বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, দেশের আলেমরা শুধুমাত্র মসজিদ নয়, জাতিরও নেতৃত্ব দেবেন।
শনিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “জাতি সংকটে আলেমরা বা শিক্ষিত ব্যক্তিরা পথ দেখান। তারা হবেন জাতির রাহবার। কোরআন ও সুন্নাহর আলোকে আলেমরা পথ দেখালে দেশ উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। ধর্মের নামে বিভাজন আমরা চাই না। দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দুর্বৃত্তায়ন দূর হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।”
জামায়াতের আমির শিক্ষিত সমাজের কিছু অংশের ক্ষতিকর কার্যক্রমের প্রসঙ্গ তুলে বলেন, “শিক্ষিত সমাজের কিছু অংশ যে ক্ষতি জাতির করে, কোটি কোটি সাধারণ মানুষ মিলেও তা করতে পারবে না। তাই আলেমদের দায়িত্ব আছে জাতিকে জাগ্রত ও সতর্ক রাখার।”
সভায় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের সভাপতিত্বে দলের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য দেন।
---
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, দেশের আলেমরা শুধুমাত্র মসজিদ নয়, জাতিরও নেতৃত্ব দেবেন।
শনিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “জাতি সংকটে আলেমরা বা শিক্ষিত ব্যক্তিরা পথ দেখান। তারা হবেন জাতির রাহবার। কোরআন ও সুন্নাহর আলোকে আলেমরা পথ দেখালে দেশ উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। ধর্মের নামে বিভাজন আমরা চাই না। দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দুর্বৃত্তায়ন দূর হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।”
জামায়াতের আমির শিক্ষিত সমাজের কিছু অংশের ক্ষতিকর কার্যক্রমের প্রসঙ্গ তুলে বলেন, “শিক্ষিত সমাজের কিছু অংশ যে ক্ষতি জাতির করে, কোটি কোটি সাধারণ মানুষ মিলেও তা করতে পারবে না। তাই আলেমদের দায়িত্ব আছে জাতিকে জাগ্রত ও সতর্ক রাখার।”
সভায় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের সভাপতিত্বে দলের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য দেন।
---