alt

জাতীয়

নতুন এডিপি: উল্লেখযোগ্যহারে কমেছে শিক্ষা ও স্বাস্থ্যে, অগ্রাধিকার পরিবহন ও যোগাযোগে

অর্থনৈতিক বার্তা পরিবেশক : রোববার, ১৮ মে ২০২৫

পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার,(১৮ মে ২০২৫) এনইসির বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম

অর্থনীতিবিদরা বলছেন, এডিপি বাস্তবায়নযোগ্য করতে হলে ব্যয় কমাতে হবে, তবে কিন্তু সব খাতে কমানো ঠিক নয়

এবারের এডিপিতে প্রায় সব খাতে বরাদ্দ কমেছে। তবে উল্লেখযোগ্যহারে কমেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আর অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে এডিপি বাস্তবায়ন যেহেতু কম হয় সেহেতু বরাদ্দ কমানো উচিত। তবে সব খাতে কমানো ঠিক নয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম। প্রায় সব খাতেই বরাদ্দ কমছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতও।

বাজেট ব্যয়ের দুটি ভাগ থাকে। একটি উন্নয়ন ব্যয় বা এডিপি, অন্যটি অনুন্নয়ন ব্যয়। সার্বিকভাবে বাজেটে কোন খাত কতটা গুরুত্ব পেল, তা বোঝা যায় সামগ্রিক বরাদ্দ দেখে। তবে উন্নয়ন বরাদ্দ দেখে বোঝা যায়, উন্নয়নের ক্ষেত্রে কোন খাত গুরুত্ব পেল।

কমছে ৩৫ হাজার কোটি টাকা

এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ব্যাপক পরিমাণে কমানো হচ্ছে। এবার কমছে ৩৫ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে, আগামী এডিপির অর্থের মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প।

কোন খাতে কত বরাদ্দ

নতুন খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দের পরিমাণ ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।

অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা, স্বাস্থ্যে ১৮ হাজার ১৪৮ কোটি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৭২ কোটি, কৃষিতে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দ যাচ্ছে। প্রায় সব খাতেই চলতি এডিপিতে বরাদ্দ কমেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন। নতুন বাজেটে এডিপির আকারও চলতি অর্থবছরের মূল এডিপি থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। নতুন এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যহারে কমেছে

চলতি অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। পরে তা সংশোধন করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। এ বছর এডিপি বাস্তবায়ন কম হয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকা।

অর্থনীতিবিদেরা এডিপির আকার কমানোর পক্ষে। তারা বলছেন, বিগত সরকারের আমলে বড় বাজেট তৈরি করা হতো। কিন্তু বাস্তবায়নের হার হতো কম। যেমন ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮১ শতাংশের মতো।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সংবাদকে বলেন, ‘বাস্তবায়নযোগ্য করতে হলে ব্যয় কমাতে হবে। কিন্তু সব খাতে কমিয়ে দেব, এটা নীতি হতে পারে না। আমরা আশা করেছিলাম শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতে বরাদ্দ বাড়বে। কমবে পরিবহন, জ্বালানির মতো খাতে।’

তিনি মত দেন, কেন বরাদ্দ ব্যয় হয় না, সেটা নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহি নিশ্চিত করা উচিত। তার বদলে বরাদ্দ কমিয়ে দেয়া যৌক্তিক নয়। শিক্ষা-স্বাস্থ্যে সবচেয়ে বেশি জোর দিতে হবে।

বিশ্বব্যাংকের তথ্যানুসারে, পৃথিবীর যে ১০টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ খরচ করার প্রয়োজন হলে বাংলাদেশে উন্নয়ন ও পরিচালনা মিলিয়ে মাত্র ২ শতাংশ খরচ হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের খসড়া এডিপি অনুসারে, শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হচ্ছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২ হাজার ৯৭১ কোটি টাকা কম। শতকরা হারে এডিপির বরাদ্দ কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ।

অন্যদিকে স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থবছরের বরাদ্দ থাকছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা। চলতি এডিপিতে বরাদ্দ ২০ হাজার ৬৮২ কোটি টাকা। বরাদ্দ কমেছে সোয়া ১২ শতাংশ।

মিঠাপুকুরে জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নগদের সিইও জালিয়াতি করেছেন: গভর্নর

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি

আলাপে কয়েকজন রিকশাচালক: ‘দেশ চালাতে বি ক্লাস লোক লাগবে’

ছবি

‘হত্যাচেষ্টা’ মামলা: এবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার নুসরাত ফারিয়া

ছবি

সাত কলেজের প্রশাসক নিয়োগ, দপ্তর ঢাকা কলেজ

ছবি

সাম্য হত্যা: পৌনে দুই ঘণ্টা পর শাহবাগ ছাড়লো ছাত্রদল

শিক্ষা ক্যাডার: অধ্যাপকদের ৩য়, সহকারী অধ্যাপকদের ৫ম গ্রেড দেয়ার উদ্যোগ

ছবি

গাজায় হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী

ডিএসসিসির প্রশাসক পেলেন ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব

জুলাই অভ্যুত্থান: লুট হওয়া প্রায় চৌদ্দশ’ অস্ত্র ও আড়াই লাখ গোলাবারুদের এখনও হদিস নেই

ছবি

হাসিনার ভাসমান বিদ্যুৎকেন্দ্র মামলা সচলের উদ্যোগ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন, নয়তো আন্দোলন: বিএনপি

নির্বাচনের ‘পরিস্থিতি’ দেখছে না, জুলাই সনদে গণভোট চায় জামায়াত

বিদেশি নাগরিকত্বের অভিযোগের প্রমাণ চান নিরাপত্তা উপদেষ্টা খলিল

ছবি

স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা, প্রথম দিনই আটকে গেল বহু ট্রাক

কেন্দ্রীয় ব্যাংক: নগদের ওপর এখন নিয়ন্ত্রণ নেই, জালিয়াতির আশঙ্কা

পদ ছাড়ার পর নিজেকে একা পাবেন

যৌন হয়রানি: ‘সাময়িক ছুটিতে’ আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান

এনবিআর বিলুপ্তি নিয়ে যে উদ্বেগ জানালো টিআইবি

ক্যান্টনমেন্টসহ আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ

ছবি

বনের জমি দখলে বাধা, বন কর্মকর্তাসহ ৫ জন আহত

আ’লীগের যারা ‘জুলুম করেনি’ তারা বিএনপিতে যোগ দিতে পারবে: খসরু

ছবি

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

ছবি

পঁচাত্তর বছরে পদার্পণ সংবাদের, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আবারও বিক্ষোভের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

ছবি

গাজায় ইসরায়েলের নতুন অভিযান, প্রথম দিনেই নিহত দেড় শতাধিক

ছাত্রদল নেতা সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজন ৬ দিনের রিমান্ডে

নির্বাচনের জন্য যমুনা ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্য: সালাহউদ্দিন আহমেদ

সাত কলেজের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাসাবাড়িতে রান্নায় কত গ্যাস লাগে, পরীক্ষা করবে বুয়েট

পুশ-ইন বা পুশ-ব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি

নগর ভবনে তালা, উপদেষ্টা ‘অবাঞ্ছিত’

মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা: একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

ছবি

সাম্য হত্যা: তিন আসামির ৬ দিনের রিমান্ড

ছবি

প্রধান আসামির মৃত্যুদণ্ড, বাকিদের খালাসে ক্ষুব্ধ ধর্ষণের শিকার শিশুর মা

tab

জাতীয়

নতুন এডিপি: উল্লেখযোগ্যহারে কমেছে শিক্ষা ও স্বাস্থ্যে, অগ্রাধিকার পরিবহন ও যোগাযোগে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

রোববার, ১৮ মে ২০২৫

পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার,(১৮ মে ২০২৫) এনইসির বৈঠকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম

অর্থনীতিবিদরা বলছেন, এডিপি বাস্তবায়নযোগ্য করতে হলে ব্যয় কমাতে হবে, তবে কিন্তু সব খাতে কমানো ঠিক নয়

এবারের এডিপিতে প্রায় সব খাতে বরাদ্দ কমেছে। তবে উল্লেখযোগ্যহারে কমেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আর অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে এডিপি বাস্তবায়ন যেহেতু কম হয় সেহেতু বরাদ্দ কমানো উচিত। তবে সব খাতে কমানো ঠিক নয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি টাকা কম। প্রায় সব খাতেই বরাদ্দ কমছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতও।

বাজেট ব্যয়ের দুটি ভাগ থাকে। একটি উন্নয়ন ব্যয় বা এডিপি, অন্যটি অনুন্নয়ন ব্যয়। সার্বিকভাবে বাজেটে কোন খাত কতটা গুরুত্ব পেল, তা বোঝা যায় সামগ্রিক বরাদ্দ দেখে। তবে উন্নয়ন বরাদ্দ দেখে বোঝা যায়, উন্নয়নের ক্ষেত্রে কোন খাত গুরুত্ব পেল।

কমছে ৩৫ হাজার কোটি টাকা

এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ব্যাপক পরিমাণে কমানো হচ্ছে। এবার কমছে ৩৫ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার হচ্ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে, আগামী এডিপির অর্থের মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প।

কোন খাতে কত বরাদ্দ

নতুন খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দের পরিমাণ ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা।

অন্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা, স্বাস্থ্যে ১৮ হাজার ১৪৮ কোটি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৭২ কোটি, কৃষিতে ১০ হাজার ৭৯৫ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দ যাচ্ছে। প্রায় সব খাতেই চলতি এডিপিতে বরাদ্দ কমেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন। নতুন বাজেটে এডিপির আকারও চলতি অর্থবছরের মূল এডিপি থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। নতুন এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যহারে কমেছে

চলতি অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। পরে তা সংশোধন করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। এ বছর এডিপি বাস্তবায়ন কম হয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকা।

অর্থনীতিবিদেরা এডিপির আকার কমানোর পক্ষে। তারা বলছেন, বিগত সরকারের আমলে বড় বাজেট তৈরি করা হতো। কিন্তু বাস্তবায়নের হার হতো কম। যেমন ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮১ শতাংশের মতো।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সংবাদকে বলেন, ‘বাস্তবায়নযোগ্য করতে হলে ব্যয় কমাতে হবে। কিন্তু সব খাতে কমিয়ে দেব, এটা নীতি হতে পারে না। আমরা আশা করেছিলাম শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতে বরাদ্দ বাড়বে। কমবে পরিবহন, জ্বালানির মতো খাতে।’

তিনি মত দেন, কেন বরাদ্দ ব্যয় হয় না, সেটা নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহি নিশ্চিত করা উচিত। তার বদলে বরাদ্দ কমিয়ে দেয়া যৌক্তিক নয়। শিক্ষা-স্বাস্থ্যে সবচেয়ে বেশি জোর দিতে হবে।

বিশ্বব্যাংকের তথ্যানুসারে, পৃথিবীর যে ১০টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ খরচ করার প্রয়োজন হলে বাংলাদেশে উন্নয়ন ও পরিচালনা মিলিয়ে মাত্র ২ শতাংশ খরচ হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের খসড়া এডিপি অনুসারে, শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হচ্ছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২ হাজার ৯৭১ কোটি টাকা কম। শতকরা হারে এডিপির বরাদ্দ কমেছে প্রায় সাড়ে ৯ শতাংশ।

অন্যদিকে স্বাস্থ্য খাতের ৩৫টি প্রকল্পে আগামী অর্থবছরের বরাদ্দ থাকছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা। চলতি এডিপিতে বরাদ্দ ২০ হাজার ৬৮২ কোটি টাকা। বরাদ্দ কমেছে সোয়া ১২ শতাংশ।

back to top