অঞ্চলের শিল্প পুলিশের এক উপ-পরিদর্শক জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আর্থিক সংকটে পড়ে ময়মনসিংহের ভালুকার রোর ফ্যাশন লিমিটেড। এতে শ্রমিকদের বেতন-বোনাস অনিয়মিত হয়ে পড়ে। বকেয়া আদায়ে শ্রমিকেরা একাধিকবার মহাসড়ক অবরোধ করেন। এদিকে কাজ না থাকায় সোমবার কারখানা লে-অফ করে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, গত নভেম্বর-ডিসেম্বরে তাদের বেতন-বোনাস ৭০ লাখ টাকা দেয়া হয়েছে। তা ছাড়া জানুয়ারির বেতন ও তারপর লে-অফের ক্ষতিপূরণ পাবেন শ্রমিকেরা।

ভালুকার কাঁঠালি এলাকায় ২০১৭ সালে কারখানাটি যাত্রা শুরু করে। এই কারখানায় কাজ করেন ১ হাজার ৩৭৬ শ্রমিক। এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

রাজধানীর তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান বলেন, ‘ভালুকার রোর ফ্যাশনের শ্রমিকেরা গত রোববার থেকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করছেন। সেখানে সার্বক্ষণিকভাবে পুলিশ রয়েছে। কারখানাটির মালিক পলাতক থাকায় শ্রমিকদের পাওনা দেয়ার বিষয়ে কোনো মিটিং এখন পর্যন্ত হয়নি। শুনেছি, সরকারের উচ্চপর্যায়ে সভা হওয়ার কথা রয়েছে।’

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানা বন্ধের প্রতিবাদে ও কালিয়াকৈর উপজেলায় কয়েকটি দাবি আদায়ের জন্য বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এ সময় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গত রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও একটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন তারা।

জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জের কারখানা বন্ধ করে দেয়া হয়। তার প্রতিবাদে গত রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সকাল পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর একটি দল গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন।

কারখানা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং ওভারটাইমের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায়। পরে কর্তৃপক্ষের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া আগামী ২৩ মার্চ পরিশোধের তারিখ নির্ধারণ করেন। কিন্তু শ্রমিকরা তখন তা মানতে রাজি না হওয়ায় পরে গত ১০ মার্চ দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা ছেড়ে যান তারা।

পরদিন গত ১১ মার্চ (মঙ্গলবার) সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে আন্দোলন থেকে সরে গিয়ে গত রোববার পাওনা পরিশোধে কারখানা মালিকের সিদ্ধান্ত মেনে নেন শ্রমিকেরা।

শ্রমিকরা জানান, তারা বেতন পরিশোধের আগে কাজে যোগ দেবেন না। বেতন পরিশোধের নির্ধারিত তারিখে সোমবার কারখানায় গিয়ে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকেরা। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

অপরদিকে, কালিয়াকৈরের একটি কারখানার শ্রমিকেরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদের বোনাস বাড়ানোর দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করে আসছেন। কারখানাটিতে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করেন। সোমবার সকাল ৯টার দিকে কিছুসংখ্যক স্টাফ ও বহিরাগত লোকের হামলায় আন্দোলনরত শ্রমিকদের তিন-চারজন আহত হন। আহত রাজু (২৫) ও দীন ইসলামকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মেইন গেট ও ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, টঙ্গীর শ্রমিক বিক্ষোভ শ্রমিকদের দাবি আদায় করিয়ে দেয়া হবে-এমন আশ্বাস দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার সকাল ১১টা থেকে নগরীর সিইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন জে এম এস গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কের দুপাশে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ করছেন।

এর আগে, গত শনিবার দুপুরেও বকেয়া বেতনের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (আজ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে পরে তারা সড়ক ছেড়েছিলেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান জানান, ওই পোশাক কারখানাটি প্রায়ই দুই মাস ধরে বন্ধ আছে। মার্চ মাসে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। কারখানা বন্ধ করার পর ফেব্রুয়ারি ও মার্চের বেতন গত বৃহস্পতিবার (২০ মার্চ) পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু সেটা দেয়া হয়নি। গত শনিবারও ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে মঙ্গলবার (আজ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে তারা সড়ক ছাড়েন।

পুলিস সুপার মো. সুলাইমান বলেন, ‘শ্রমিকরা আজই তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। আমরা তাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছি, যেহেতু মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। কিন্তু সেটা তারা মানছেন না। আমরা মালিকপক্ষ ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তাদের পাওনা পরিশোধ করার জন্য চেষ্টা করা হচ্ছে।’

বিজয়নগরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দাবি আদায়ে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েই সোমবার বিকেলে কাকরাইল-পল্টন সড়কে বসে পড়েন বিক্ষোভরত শ্রমিকরা। এতে ওই সড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। এর আগে, সোমবার সকাল থেকেই বিজয়নগর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা। বিকেল পৌনে ৪টায় এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে সড়ক অবরোধের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই সড়কে বসে পড়েন।

আন্দোলনকারীরা টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারী। বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা, সার্ভিস বেনিফিট এবং নিহত রামপ্রসাদ সিংয়ের ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকরা জানান, তারা সড়কে বিক্ষোভ করতে চাইলেও রমজানের কথা বিবেচনা করে শ্রম ভবনের সামনে অবস্থান নেন। তবে সমস্যার সমাধান না হওয়ায় সড়কে অবস্থান নিয়েছেন।

টিন এজ অ্যারেলের শ্রমিক-কর্মচারী ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম জহির বলেন, ‘গত ১৮ মার্চ আমাদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু এর আগেই মালিকপক্ষ গা ঢাকা দিয়েছেন। তাই ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।’

স্টাইল ক্রাফটের শ্রমিক রেহানা বেগম বলেন, ‘সোমবার আমাদের আশ্বাস দিলেও আমাদের সহকর্মী রামপ্রসাদের মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই আমাদের বাধ্য হয়ে বিক্ষোভ করতে হচ্ছে।’

গত রোববার শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ সিং (৪০) নামে এক পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ রাখেন আন্দোলনকারীরা। রাত পৌনে ১০টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ ছেড়ে দেন তারা। সাত ঘণ্টা পর মুক্ত হন কর্মকর্তারা। এ নিয়ে সোমবার বেলা ১১টায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা যায়।

হান্নানের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

চট্টগ্রামে ৬ হত্যা হাছান, নওফেল ও নাছিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

খুলনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণ ও নির্যাতন, বিচারাধীন দেড় হাজার মামলা

আগামী মাসেই ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার ‘টেন্ডার প্রক্রিয়া’

টেস্ট ড্রাইভের নামে গাড়ি ছিনতাই বুয়েটের সাবেক শিক্ষার্থী মাসুম গ্রেপ্তার

ছবি

অনন্তলোকে সন্জীদা খাতুন

ছবি

ন্যায়ভিত্তিক সমাজ এখনও প্রতিষ্ঠা করা যায়নি: মুহাম্মদ ইউনূস

ছবি

সচিবালয়মুখী শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিপেটা

ছবি

কেরাণীগঞ্জে দলবেঁধে ধর্ষণের পর হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

মহাসড়কে ঈদ নিরাপত্তা দেয়া শুরু

বেতন-বোনাস পরিশোধ করেনি অনেক কারখানা, ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দেশবিরোধী উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস

ছবি

প্রধান উপদেষ্টার চীন সফরে একটা বার্তার কথা বললেন পররাষ্ট্র সচিব

ছবি

আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন

ছবি

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: মুহাম্মদ ইউনূস

ছবি

সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ঐক্য পরিষদের প্রতিবেদন ‘স্বচ্ছ নয়’

ছবি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য কমিটি গঠন

ছবি

গুজবের বিরুদ্ধে ঐক্য গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি

নারীদের ভূমিকা গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে: ইউনূস

ছবি

বিমসটেক সম্মেলনে মোদী-ইউনূস বৈঠকের অপেক্ষায় ঢাকা

ছবি

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হতে পারে সাত চুক্তি

ছবি

সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবেন মুহাম্মদ ইউনূস

ছবি

ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের ব্যাপারে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

ছবি

স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি: ইউনূস

ছবি

২৫ মার্চ: গণহত্যার ভয়াল রাত

ছবি

পাঁচ কমিশনের ১২১ সুপারিশ ‘আশু বাস্তবায়নযোগ্য’, দ্রুত তালিকা চায় সরকার

ছবি

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় ৯৩ কোটি ৪৫ লাখ ডলার চেয়েছে জাতিসংঘ

গণহত্যাকারী দল হিসেবে আ’লীগের বিচার করতে হবে: সাকি

শিক্ষায় ‘খণ্ডিত ও বিচ্ছিন্নভাবে’ কাজ হতো, ‘এখনও সেই ধারাই চলছে’

এবি পার্টির সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের গুজব,

আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

ছবি

গাছে গাছে নতুন কুঁড়ি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চা উৎপাদনের হাতছানি

ছবি

লবণমাঠ জবরদখল: প্রকাশ্যে গুলি, ১৬ জন গুলিবিদ্ধ

ছবি

ঈদে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত ডিএমপি

শিশুদের জন্য পৃথক আদালত, স্বাগত জানালো ইউনিসেফ

tab

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিজিএমইএ ভবন অবরুদ্ধ

সোমবার চট্টগ্রাম, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর উপজেলা এবং রাজধানী ঢাকার বিজয়নগর-কাকরাইলে সড়ক অবরোধ করেন শ্রমিকরা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সোমবার, ২৪ মার্চ ২০২৫

বকেয়া বেতন-বোনাসের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার চট্টগ্রাম নগরী, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর উপজেলা ও রাজধানী ঢাকার বিজয়নগর-কাকরাইল সড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। শুধু সড়ক অবরোধই নয়, বকেয়া বেতন-বোনাসের দাবিতে রাজধানীর উত্তরার বিজিএমইএর ভবনও অবরুদ্ধ করে রাখেন ময়মনসিংহের ভালুকার রোর ফ্যাশনের শ্রমিকরা। এতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ের অনেক কর্মকর্তাই সোমবার ভবনটিতে প্রবেশ করতে পারেননি।

বিজিএমইএর সাবেক নেতা, কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বকেয়া বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে গত রোববার ঢাকায় বিজিএমইএর ভবনের সামনে অবস্থান নেন রোর ফ্যাশনের প্রায় ২০০ শ্রমিক। ঐ দিন রাতে তারা সেখানেই অবস্থান করেন। পরে পুলিশের সহায়তায় বিজিএমইএর কর্মকর্তারা বের হন। সোমবার সকাল থেকেই বিজিএমইএর ফটকগুলো অবরোধ করে কর্মকর্তাদের ঢুকতে বাধা দেন শ্রমিকরা। ফলে সারা দিন বিজিএমইএর কার্যক্রম অনেকটাই স্থবির ছিল। যদিও শ্রমিকদের বকেয়া পাওনা দেয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘সকালে অফিসে আসার আগেই খবর পেয়েছি শ্রমিকেরা বিজিএমইএর ভবনে কাউকে ঢুকতে দিচ্ছেন না। সে কারণে অফিসে যাইনি। যারা অফিসে গেছেন, তাদের অনেকেই ঢুকতে পারেননি।’

ময়মনসিংহ অঞ্চলের শিল্প পুলিশের এক উপ-পরিদর্শক জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আর্থিক সংকটে পড়ে ময়মনসিংহের ভালুকার রোর ফ্যাশন লিমিটেড। এতে শ্রমিকদের বেতন-বোনাস অনিয়মিত হয়ে পড়ে। বকেয়া আদায়ে শ্রমিকেরা একাধিকবার মহাসড়ক অবরোধ করেন। এদিকে কাজ না থাকায় সোমবার কারখানা লে-অফ করে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, গত নভেম্বর-ডিসেম্বরে তাদের বেতন-বোনাস ৭০ লাখ টাকা দেয়া হয়েছে। তা ছাড়া জানুয়ারির বেতন ও তারপর লে-অফের ক্ষতিপূরণ পাবেন শ্রমিকেরা।

ভালুকার কাঁঠালি এলাকায় ২০১৭ সালে কারখানাটি যাত্রা শুরু করে। এই কারখানায় কাজ করেন ১ হাজার ৩৭৬ শ্রমিক। এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

রাজধানীর তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান বলেন, ‘ভালুকার রোর ফ্যাশনের শ্রমিকেরা গত রোববার থেকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করছেন। সেখানে সার্বক্ষণিকভাবে পুলিশ রয়েছে। কারখানাটির মালিক পলাতক থাকায় শ্রমিকদের পাওনা দেয়ার বিষয়ে কোনো মিটিং এখন পর্যন্ত হয়নি। শুনেছি, সরকারের উচ্চপর্যায়ে সভা হওয়ার কথা রয়েছে।’

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানা বন্ধের প্রতিবাদে ও কালিয়াকৈর উপজেলায় কয়েকটি দাবি আদায়ের জন্য বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এ সময় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গত রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও একটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন তারা।

জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জের কারখানা বন্ধ করে দেয়া হয়। তার প্রতিবাদে গত রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সকাল পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর একটি দল গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন।

কারখানা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং ওভারটাইমের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায়। পরে কর্তৃপক্ষের গত ফেব্রুয়ারি মাসের বকেয়া আগামী ২৩ মার্চ পরিশোধের তারিখ নির্ধারণ করেন। কিন্তু শ্রমিকরা তখন তা মানতে রাজি না হওয়ায় পরে গত ১০ মার্চ দিনভর কর্মবিরতি পালন শেষে সন্ধ্যায় কারখানা ছেড়ে যান তারা।

পরদিন গত ১১ মার্চ (মঙ্গলবার) সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে আন্দোলন থেকে সরে গিয়ে গত রোববার পাওনা পরিশোধে কারখানা মালিকের সিদ্ধান্ত মেনে নেন শ্রমিকেরা।

শ্রমিকরা জানান, তারা বেতন পরিশোধের আগে কাজে যোগ দেবেন না। বেতন পরিশোধের নির্ধারিত তারিখে সোমবার কারখানায় গিয়ে প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকেরা। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

অপরদিকে, কালিয়াকৈরের একটি কারখানার শ্রমিকেরা ছুটির টাকা, টিফিনের টাকা ও ঈদের বোনাস বাড়ানোর দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করে আসছেন। কারখানাটিতে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করেন। সোমবার সকাল ৯টার দিকে কিছুসংখ্যক স্টাফ ও বহিরাগত লোকের হামলায় আন্দোলনরত শ্রমিকদের তিন-চারজন আহত হন। আহত রাজু (২৫) ও দীন ইসলামকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মেইন গেট ও ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, টঙ্গীর শ্রমিক বিক্ষোভ শ্রমিকদের দাবি আদায় করিয়ে দেয়া হবে-এমন আশ্বাস দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার সকাল ১১টা থেকে নগরীর সিইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন জে এম এস গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কের দুপাশে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ করছেন।

এর আগে, গত শনিবার দুপুরেও বকেয়া বেতনের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (আজ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে পরে তারা সড়ক ছেড়েছিলেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান জানান, ওই পোশাক কারখানাটি প্রায়ই দুই মাস ধরে বন্ধ আছে। মার্চ মাসে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। কারখানা বন্ধ করার পর ফেব্রুয়ারি ও মার্চের বেতন গত বৃহস্পতিবার (২০ মার্চ) পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু সেটা দেয়া হয়নি। গত শনিবারও ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। পরে মঙ্গলবার (আজ) বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে তারা সড়ক ছাড়েন।

পুলিস সুপার মো. সুলাইমান বলেন, ‘শ্রমিকরা আজই তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। আমরা তাদের মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছি, যেহেতু মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। কিন্তু সেটা তারা মানছেন না। আমরা মালিকপক্ষ ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তাদের পাওনা পরিশোধ করার জন্য চেষ্টা করা হচ্ছে।’

বিজয়নগরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দাবি আদায়ে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েই সোমবার বিকেলে কাকরাইল-পল্টন সড়কে বসে পড়েন বিক্ষোভরত শ্রমিকরা। এতে ওই সড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। এর আগে, সোমবার সকাল থেকেই বিজয়নগর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা। বিকেল পৌনে ৪টায় এক ঘণ্টার মধ্যে দাবি না মানলে সড়ক অবরোধের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই সড়কে বসে পড়েন।

আন্দোলনকারীরা টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারী। বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা, সার্ভিস বেনিফিট এবং নিহত রামপ্রসাদ সিংয়ের ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

শ্রমিকরা জানান, তারা সড়কে বিক্ষোভ করতে চাইলেও রমজানের কথা বিবেচনা করে শ্রম ভবনের সামনে অবস্থান নেন। তবে সমস্যার সমাধান না হওয়ায় সড়কে অবস্থান নিয়েছেন।

টিন এজ অ্যারেলের শ্রমিক-কর্মচারী ও শ্রমিক নেতা জহিরুল ইসলাম জহির বলেন, ‘গত ১৮ মার্চ আমাদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু এর আগেই মালিকপক্ষ গা ঢাকা দিয়েছেন। তাই ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো।’

স্টাইল ক্রাফটের শ্রমিক রেহানা বেগম বলেন, ‘সোমবার আমাদের আশ্বাস দিলেও আমাদের সহকর্মী রামপ্রসাদের মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই আমাদের বাধ্য হয়ে বিক্ষোভ করতে হচ্ছে।’

গত রোববার শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ সিং (৪০) নামে এক পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় শ্রম কর্মকর্তাদের অবরুদ্ধ রাখেন আন্দোলনকারীরা। রাত পৌনে ১০টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ ছেড়ে দেন তারা। সাত ঘণ্টা পর মুক্ত হন কর্মকর্তারা। এ নিয়ে সোমবার বেলা ১১টায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানা যায়।

back to top