জাতীয় ক্রিকেট লীগ
৯৩ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম
জাতীয় ক্রিকেট লিগে(এনসিএল)এর ২৭তম আসরে প্রথম জয়ের পেয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে খুলনাকে। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৬৮ রান করেছিল খুলনা। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ৭৯ রানে পিছিয়ে ছিল খুলনা।
তৃতীয় দিন সব উইকেট হারিয়ে ২৫৫ রানে গুটিয়ে যায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া এনামুল হক ৩৪ এবং অমিত মজুমদার-জিয়াউর রহমান ও ইয়াসিন মুনতাসির ৩২ রান করে করেন। খুলনার পক্ষে নাহিদ রানা ও আলি মোহাম্মদ ওয়ালিদ ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১০৯ রানের টার্গেট ওপেনার হাবিবুর সোহানের হাফ-সেঞ্চুরিতেই স্পর্শ করে রাজশাহী। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৬২ রান করেন সোহান। এছাড়া সাব্বির হোসেন ২৫ ও সাব্বির রহমান অপরাজিত ১২ রান করেন।
২ ম্যাচে ১টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী। ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেল খুলনা।
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ করলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত আছেন মুশি। ফলে দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলেছে সিলেট। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ৫০ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১০ রান করে ঢাকা বিভাগ।
সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৩ রান করেছিল সিলেট।
তৃতীয় দিন দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ৫টি চারে ৪৩ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক জাকির হাসান।
প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় সিলেট। এতে ১১৮ রানের মধ্যে পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। সৈকত আলি ২৭, অমিত হাসান ৩, মিজানুর রহমান সায়েম ১২ ও আসাদুল্লাহ গালিব ১৩ রান করেন।
পঞ্চম উইকেটে ঢাকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক ও শাহানুর রহমান। শতরানের জুটি গড়েন তারা। জুটিতে ৮৮ বলে ৩০ রান যোগ করে পেসার রিপন মন্ডলের শিকার হন শাহানুর। এরপর তোফায়েল আহমেদের ৩৪ বলে ২৭ রানে আড়াইশ পার করে সিলেট।
হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির আশা জাগান জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। দিন শেষে ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। ১৭০ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন মুশি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির জন্য কাল মাঠে নামবেন জাতীয় দলের হয়ে ৯৮ টেস্ট খেলা মুশফিক।
ঢাকা বিভাগের রিপন-নাজমুল ও এনামুল ২টি করে উইকেট নন।
চট্টগ্রাম-বরিশাল ম্যাচে
খেলা হলো ১৫ ওভার
বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে।
কক্সবাজার স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            জাতীয় ক্রিকেট লীগ
৯৩ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
জাতীয় ক্রিকেট লিগে(এনসিএল)এর ২৭তম আসরে প্রথম জয়ের পেয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সোমবার,(০৩ নভেম্বর ২০২৫) রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে খুলনাকে। শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৬৮ রান করেছিল খুলনা। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ৭৯ রানে পিছিয়ে ছিল খুলনা।
তৃতীয় দিন সব উইকেট হারিয়ে ২৫৫ রানে গুটিয়ে যায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া এনামুল হক ৩৪ এবং অমিত মজুমদার-জিয়াউর রহমান ও ইয়াসিন মুনতাসির ৩২ রান করে করেন। খুলনার পক্ষে নাহিদ রানা ও আলি মোহাম্মদ ওয়ালিদ ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১০৯ রানের টার্গেট ওপেনার হাবিবুর সোহানের হাফ-সেঞ্চুরিতেই স্পর্শ করে রাজশাহী। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৬২ রান করেন সোহান। এছাড়া সাব্বির হোসেন ২৫ ও সাব্বির রহমান অপরাজিত ১২ রান করেন।
২ ম্যাচে ১টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী। ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেল খুলনা।
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ করলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত আছেন মুশি। ফলে দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলেছে সিলেট। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ৫০ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১০ রান করে ঢাকা বিভাগ।
সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৩ রান করেছিল সিলেট।
তৃতীয় দিন দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ৫টি চারে ৪৩ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক জাকির হাসান।
প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় সিলেট। এতে ১১৮ রানের মধ্যে পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। সৈকত আলি ২৭, অমিত হাসান ৩, মিজানুর রহমান সায়েম ১২ ও আসাদুল্লাহ গালিব ১৩ রান করেন।
পঞ্চম উইকেটে ঢাকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক ও শাহানুর রহমান। শতরানের জুটি গড়েন তারা। জুটিতে ৮৮ বলে ৩০ রান যোগ করে পেসার রিপন মন্ডলের শিকার হন শাহানুর। এরপর তোফায়েল আহমেদের ৩৪ বলে ২৭ রানে আড়াইশ পার করে সিলেট।
হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির আশা জাগান জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। দিন শেষে ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। ১৭০ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন মুশি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির জন্য কাল মাঠে নামবেন জাতীয় দলের হয়ে ৯৮ টেস্ট খেলা মুশফিক।
ঢাকা বিভাগের রিপন-নাজমুল ও এনামুল ২টি করে উইকেট নন।
চট্টগ্রাম-বরিশাল ম্যাচে
খেলা হলো ১৫ ওভার
বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে।
কক্সবাজার স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।