বিএসপিএ’র নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি ও বাফুফে সভাপতি সহ ক্রীড়া লেখক সমিতির কর্মকর্তারা
বাংলাদেশ ক্রিকেট এখন পুরোটাই মিরপুর কেন্দ্রিক। দুই দশক আগেও বাংলাদেশের ক্রিকেট ছিল জাতীয় স্টেডিয়ামে। বিসিবির অফিসও ছিল পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। বিসিবির সেই পুরনো অফিস এখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) নতুন কার্যালয়। সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) সমিতির নতুন অফিস উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যখন ক্রিকেট খেলতাম তখন ক্রীড়া লেখক সমিতির অফিস পেরিয়ে বিসিবি যেতাম। এখানে আমাদের ক্রিকেটের অনেক স্মৃতি। এই অফিস এখন আপনাদের হলেও আমাদের মাঝে মধ্যে ডাকবেন, নস্টালজিক হতে চাই। আপনাদের নতুন পথযাত্রা শুভকামনা।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করায়। আমরা আশা করি ক্রীড়া লেখক সমিতির মাধ্যমে একদিন ক্রীড়া জাদুঘরও হবে। বাফুফে ক্রীড়া সাংবাদিকদের পাশে রয়েছে।’
দেশের সব ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মতো ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের অফিসও জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ দেয়া। ২০২৪ সালের শেষের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পুরনো অফিসকে বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় হিসেবে অনুমোদন দেয়। বিসিবির পুরনো অফিস ছিল জরাজীর্ণ। সেটা ক্রীড়া লেখক সমিতির আধুনিক অফিসে রুপান্তর করতে সহায়তা করেছে রেডিয়্যান্ট গ্রুপ।
বাফুফে সহ-সভাপতি ও রেডিয়্যান্ট গ্রুপের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়ার বড় অংশ। ক্রীড়া সাংবাদিক সংগঠনের এমন কর্মকা-ের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, ‘ক্রীড়া লেখক সমিতি সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য ফুটবল, ক্রিকেটের জন্য এএফসি, আইসিসির অধীনে কর্মশালা আয়োজন করবে। সাংবাদিকতা অনেক অনিশ্চয়তা পেশা। এজন্য আমরা বড় অঙ্কের কল্যাণ তহবিল করার চেষ্টা করছি। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। প্রথম কার্যনির্বাহী কমিটির ৯ সদস্যের একজন ইকরামউজ্জামান বলেন, ‘আমরা সবাই সংস্কার, সংস্কার করছি কিন্তু ক্রীড়া লেখক সমিতি প্রকৃত সংস্কার করছে। সমিতি ধীরে ধীরে অনেক উঁচু পর্যায়ে নিয়েছি। আজকের অবস্থানের জন্য আমরা সবাই গর্বিত।’ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিকেও বিশেষ সম্মাননা জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে।
ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন। ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতারা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানায়।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বিএসপিএ’র নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি ও বাফুফে সভাপতি সহ ক্রীড়া লেখক সমিতির কর্মকর্তারা
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট এখন পুরোটাই মিরপুর কেন্দ্রিক। দুই দশক আগেও বাংলাদেশের ক্রিকেট ছিল জাতীয় স্টেডিয়ামে। বিসিবির অফিসও ছিল পল্টনস্থ জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। বিসিবির সেই পুরনো অফিস এখন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) নতুন কার্যালয়। সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) সমিতির নতুন অফিস উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যখন ক্রিকেট খেলতাম তখন ক্রীড়া লেখক সমিতির অফিস পেরিয়ে বিসিবি যেতাম। এখানে আমাদের ক্রিকেটের অনেক স্মৃতি। এই অফিস এখন আপনাদের হলেও আমাদের মাঝে মধ্যে ডাকবেন, নস্টালজিক হতে চাই। আপনাদের নতুন পথযাত্রা শুভকামনা।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করায়। আমরা আশা করি ক্রীড়া লেখক সমিতির মাধ্যমে একদিন ক্রীড়া জাদুঘরও হবে। বাফুফে ক্রীড়া সাংবাদিকদের পাশে রয়েছে।’
দেশের সব ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের মতো ক্রীড়া সাংবাদিকদের সংগঠনের অফিসও জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দ দেয়া। ২০২৪ সালের শেষের দিকে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পুরনো অফিসকে বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় হিসেবে অনুমোদন দেয়। বিসিবির পুরনো অফিস ছিল জরাজীর্ণ। সেটা ক্রীড়া লেখক সমিতির আধুনিক অফিসে রুপান্তর করতে সহায়তা করেছে রেডিয়্যান্ট গ্রুপ।
বাফুফে সহ-সভাপতি ও রেডিয়্যান্ট গ্রুপের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়ার বড় অংশ। ক্রীড়া সাংবাদিক সংগঠনের এমন কর্মকা-ের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন, ‘ক্রীড়া লেখক সমিতি সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য ফুটবল, ক্রিকেটের জন্য এএফসি, আইসিসির অধীনে কর্মশালা আয়োজন করবে। সাংবাদিকতা অনেক অনিশ্চয়তা পেশা। এজন্য আমরা বড় অঙ্কের কল্যাণ তহবিল করার চেষ্টা করছি। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। প্রথম কার্যনির্বাহী কমিটির ৯ সদস্যের একজন ইকরামউজ্জামান বলেন, ‘আমরা সবাই সংস্কার, সংস্কার করছি কিন্তু ক্রীড়া লেখক সমিতি প্রকৃত সংস্কার করছে। সমিতি ধীরে ধীরে অনেক উঁচু পর্যায়ে নিয়েছি। আজকের অবস্থানের জন্য আমরা সবাই গর্বিত।’ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিকেও বিশেষ সম্মাননা জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে।
ক্রীড়া লেখক ও সাংবাদিকদের তিনটি সংগঠন। ক্রীড়া লেখক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতারা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানায়।