বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। তার সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট।”
১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে তার অবদান নতুন মাত্রা এনেছে, যা যুগে যুগে বাঙালির চেতনায় প্রেরণা যুগিয়েছে।
তারেক রহমান বলেন, “আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কবিগুরুর অবদান অনস্বীকার্য। তিনি একাধারে ঔপন্যাসিক, কবি, গীতিকার, সুরকার, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক। তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে আন্দোলিত করে।”
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা ভাষায় একমাত্র এই আন্তর্জাতিক স্বীকৃতি।
বিবৃতিতে তারেক রহমান আরও বলেন, “ধর্ম, রাজনীতি, সমাজচিন্তা ও বিশ্বভাবনায় রবীন্দ্রনাথের স্বাতন্ত্র্যবোধ বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। তার সৃষ্টি বাংলাভাষাভাষী মানুষের মনোজগতে গভীর প্রভাব ফেলেছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতিসত্তার বিকাশে কবির ভূমিকা চিরস্মরণীয়। তার জন্মবার্ষিকীর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। তার সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট।”
১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে তার অবদান নতুন মাত্রা এনেছে, যা যুগে যুগে বাঙালির চেতনায় প্রেরণা যুগিয়েছে।
তারেক রহমান বলেন, “আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কবিগুরুর অবদান অনস্বীকার্য। তিনি একাধারে ঔপন্যাসিক, কবি, গীতিকার, সুরকার, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক। তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে আন্দোলিত করে।”
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা ভাষায় একমাত্র এই আন্তর্জাতিক স্বীকৃতি।
বিবৃতিতে তারেক রহমান আরও বলেন, “ধর্ম, রাজনীতি, সমাজচিন্তা ও বিশ্বভাবনায় রবীন্দ্রনাথের স্বাতন্ত্র্যবোধ বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। তার সৃষ্টি বাংলাভাষাভাষী মানুষের মনোজগতে গভীর প্রভাব ফেলেছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতিসত্তার বিকাশে কবির ভূমিকা চিরস্মরণীয়। তার জন্মবার্ষিকীর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”