দেশের মানুষকে বিভক্ত করে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় একথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি, সারা দেশের মানুষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রিয়, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী।এটাকে এভাবে বিভাজিত করছে যে, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে- তারা দেশ প্রেমিক। এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। বাকি যারা নির্যাতিত হননি- তারা দেশপ্রেমিক নন; আর যারা পুরস্কৃত হয়েছেন- তারা দেশদ্রোহী।
দেশে যেকোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পুলিশ, প্রশাসন ও জুডিশিয়ারি- তারা যেসকল কাজ করছে তা মনে হচ্ছে বাধ্য হয়ে করছে। কাজেই দেশকে শুধু দুভাগে ভাগ করা হয়নি; এক ভাগকে আরেক ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। সংঘাতময় আবহাওয়ায় অর্ধেক লোক একপাশে, আরেকভাগ অপর পাশে। এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান, আপনি ধরে রাখেন। এটা ২-৪ দিন, ১০ দিন, একবছর। এটাতে দেশে কখনোই স্থিতিময় পরিবেশ আসবে না। যেকোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
দেশের মানুষকে বিভক্ত করে সংঘাতময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
আজ মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় একথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি, সারা দেশের মানুষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রিয়, আরেকটি ভাগকে বলা হচ্ছে দেশপ্রেমিক নয় বা দেশদ্রোহী।এটাকে এভাবে বিভাজিত করছে যে, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে- তারা দেশ প্রেমিক। এদের সংখ্যা কম নয়, অর্ধেকের কাছাকাছি হতে পারে। বাকি যারা নির্যাতিত হননি- তারা দেশপ্রেমিক নন; আর যারা পুরস্কৃত হয়েছেন- তারা দেশদ্রোহী।
দেশে যেকোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পুলিশ, প্রশাসন ও জুডিশিয়ারি- তারা যেসকল কাজ করছে তা মনে হচ্ছে বাধ্য হয়ে করছে। কাজেই দেশকে শুধু দুভাগে ভাগ করা হয়নি; এক ভাগকে আরেক ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। সংঘাতপূর্ণ আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। সংঘাতময় আবহাওয়ায় অর্ধেক লোক একপাশে, আরেকভাগ অপর পাশে। এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান, আপনি ধরে রাখেন। এটা ২-৪ দিন, ১০ দিন, একবছর। এটাতে দেশে কখনোই স্থিতিময় পরিবেশ আসবে না। যেকোনো সময় স্থিতিশীলতা ভেঙে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।