ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রায় ২০ শতাংশ বাড়বে বলে বলছে আইএসপিএবি। এর ফলে দেশের ইন্টারনেট সেবায় ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি হবে বলে আশঙ্কা তাদের।
সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) রাজধানীর মহাখালীর রাওয়াক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এফটিএসপি নীতিমালার বিরোধিতা করে সংগঠনটি জানায়, খসড়া নীতিমালা অনুযায়ী এফটিএসপি অপারেটরদের ৫.৫ শতাংশ রাজস্ব শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ সময় দাবি করা হয়, এ নীতিমালার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া প্রায় ‘২৭০০ ছোট প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে পড়বে’। আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘সরকারের টেলিকম নীতি জনস্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সরকার বর্তমানে এ খাত থেকে ২১.৪৫ শতাংশ রাজস্ব আয় করছে। প্রস্তাবিত নীতিমালায় সরকারের রাজস্ব আয় বেড়ে ৪০.২৫ শতাংশ হবে। সে হিসাবে বর্তমানের ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম ৮৫০-৯০০ টাকা হতে পারে। এ দাম তৃণমূলপর্যায়ের গ্রাহকদের ওপর চাপ তৈরি করবে। ফলে শহর ও গ্রামীণ এলাকার মধ্যে ডিজিটাল বৈষম্য আরও বাড়বে।’
প্রস্তাবিত খসড়া নীতিমালায় মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটির স্পষ্ট অনুমোদন দেয়া হয়েছে, যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে অভিযোগ হাকিমের।
সরকার যদি শেষ পর্যন্ত এ নীতিমালা পরিবর্তন না করে, তাহলে আইএসপি প্রতিষ্ঠানগুলো ‘ডিজিটাল শাটডাউনের’ মতো কর্মসূচিতে যেতে পারে বলেও তিনি এ সময় আভাস দেন।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভুঁইয়াসহ সংগঠনের নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত খসড়া নীতিমালা বাস্তবায়ন হলে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রায় ২০ শতাংশ বাড়বে বলে বলছে আইএসপিএবি। এর ফলে দেশের ইন্টারনেট সেবায় ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি হবে বলে আশঙ্কা তাদের।
সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) রাজধানীর মহাখালীর রাওয়াক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এফটিএসপি নীতিমালার বিরোধিতা করে সংগঠনটি জানায়, খসড়া নীতিমালা অনুযায়ী এফটিএসপি অপারেটরদের ৫.৫ শতাংশ রাজস্ব শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ সময় দাবি করা হয়, এ নীতিমালার কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়া প্রায় ‘২৭০০ ছোট প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে পড়বে’। আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘সরকারের টেলিকম নীতি জনস্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সরকার বর্তমানে এ খাত থেকে ২১.৪৫ শতাংশ রাজস্ব আয় করছে। প্রস্তাবিত নীতিমালায় সরকারের রাজস্ব আয় বেড়ে ৪০.২৫ শতাংশ হবে। সে হিসাবে বর্তমানের ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজের দাম ৮৫০-৯০০ টাকা হতে পারে। এ দাম তৃণমূলপর্যায়ের গ্রাহকদের ওপর চাপ তৈরি করবে। ফলে শহর ও গ্রামীণ এলাকার মধ্যে ডিজিটাল বৈষম্য আরও বাড়বে।’
প্রস্তাবিত খসড়া নীতিমালায় মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটির স্পষ্ট অনুমোদন দেয়া হয়েছে, যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে বলে অভিযোগ হাকিমের।
সরকার যদি শেষ পর্যন্ত এ নীতিমালা পরিবর্তন না করে, তাহলে আইএসপি প্রতিষ্ঠানগুলো ‘ডিজিটাল শাটডাউনের’ মতো কর্মসূচিতে যেতে পারে বলেও তিনি এ সময় আভাস দেন।
সংবাদ সম্মেলনে আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভুঁইয়াসহ সংগঠনের নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।