আকসার প্যাটেলের উইকেট উদযাপন
চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) ক্যারারা ওভালে ১৬৭ রানের পুঁজি গড়ে স্বাগকিদের ১১৯ রানে গুটিয়ে দিয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে এই ম্যাচের চেয়ে কম পুঁজি নিয়ে কোনো দলের জয়ের নজির আছে একটি এবং সেটিও ভারতের। ২০২০ সালে ক্যানবেরায় ১৬১ রানের সংগ্রহ গড়ে ১১ রানে জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
দুই দলের ব্যাটিংয়েই ধস নামে ইনিংসের পরের দিকে। ভারতের যেমন ১৪ ওভারে রান ছিল ২ উইকেটে ১২১। শেষ ছয় ওভারে ৬ উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৪৬।
রান তাড়ায় ১৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৮। সেখান থেকে আর ২১ রান যোগ করে অলআউট হয়ে যায় তারা ১০ বল বাকি থাকতেই।
ভারতের হয়ে ছয় জন বোলিং করে প্রত্যেকেই পান অন্তত একটি করে উইকেট। ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
ম্যাচসেরা অবশ্য তিনি নন। ব্যাটিংয়ে ১১ বলে অপরাজিত ২১ রান করার পর চার ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে পুরস্কারটি পান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল। ব্যাটিংয়ে ভারতের শুভমান গিলের ৩৯ বলে ৪৬ গোটা ম্যাচেই সর্বোচ্চ ইনিংস।
শেষের মতো ম্যাচের শুরুটাও নড়বড়ে ছিল অস্ট্রেলিয়ার। ম্যাচের দ্বিতীয় বলে আভিষেক শর্মার ক্যাচ ফেলেন বার্টলেট। পাওয়ার প্লেতে ভারত করে বিনা উইকেটে ৪৯ রান। পরের ওভারে জ্যাম্পাকে ছক্কার পর ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক (২১ বলে ২৮)। বেশিদূর যেতে পারেননি দুবে (১৮ বলে ২২)। ১৩-১৪তম জাম্পা ও স্টয়নিসের ওভার মিলিয়ে আসে মোট ৩১ রান। কিন্তু ১৫-১৭, এই তিন ওভারে মাত্র ১৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। পরপর দুই ওভারের প্রথম বলে আউট হন গিল (৪৬) ও সুরিয়াকুমার (২০)। জাম্পার একই ওভারে ফেরেন তিলাক ভার্মা ও জিতেশ শার্মা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ ব্রিসবেনে।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৬৭/৮ (অভিষেক ২৮, গিল ৪৬, দুবে ২২, সুরিয়াকুমার ২০, ওয়াশিংটন ১২, আকসার ২১*, এলিস ৩/২১, জাম্পা ৩/৪৫)।
অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১১৯ (মার্শ ৩০, শর্ট ২৫; দুবে ৩/২০, ওয়াশিংটন ৩/৩)।
ম্যাচসেরা: আকসার প্যাটেল।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
আকসার প্যাটেলের উইকেট উদযাপন
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। বৃহস্পতিবার,(০৬ নভেম্বর ২০২৫) ক্যারারা ওভালে ১৬৭ রানের পুঁজি গড়ে স্বাগকিদের ১১৯ রানে গুটিয়ে দিয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে এই ম্যাচের চেয়ে কম পুঁজি নিয়ে কোনো দলের জয়ের নজির আছে একটি এবং সেটিও ভারতের। ২০২০ সালে ক্যানবেরায় ১৬১ রানের সংগ্রহ গড়ে ১১ রানে জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
দুই দলের ব্যাটিংয়েই ধস নামে ইনিংসের পরের দিকে। ভারতের যেমন ১৪ ওভারে রান ছিল ২ উইকেটে ১২১। শেষ ছয় ওভারে ৬ উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৪৬।
রান তাড়ায় ১৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৮। সেখান থেকে আর ২১ রান যোগ করে অলআউট হয়ে যায় তারা ১০ বল বাকি থাকতেই।
ভারতের হয়ে ছয় জন বোলিং করে প্রত্যেকেই পান অন্তত একটি করে উইকেট। ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
ম্যাচসেরা অবশ্য তিনি নন। ব্যাটিংয়ে ১১ বলে অপরাজিত ২১ রান করার পর চার ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে পুরস্কারটি পান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল। ব্যাটিংয়ে ভারতের শুভমান গিলের ৩৯ বলে ৪৬ গোটা ম্যাচেই সর্বোচ্চ ইনিংস।
শেষের মতো ম্যাচের শুরুটাও নড়বড়ে ছিল অস্ট্রেলিয়ার। ম্যাচের দ্বিতীয় বলে আভিষেক শর্মার ক্যাচ ফেলেন বার্টলেট। পাওয়ার প্লেতে ভারত করে বিনা উইকেটে ৪৯ রান। পরের ওভারে জ্যাম্পাকে ছক্কার পর ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক (২১ বলে ২৮)। বেশিদূর যেতে পারেননি দুবে (১৮ বলে ২২)। ১৩-১৪তম জাম্পা ও স্টয়নিসের ওভার মিলিয়ে আসে মোট ৩১ রান। কিন্তু ১৫-১৭, এই তিন ওভারে মাত্র ১৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। পরপর দুই ওভারের প্রথম বলে আউট হন গিল (৪৬) ও সুরিয়াকুমার (২০)। জাম্পার একই ওভারে ফেরেন তিলাক ভার্মা ও জিতেশ শার্মা। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ ব্রিসবেনে।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৬৭/৮ (অভিষেক ২৮, গিল ৪৬, দুবে ২২, সুরিয়াকুমার ২০, ওয়াশিংটন ১২, আকসার ২১*, এলিস ৩/২১, জাম্পা ৩/৪৫)।
অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে ১১৯ (মার্শ ৩০, শর্ট ২৫; দুবে ৩/২০, ওয়াশিংটন ৩/৩)।
ম্যাচসেরা: আকসার প্যাটেল।