প্রায় অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো জুলাই জাতীয় সনদে সই করার পরও রাজপথে কর্মসূচি দিয়েছে কেন—সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতসহ সমমনা দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। সনদে যেসব সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছে, সনদে সইয়ের মধ্য দিয়ে সেসব সংস্কার প্রস্তাবের ব্যাপারে সম্মতি জানানো হয়েছে। তবে এখনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়নি এবং এ সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের কাজও বাকি। জুলাই সনদে বাস্তবায়ন আদেশ ও গণভোটের তারিখ উল্লেখ না থাকায় সনদে সইয়ের পরও মাঠের কর্মসূচি দিয়েছে সমমনা দলগুলো।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গোলাম পরওয়ার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর ভিত্তিতে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন করে জামায়াত ও সমমনা সাতটি রাজনৈতিক দল।
এর আগে প্রায় একই দাবিতে জামায়াতসহ সাতটি দল সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা কর্মসূচি পালন করে। এই দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কেউ কেউ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, তবে এতে অনেক জটিলতা তৈরি হবে। একই দিনে দুটি ভোট হলে একজন ভোটারকে স্বল্প সময়ে জাতীয় নির্বাচনের প্রতীকে ভোট দিতে হবে, আবার গণভোটের হ্যাঁ–না ভোটও দিতে হবে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সবার ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে। অনেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগও হারাতে পারেন।
বিএনপি আগামী ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের দাবি জানালেও জামায়াত তার বিরোধিতা করে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি তুলেছে। নিজেদের যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচনের কোনো ভোটকেন্দ্রে ছোটখাটো দুর্ঘটনা, হানাহানি বা মারামারির ফলে ভোট বন্ধের ঘটনা ঘটলে গণভোটের কেন্দ্রের কী দশা হবে, সেটি এখনো স্পষ্ট নয়। তাই একই দিনে দুটি ভোট হলে জাতি ধূম্রজালের মধ্যে পড়বে।”
সংবাদ সম্মেলন থেকে ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল। এরপর গণফোরামও আজ সনদে সই করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল এখনো সনদে স্বাক্ষর করেনি।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫
প্রায় অভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো জুলাই জাতীয় সনদে সই করার পরও রাজপথে কর্মসূচি দিয়েছে কেন—সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতসহ সমমনা দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। সনদে যেসব সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছে, সনদে সইয়ের মধ্য দিয়ে সেসব সংস্কার প্রস্তাবের ব্যাপারে সম্মতি জানানো হয়েছে। তবে এখনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়নি এবং এ সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের কাজও বাকি। জুলাই সনদে বাস্তবায়ন আদেশ ও গণভোটের তারিখ উল্লেখ না থাকায় সনদে সইয়ের পরও মাঠের কর্মসূচি দিয়েছে সমমনা দলগুলো।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গোলাম পরওয়ার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর ভিত্তিতে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন করে জামায়াত ও সমমনা সাতটি রাজনৈতিক দল।
এর আগে প্রায় একই দাবিতে জামায়াতসহ সাতটি দল সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা কর্মসূচি পালন করে। এই দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কেউ কেউ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, তবে এতে অনেক জটিলতা তৈরি হবে। একই দিনে দুটি ভোট হলে একজন ভোটারকে স্বল্প সময়ে জাতীয় নির্বাচনের প্রতীকে ভোট দিতে হবে, আবার গণভোটের হ্যাঁ–না ভোটও দিতে হবে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সবার ভোট গ্রহণ সম্ভব নাও হতে পারে। অনেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগও হারাতে পারেন।
বিএনপি আগামী ফেব্রুয়ারিতে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের দাবি জানালেও জামায়াত তার বিরোধিতা করে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি তুলেছে। নিজেদের যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচনের কোনো ভোটকেন্দ্রে ছোটখাটো দুর্ঘটনা, হানাহানি বা মারামারির ফলে ভোট বন্ধের ঘটনা ঘটলে গণভোটের কেন্দ্রের কী দশা হবে, সেটি এখনো স্পষ্ট নয়। তাই একই দিনে দুটি ভোট হলে জাতি ধূম্রজালের মধ্যে পড়বে।”
সংবাদ সম্মেলন থেকে ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে এবং ২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল। এরপর গণফোরামও আজ সনদে সই করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল এখনো সনদে স্বাক্ষর করেনি।