ফেড কাপ টিটিতে প্রথমবারের মতো নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন খৈ খৈ মারমা ও মুনতাহাসিন আহমেদ হৃদয়।
সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) ফাইনালে খৈ খৈ হারিয়েছেন একাধিকবার নারী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়া সোনাম সুলতানা সোমাকে। ৩-২ গেমে সোমাকে হারিয়ে শিরোপা জেতেন খৈ খৈ। প্রথম গেমে ১১-৪ পয়েন্টে জেতেন খৈ খৈ। পরের গেমে ১১-৯ পয়েন্টে সমতা আনেন সোমা। তৃতীয় সেট আবার ১১-৪ পয়েন্টে জিতে লিড নেন খৈ খৈ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ সেট ১১-৯ পয়েন্টে জিতে আবার সমতা আনেন সোমা। পঞ্চম ও শেষ সেটে সোমা প্রথমে লিড নিলেও পরবর্তীতে খৈ খৈ এগিয়ে যান। শেষ পর্যন্ত ১১-৭ পয়েন্টে জিতে প্রথমবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হন।
ফাইনালের আগে খৈ খৈ সেমিফাইনালে হারিয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন মৌকে। সোমা ও মৌ দুই জন জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট/লীগে একাধিকবারের চ্যাম্পিয়ন। গত বছর লীগে খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছিলেন এবার ফেডারেশন কাপে হলেন।
দলগত চ্যাম্পিয়ন
সেনাবাহিনী, আনসার
ফেডারেশন কাপ টেবিল টেনিসের পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার দল।
সেনাবাহিনী দল সরাসারি ৩-০ গেমে আনসারকে পরাজিত করেছে। সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের কাছে।
টেবিল টেনিসের দলগত খেলায় আনসার এবং সেনাবাহিনীর এই দ্বৈরথ প্রায় এক দশকের। ১৯৮৫ সাল থেকে আনসার এবং ২০১৪ সাল থেকে সেনাবাহিনী টেবিল টেনিসের জাতীয় আসরগুলোতে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
সেনাবাহিনী পুরুষ দলের খেলায় রামহিম ১১-৭, ১১-৭, ১১-৬ পয়েন্টে ৩-০ সেটে আনসারের জাভেদকে, মুহতাসিন আহমেদ হৃদয় ১১-৮, ১১-৪, ১১-১৩ এবং ১১-৭ পয়েন্টে ৩-১ সেটে সজীবকে এবং ইমন ১১-৬, ৭-১১, ১১-৭, ১১-৯ পয়েন্টে ৩-১ সেটে অন্তু হোসেন জয়কে পরাজিত করে শিরোপা জয় করেন।
মহিলাদের দলগত খেলায় আনসারের সাদিয়া মৌ ৩-১ সেটে খই খই সাই মারমা এবং সোমা ঐশীকে ৩-০ সেটে পরাজিত করে শুরুতে এগিয়ে যায়। ৩য় সেটে সেনাবাহিনীর রেশমী ৩-২ সেটে সিগমাকে পরাজিত করে খেলায় ফিরে আসে। ৪র্থ গেমে সেনাবাহিনীর খই খই আনসারের সোমাকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করলে ম্যাচ গড়ায় ডিসাইডিং সেটে। ৫ম সেটে মৌ সেনাবাহিনীর ঐশী রহমানকে ৩-১ সেটে পরাজিত করে আনসারের জয় নিশ্চিত করেন।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
ফেড কাপ টিটিতে প্রথমবারের মতো নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন খৈ খৈ মারমা ও মুনতাহাসিন আহমেদ হৃদয়।
সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) ফাইনালে খৈ খৈ হারিয়েছেন একাধিকবার নারী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়া সোনাম সুলতানা সোমাকে। ৩-২ গেমে সোমাকে হারিয়ে শিরোপা জেতেন খৈ খৈ। প্রথম গেমে ১১-৪ পয়েন্টে জেতেন খৈ খৈ। পরের গেমে ১১-৯ পয়েন্টে সমতা আনেন সোমা। তৃতীয় সেট আবার ১১-৪ পয়েন্টে জিতে লিড নেন খৈ খৈ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ সেট ১১-৯ পয়েন্টে জিতে আবার সমতা আনেন সোমা। পঞ্চম ও শেষ সেটে সোমা প্রথমে লিড নিলেও পরবর্তীতে খৈ খৈ এগিয়ে যান। শেষ পর্যন্ত ১১-৭ পয়েন্টে জিতে প্রথমবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হন।
ফাইনালের আগে খৈ খৈ সেমিফাইনালে হারিয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন মৌকে। সোমা ও মৌ দুই জন জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট/লীগে একাধিকবারের চ্যাম্পিয়ন। গত বছর লীগে খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছিলেন এবার ফেডারেশন কাপে হলেন।
দলগত চ্যাম্পিয়ন
সেনাবাহিনী, আনসার
ফেডারেশন কাপ টেবিল টেনিসের পুরুষদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন আনসার দল।
সেনাবাহিনী দল সরাসারি ৩-০ গেমে আনসারকে পরাজিত করেছে। সেনাবাহিনীর মেয়েরা ২-৩ সেটে পরাজিত হয় শক্তিশালী আনসার মহিলা টেবিল টেনিস দলের কাছে।
টেবিল টেনিসের দলগত খেলায় আনসার এবং সেনাবাহিনীর এই দ্বৈরথ প্রায় এক দশকের। ১৯৮৫ সাল থেকে আনসার এবং ২০১৪ সাল থেকে সেনাবাহিনী টেবিল টেনিসের জাতীয় আসরগুলোতে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে আসছে।
সেনাবাহিনী পুরুষ দলের খেলায় রামহিম ১১-৭, ১১-৭, ১১-৬ পয়েন্টে ৩-০ সেটে আনসারের জাভেদকে, মুহতাসিন আহমেদ হৃদয় ১১-৮, ১১-৪, ১১-১৩ এবং ১১-৭ পয়েন্টে ৩-১ সেটে সজীবকে এবং ইমন ১১-৬, ৭-১১, ১১-৭, ১১-৯ পয়েন্টে ৩-১ সেটে অন্তু হোসেন জয়কে পরাজিত করে শিরোপা জয় করেন।
মহিলাদের দলগত খেলায় আনসারের সাদিয়া মৌ ৩-১ সেটে খই খই সাই মারমা এবং সোমা ঐশীকে ৩-০ সেটে পরাজিত করে শুরুতে এগিয়ে যায়। ৩য় সেটে সেনাবাহিনীর রেশমী ৩-২ সেটে সিগমাকে পরাজিত করে খেলায় ফিরে আসে। ৪র্থ গেমে সেনাবাহিনীর খই খই আনসারের সোমাকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করলে ম্যাচ গড়ায় ডিসাইডিং সেটে। ৫ম সেটে মৌ সেনাবাহিনীর ঐশী রহমানকে ৩-১ সেটে পরাজিত করে আনসারের জয় নিশ্চিত করেন।