চ্যাম্পিয়ন্স লীগ
ইয়ামালের শটে পরাস্ত ডর্টমুন্ডের গোল রক্ষক
চ্যাম্পিয়ন্স লীগের ব্রুজ ও বার্সেলোনার রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়। আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লীগের শীর্ষ আটে অবস্থান নেয় ম্যানচেস্টার সিটি।
গতকাল বুধবার রাতে শুরুতেই এগিয়ে যায় ব্রুজ, তরেসের গোলে একটু পরেই সমতা ফেরায় বার্সেলোনা। সপ্তদশ মিনিটে আবার গোল হজমের পর লম্বা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইয়ামালের চমৎকার কারিকুরিতে সমতা ফেরায় তারা। দুই মিনিট বাদে ফের পিছিয়ে পড়ার পর, প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সেলোনা!
বার্সেলোনার একটি শট লাগে পোস্টে, দুটি ক্রসবারে। ভিএআর মনিটরে দেখে ব্রুজের একটি পেনাল্টি ও গোল বাতিল করেন রেফারি। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় বার্সেলোনা, এর কেবল ৬টি থাকে লক্ষ্যে। অন্যদিকে ব্রুজের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে। ঘরের মাঠে প্রথম সুযোগেই এগিয়ে যায় ব্রুজ। ষষ্ঠ মিনিটে নিকোলো ট্রেসোল্ডি খুঁজে নেন জাল। এক মিনিট পর প্রায় একইভাবে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা। গোল দাতা ফেররান তরেস।
১৭ মিনিট পর ফের এগিয়ে যায় ব্রুজ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত ফোর্বস। ৬০ মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল। তিন মিনিট পর ব্রুজকে ফের এগিয়ে দেন ফোর্বস। ৭০ মিনিটে ব্রুজকে পেনাল্টি দিলেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। ৭৭ মিনিটে সৌভাগ্যের গোলে তৃতীয়বারের মতো সমতা ফেরায় বার্সেলোনা। ইয়ামালের বলে মাথা ছুঁয়ে দেন খ্রিস্তোস জোলিস। একটু উঁচুতে উঠে ৬ দিক পাল্টে বল চলে যায় জালে!
যোগ করা সময়ের প্রথম মিনিটে বল জালে পাঠান রোমিও ভেরমন্ট। তবে ভিএআর দেখে ফাউল দেন রেফারি। বাকি সময় বল পায়ে রেখে কোনোমতে কাটিয়ে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রুজ। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ।
ডর্টমুন্ডকে হারালো ম্যানচেস্টার সিটি
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতে আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। আর প্রথম হারের তেতো স্বাদ পেল ডর্টমুন্ড। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি।
দারুণ সব গোছানো আক্রমণে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে সিটি। প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ম্যাচের ২২ ও ৫৭ মিনিটে ফোডেন, ২৯ মিনিটে হালান্ড এবং ৯১ মিনিটে চেরকি সিটির হয়ে চার গোল করেন। তিন গেলে পিছিয়ে থেকে ব্যবধান কমান ডর্টমুন্ডের আনটন।
এবারের চ্যাম্পিয়ন্স লীগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হলান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।
অন্যদিকে প্রথম তিন রাউন্ডের প্রতিটিতেই চারটি করে গোল করেছিল ডর্টমুন্ড। এবার তাদের হলো উল্টো অভিজ্ঞতা, চার গোল হজম করে বাড়ি ফিরলো দলটি। ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
চ্যাম্পিয়ন্স লীগ
ইয়ামালের শটে পরাস্ত ডর্টমুন্ডের গোল রক্ষক
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
চ্যাম্পিয়ন্স লীগের ব্রুজ ও বার্সেলোনার রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়। আরেক ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লীগের শীর্ষ আটে অবস্থান নেয় ম্যানচেস্টার সিটি।
গতকাল বুধবার রাতে শুরুতেই এগিয়ে যায় ব্রুজ, তরেসের গোলে একটু পরেই সমতা ফেরায় বার্সেলোনা। সপ্তদশ মিনিটে আবার গোল হজমের পর লম্বা সময় পিছিয়ে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইয়ামালের চমৎকার কারিকুরিতে সমতা ফেরায় তারা। দুই মিনিট বাদে ফের পিছিয়ে পড়ার পর, প্রতিপক্ষের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সেলোনা!
বার্সেলোনার একটি শট লাগে পোস্টে, দুটি ক্রসবারে। ভিএআর মনিটরে দেখে ব্রুজের একটি পেনাল্টি ও গোল বাতিল করেন রেফারি। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নেয় বার্সেলোনা, এর কেবল ৬টি থাকে লক্ষ্যে। অন্যদিকে ব্রুজের ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে। ঘরের মাঠে প্রথম সুযোগেই এগিয়ে যায় ব্রুজ। ষষ্ঠ মিনিটে নিকোলো ট্রেসোল্ডি খুঁজে নেন জাল। এক মিনিট পর প্রায় একইভাবে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা। গোল দাতা ফেররান তরেস।
১৭ মিনিট পর ফের এগিয়ে যায় ব্রুজ। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত ফোর্বস। ৬০ মিনিটে দুর্দান্ত গোলে সমতা ফেরান ইয়ামাল। তিন মিনিট পর ব্রুজকে ফের এগিয়ে দেন ফোর্বস। ৭০ মিনিটে ব্রুজকে পেনাল্টি দিলেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। ৭৭ মিনিটে সৌভাগ্যের গোলে তৃতীয়বারের মতো সমতা ফেরায় বার্সেলোনা। ইয়ামালের বলে মাথা ছুঁয়ে দেন খ্রিস্তোস জোলিস। একটু উঁচুতে উঠে ৬ দিক পাল্টে বল চলে যায় জালে!
যোগ করা সময়ের প্রথম মিনিটে বল জালে পাঠান রোমিও ভেরমন্ট। তবে ভিএআর দেখে ফাউল দেন রেফারি। বাকি সময় বল পায়ে রেখে কোনোমতে কাটিয়ে দিয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রুজ। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ।
ডর্টমুন্ডকে হারালো ম্যানচেস্টার সিটি
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতে আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। আর প্রথম হারের তেতো স্বাদ পেল ডর্টমুন্ড। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি।
দারুণ সব গোছানো আক্রমণে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে সিটি। প্রথম আধা ঘণ্টার মধ্যেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ম্যাচের ২২ ও ৫৭ মিনিটে ফোডেন, ২৯ মিনিটে হালান্ড এবং ৯১ মিনিটে চেরকি সিটির হয়ে চার গোল করেন। তিন গেলে পিছিয়ে থেকে ব্যবধান কমান ডর্টমুন্ডের আনটন।
এবারের চ্যাম্পিয়ন্স লীগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হলান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।
অন্যদিকে প্রথম তিন রাউন্ডের প্রতিটিতেই চারটি করে গোল করেছিল ডর্টমুন্ড। এবার তাদের হলো উল্টো অভিজ্ঞতা, চার গোল হজম করে বাড়ি ফিরলো দলটি। ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।