চট্টগ্রামের রাউজানে বিএনপির আমৃত্যু চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে জলিলনগর বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে স্থানীয় চত্ব¡রে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ রাউজান আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ সময় তিনি বলেন, যে আদর্শ, যে কথাগুলো, যে নীতি বেগম জিয়া এই দেশ এবং জাতির সামনে তুলে ধরেছেন সেই নীতি সেই আদর্শ ভুলার মত নয়। স্থানীয় ব্যবসায়ী শাহা আলমের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা, সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, যুবদলনেতা সাবের সুলতান কাজল, ওমর ফারুক।